নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চমকে উঠি হঠাৎ..

অদ্ভূত বিষয়গুলোতে বিস্ময়াভূত হওয়া একটি চমকপ্রদ ব্যাপার!!

রীতিমত লিয়া

লেখকের লেখা কপি করার আগে একবার ভাবুন যে এটা আপনার নিজস্ব সম্পত্তি না, ইচ্ছা হলেই তা কপি করতে পারবেন না।

রীতিমত লিয়া › বিস্তারিত পোস্টঃ

পরিমল ও দেশের পরিস্থিতি নিয়ে ২০১১ এর আগস্ট মাসে লেখা একটি গল্প!!

০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪১

ওয়ান নাইট ইন প্রিজন







ছেলেটিকে প্রায় গলা ধাক্কা দিয়ে প্রিজন সেলের ভিতর ঢুকিয়ে দিল পুলিশ। ধাক্কা সামলাতে না পেরে হুমড়ি খেয়ে মেঝেতে পড়ল সে। পড়িমরি করে উঠে আবার সে লকাপের দরজার কাছে ছুটে গেল। কর্তব্যরত পুলিশ ততক্ষনে তালা মেরে দিয়েছে। ছেলেটি চিত্কা র করে একবার বলল, “আমাকে ছেড়ে দাও, আমি কোন অপরাধ করি নি। তোমরা ভুল করছো।” দ্বিতীয়বার এই কথাগুলো বলতে গিয়ে তার গলা দিয়ে স্বর বের হল না। গলা শুকিয়ে কাঁঠ হয়ে গেছে। নিজেকে ভীষন অসহায় বোধ করছে সে। পড়নে জিন্স এবং টি-শার্ট পরা ছেলেটির বয়স ১৯-২০ বছর হবে। অসার:শূন্য হয়ে ধীর পায়ে হেঁটে দেয়ালের কাছে এসে দেয়ালঘেষে বসে হাঁটুতে মাথা রেখে একমুর্হুতেই নিরব হয়ে গেল।



সেলের এক কোণে অন্ধকারে দেখা যায় না এমনভাবে শুয়ে ছিল একজন। সে কুতকুতে চোখে ছেলেটির দিকে তাকিয়ে ঘটনা বোঝার চেষ্টা করছে। কিছুক্ষন পর উঠে এসে ছেলেটির পাশে বসল। ওকে একটা ঠেলা দিয়ে বলল, “এই?” ছেলেটা চমকে উঠল। মাথা তুলে পাশের লোকটিকে দেখে সে একটু ভয় পেয়ে গেল। কেননা এই ঘরে সে আর কাউকে দেখেনি,এ এল কোত্থেকে? লোকটি তার দাঁত বের করে হাসছে। মুখ থেকে বোটকা গন্ধ নাকে আসায় ছেলেটা একটু সরে বসল। তাছাড়া এত বিশ্রী করে একটা মানুষ হাসতে পারে তা তার জানা ছিল না।”ভয় পাইছো?” দাঁত বের করে হাসতে হাসতে জিজ্ঞেস করে লোকটি। “আজকে প্রথম তো তাই একটু বেশী ভয় পাইছো, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমি তো মনে কর প্রায় দু’মাস এখানে কাঁটাইয়া দিলাম। এখন আর ভয় ডর লাগে না।”



ছেলেটা লোকটার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। “তোমার কেসটা কি?” জিজ্ঞেস করল লোকটি। ছেলেটা কথা বলতে গিয়ে টের পেল তার গলা দিয়ে এখনো কোন কথা বের হচ্ছে না। একটু ঢোঁক গিলে ও বলল, “আমি কোন অপরাধ করি নি। ওরা হঠাত্‍ করে রাস্তা থেকে আমাকে ধরে এনেছে।”



“খাইছে!” বলে লোকটি নিজের মাথায় হাত দিল। তারপর বিড়বিড় করে বলল, “ক্যাস তো খুবই খারাপ।” তারপর বলল, “তা এত রাতে তুমি রাস্তায় কি করছিলা?” ছেলেটা কৈফিয়তের সুরে বলতে লাগল। যেন এই লোকটিকে বললে তার কোন উপকার হবে, “আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি।হলে থাকি। আমার বোন থাকে এ্যলিফেন্ট রোড। রাতে ও একটু অসুস্থ হয়ে যাওয়ায় আমাকে যেতে বলে। কোন রিকশা না পেয়ে আমি হেঁটেই রওনা দেই। হঠাত্‍ পুলিশ আমাকে ধরল। তারপর আমার কোন কথা না শুনেই নিয়ে এল এখানে।”

“হুম” করে লোকটি গম্ভীর হয়ে গেল। কিছুক্ষন পর আবার দাঁত বের করে হেসে বলল, “কি আর করবা? থাক কিছুদিন। জীবনে সবকিছুর-ই অভিজ্ঞতার দরকার আছে।”



ছেলেটি ঢোঁক গিলল। তারপর একটু ভয়ে ভয়ে জিজ্ঞেস করল,”আপনি কি অপরাধ করেছিলেন?”

“ঐ যে বললাম,জীবনে সবকিছুর-ই অভিজ্ঞতার দরকার আছে। তো একটা অভিজ্ঞতা অর্জন করতে গিয়ে ধরা পড়ে গেছি আর কি!”উত্তর দিল লোকটি।

“কিসের অভিজ্ঞতা?”

“ও তুমি বুঝবা না। এখনো ছোট তো। তবে ভাই বুঝছো,আমার কপালটাই খারাপ। মেয়েটা ছিল এক নাম্বারে ফাজিল। আমি তার শিক্ষক। শিক্ষক কিছু করলে সেটা আর দশটা মানুষকে বলতে আছে? শিক্ষকের অপমান হয় না?”



ছেলেটি লোকটির দিকে তাকিয়ে রইল। একটু ভেবে বলল, “আপনি কে বলুন তো?” লোকটি আবারও একগাল হাসল। “আমি তো দেশের এখন সবচেয়ে আলোচিত ব্যাক্তিত্ব। আমাকে সবাই চেনে। তুমি চিন না?”

ছেলেটি চট করে চিনতে পারল। চোখ বড় বড় করে বলল, “পরিমল?পরিমল জয়ধর?”

পরিমল খিক খিক করে হাসতে হাসতে মাথা দোলালো। ছেলেটি বলল, “কাল তো ২৫ আগস্ট। কাল না আপনার বিচার হবে?” পরিমলের মুখ ফ্যাকাশে হয়ে গেল।কিছুক্ষনপর হঠাত্‍ সে রেগে উঠল, “বিচার হবে মানে কি? দেশে আরো কত মানুষ এই অপরাধ করে বেড়াচ্ছে। সবাই পার পেয়ে যায়। আমার কপালটাই খারাপ। আমিই ধরা পড়ছি।” এই বলে পরিমল হাত দিয়ে নিজের কপাল চাপরাতে লাগল। ছেলেটা পরিমলের হাত ধরে ফেলে বলল, “কিন্তু আপনার শাস্তি হওয়া উচিত। তা না হলে এই অপরাধ আরো বেড়ে যাবে। আপনি জঘন্য কাজ করেছেন।” হ্যাচকা টান দিয়ে হাত ছাড়িয়ে নেয় পরিমল। বলে, “যাও যাও নিজের চরকায় তেল দাও। পড়ছ পুলিশের হাতে তোমার নিজের জীবনের কোন ঠিক আছে? কালকে যখন টেনে হিঁচড়ে নিয়ে জনতার হাতে ছেঁড়ে দিবে তখন তো গনপিটুনি খাইয়া মরবা।”



ছেলেটি হঠাত্‍ স্তব্ধ হয়ে যায়। তার রক্তশূন্য মুখে এসে ভর করে বিভিষিকা। সকাল হয়। আজ পরিমলের বিচার। পুলিশ এসে ওকে আদালতে নিয়ে যায়। তার ঠিক আধাঘন্টা পর পুলিশ আবার আসে। টেনে হিঁচড়ে ভ্যানে তুলে ছেলেটিকে। রক্তশূন্য চোখেমুখে পরিমলের শেষ কথাগুলো শেষবারের মত মনে পড়ে ছেলেটির।









ফটো সিলেক্ট করেছেন ব্লগার মুশাসি



মন্তব্য ৫০ টি রেটিং +৯/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

অপূর্ণ রায়হান বলেছেন: ++++++++++++++

ভালো লিখেছেন ।

ভালো থাকবেন ।
'' ধর্ষকদের জন্য একটাই আইন চাই , ৯০ দিনের মধ্যে ফাঁসী চাই । যাবজ্জীবন কিংবা জরিমানা নয় । কোন প্রকার ক্ষমা / বিশেষ ক্ষমা / সাধারণ ক্ষমা নয় । ''
আসুন আমরা প্রতিবাদ করি ভার্চুয়ালি কিংবা রাজপথে , শান্তিপূর্ণভাবে ।

০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

রীতিমত লিয়া বলেছেন: ধন্যবাদ আপনিও ভাল থাকবেন।

আসুন আমরা প্রতিবাদ করি ভার্চুয়ালি কিংবা রাজপথে , শান্তিপূর্ণভাবে ।

আসুন এগিয়ে চলি সামনের দিকে!!

২| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

শার্লক বলেছেন: আদৌ কি বিচার হয়েছিল? যদি হয়ে থাকে বিচারে কি শাস্তি হইছিল পরিমলের?

০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

রীতিমত লিয়া বলেছেন: বিচারের কোন খবর চোখে পড়ে নি।

৩| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

আমিনুর রহমান বলেছেন: +++

৪| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

রীতিমত লিয়া বলেছেন: ধন্যবাদ

৫| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আসুন আমরা প্রতিবাদ করি ভার্চুয়ালি কিংবা রাজপথে , শান্তিপূর্ণভাবে ।
সহমত ।

৬| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮

রীতিমত লিয়া বলেছেন: ধন্যবাদ।

৭| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০২

একজনা বলেছেন: ধর্ষকের শাস্তি হোক মৃত্যুদন্ড। আসুন আমরা প্রতিবাদ করি ভার্চুয়ালি কিংবা রাজপথে , শান্তিপূর্ণভাবে ।


ভালো থাকবেন।

৮| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

রীতিমত লিয়া বলেছেন: আপনিও ভাল থাকবেন।

৯| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২২

শার্লক বলেছেন: হুম আমারও চোখে পড়ে নাই।
তবে প্রতিবাদ শান্তিপূর্নভাবে করে মনে হয় না কোন লাভ হবে। জ্বালাও পোড়াও না করলে তো সরকারের টনক নড়ে না।

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৩

রীতিমত লিয়া বলেছেন: ঠিক বলেছেন।

১০| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০২

কান্ডারি অথর্ব বলেছেন:
ভালো লিখেছেন প্লাস দিয়ে গেলাম ++

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৯

রীতিমত লিয়া বলেছেন: আপনাকে ধন্যবাদ। ভাল থাকুন।

১১| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৬

মিজানুর রহমান মিলন বলেছেন: আচ্ছা পরিমলকে পুলিশ নিয়ে যাওয়ার পর কি করল ? মানে বিচার কি হয়েছিল ? আর ছেলেটিকে কি জেলেই রেখে দিলেন ? ভাল ছেলে তাকে ছেড়ে দেওয়া উচিৎ কিন্তু আমাদের দেশের আইন বলে কথা !

ওকে, তয় ভাল লাগা দিলাম ।

১২| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৪

রীতিমত লিয়া বলেছেন: ছেলেটিকে গণপিটুনিতে খেতে নিয়ে যেতেই তো পুলিশ তাকে ভ্যানে করে নিয়ে যাচ্ছে। আর পরিমলের কি হল সেটা আমরা কেউ জানি না। মিডিয়া এটা নিয়ে এখন আর কথা বলে না।

১৩| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৫

এহসান সাবির বলেছেন: এ+

০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০২

রীতিমত লিয়া বলেছেন: ধন্যবাদ।

১৪| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৬

মাহতাব সমুদ্র বলেছেন: ভালো হৈছে লিয়া। তুমি সত্যিই অনেক ভালো লেখো

০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৩

রীতিমত লিয়া বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া। আশা করি সাথেই থাকবেন!!!

০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৪

রীতিমত লিয়া বলেছেন: আপনাদেরকে পাশে পাই বলেই লিখতে ভালবাসি।

১৫| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৮

ভাঙ্গাকুলা বলেছেন: দিশ পাইলাম

০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৪

রীতিমত লিয়া বলেছেন: বুঝলাম না।

১৬| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৮

ঘুড্ডির পাইলট বলেছেন: ভালু জলেকানার গল্প । পরিমল নামের এক মিস্টির দোকান্দার আছে সে এখন অনেক লজ্জিত তার নিয়া।

০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৫

রীতিমত লিয়া বলেছেন: পরিমল নামের এক মিস্টির দোকান্দার আছে সে এখন অনেক লজ্জিত তার নিয়া।

B-) B-)

১৭| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৫২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনি সহ প্রিয় ব্লগারদের সম্মান জানিয়ে পোস্ট দিয়েছি, ভালো থাকবেন...

০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৭

রীতিমত লিয়া বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অল্প ক'দিনেই ব্লগারদের মনে জায়গা করে নিয়েছেন :)

১৮| ০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৫

হাসান মাহবুব বলেছেন: পরিমল কুত্তাটার বিচারের কথা সবাই ভুলেই গেছে। আবারও দাবীতে উত্তাল হতে হবে সকল ধর্ষকের বিচারের জন্যে। জেলখানার অলস আয়েশী জীবন তাদের জন্যে না।

০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩০

রীতিমত লিয়া বলেছেন: বিচার না হওয়ায় দিনে দিনে পরিমলদেরর সংখ্যা বাড়ছে।

১৯| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

দূর্যোধন বলেছেন: কল্পকাহিনী বাস্তব হতে কতক্ষন ? আশাপ্রদ কিছু তো দেখছিনা পরিমল কেস নিয়ে ।

০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

রীতিমত লিয়া বলেছেন: ভিকির পরিমল হচ্ছে সকল পরিমলের আইডল। তার শাস্তি হলে কি চলে? অন্য পরিমলরা ভয় পেয়ে যাবে না?!!!

২০| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

নেক্সাস বলেছেন: হাসান মাহবুব বলেছেন: পরিমল কুত্তাটার বিচারের কথা সবাই ভুলেই গেছে। আবারও দাবীতে উত্তাল হতে হবে সকল ধর্ষকের বিচারের জন্যে। জেলখানার অলস আয়েশী জীবন তাদের জন্যে না।

০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

রীতিমত লিয়া বলেছেন: ধীরে ধীরে পরিমলদের সংখ্যা বাড়ছে বৈ কমছে না এতটুকু!

২১| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

রাতুলবিডি২ বলেছেন: ধর্ষকদের জন্য একটাই আইন চাই , ৯০ দিনের মধ্যে ফাঁসী চাই । যাবজ্জীবন কিংবা জরিমানা নয় । কোন প্রকার ক্ষমা / বিশেষ ক্ষমা / সাধারণ ক্ষমা নয় । ''
আসুন আমরা প্রতিবাদ করি ভার্চুয়ালি কিংবা রাজপথে , শান্তিপূর্ণভাবে

০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

রীতিমত লিয়া বলেছেন: সফল হোক।

২২| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৬

মুশাসি বলেছেন: “বিচার হবে মানে কি? দেশে আরো কত মানুষ এই অপরাধ করে বেড়াচ্ছে। সবাই পার পেয়ে যায়। আমার কপালটাই খারাপ। আমিই ধরা পড়ছি।”
অন্যরা আর কতদিন ধরা ছোয়ার বাইরে থাকবে? পরিমলেরই বা কি শাস্তি হয়েছে?

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৭

রীতিমত লিয়া বলেছেন: পরিমলের শাস্তি সম্পর্কিত কোন নিউজ চোখে পড়ে নি। পরিমলরা এভাবেই আড়ালে চলে যায়। আর সব পরিমলরাও এভাবেই আড়ালে চলে জাবে।

২৩| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৯

কালা মনের ধলা মানুষ বলেছেন: চমতকার লিখসেন।

+++++++++

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৭

রীতিমত লিয়া বলেছেন: অনেক ধণ্যবাদ

২৪| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৪

যুবায়ের বলেছেন: চমৎকার গল্প....
পোষ্টে প্লাস++++

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৭

রীতিমত লিয়া বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ

২৫| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৭

যুবায়ের বলেছেন: সমাজের বাস্তবিকতা ফুটে উঠেছে গল্পে...
অনেক ব্যক্তি মিথ্যা অভিযোগে সাজা পায় আবার
বড় বড় রাঘব বোয়ালরা আইনের চক্ষুকে ফাঁকি দিয়ে
অপরাধমূলক কর্মকান্ড করে যাচ্ছে প্রতিনিয়ত..

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৮

রীতিমত লিয়া বলেছেন: এটাই আমাদের সমাজ, আমাদের আইন ব্যাবস্থা

২৬| ০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫২

আহমেদ সাব্বির পল্লব বলেছেন: =p~ চমৎকার লেখা.......আসলেই আবার সোচ্চার হওয়া উচিত।

আপনার নিকটা খুব সুন্দর..... রীতিমত সুন্দর.......

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৯

রীতিমত লিয়া বলেছেন: রীতিমতের ব্লগে আসায় আপনাকে স্বাগতম!

২৭| ০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫২

আহমেদ সাব্বির পল্লব বলেছেন: চমৎকার লেখা.......আসলেই আবার সোচ্চার হওয়া উচিত।

আপনার নিকটা খুব সুন্দর..... রীতিমত সুন্দর....... =p~

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৯

রীতিমত লিয়া বলেছেন: লেখক বলেছেন: রীতিমতের ব্লগে আসায় আপনাকে স্বাগতম!

২৮| ০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৮

প্রিয়তমেষূ বলেছেন: সুন্দর সুন্দর!!!

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪০

রীতিমত লিয়া বলেছেন: ধন্য ধন্য

২৯| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৩

রীতিমত লিয়া বলেছেন: পরিমলরা এভাবেই একদিন মিডিয়ার বাইরে চলে যায়। আমাদের আশে পাশেই এরা ঘোরাঘুরি করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.