![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখকের লেখা কপি করার আগে একবার ভাবুন যে এটা আপনার নিজস্ব সম্পত্তি না, ইচ্ছা হলেই তা কপি করতে পারবেন না।
||পরিশ্রমী আমি||
খুব সকালে উঠে
ক্লাসে যাই
আছি আমি জানান দিয়ে
বেঞ্চে ঘুমাই
ক্লাস শেষে উঠে যাই
কমনরুমে
সিঙ্গারা আর চায়ে
খুব ভালো জমে
ফিরে এসে ক্লাসে
ঢুঁ দেই যখন
রোল কলের মাঝে
স্যার থাকে তখন
ধীর পায়ে গিয়ে বসি
পিছনের বেঞ্চে
ভাবি তখন মনে মনে
কি খাব লাঞ্চে!
কি আর ক্লাস আমার
হেডফোনে কান
RJ দেয় লেকচার
স্যার গায় গান !
বিকেল হলে বসি
ইন্টারনেটে
Chat করে কখন যে
সময় যায় কেঁটে
খুব মেরে আড্ডা
ফিরে আসি হলে
রুমমেটরা খুব
পরিশ্রমী বলে ।
............................................................................................
উত্সর্গঃ ক্লাস ফাঁকি দেওয়া সব ভাইবোনদের।
বিঃদ্রঃ এটা বহুদিন আগে লেখা কাব্য। এখন আমি ক্লাসে খুবই মনযোগী।
১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩২
রীতিমত লিয়া বলেছেন: দিলাম কৈরা।
২| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৫
শার্লক বলেছেন: আচ্ছা তাইলে ব্লগে কখন? ভালা লাগছে।
১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩২
রীতিমত লিয়া বলেছেন: ব্লগে বয়স মাত্র ৫ মাস হলো
৩| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৮
ঢাকাবাসী বলেছেন: নবীন ব্লগারকে অভিনন্দন।
১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪০
রীতিমত লিয়া বলেছেন: ব্লগে লিখছি ৪ মাস হলো
৪| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩১
খায়ালামু বলেছেন:
১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪১
রীতিমত লিয়া বলেছেন: ধন্যবাদ
৫| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৪
ঢাকাবাসী বলেছেন: এই যাঃ মিসটেক হয়ে গেল, 'নবীন' কথাটা উইথড্র করলাম, আর চমৎকার কবিতা লেখা, চালিয়ে যান।
১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪১
রীতিমত লিয়া বলেছেন: ইটস ওকে
৬| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: মজা মজা মজা মজা মজা মজা
১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪২
রীতিমত লিয়া বলেছেন:
৭| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৫
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমি তো ক্লাসেই যেতাম না! আমার নাম কী উৎসর্গপত্রের সাথে যাবে!
ভালো লাগলো।
১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৩
রীতিমত লিয়া বলেছেন: অবশ্যই যাবে। এইভাবে ক্লাশ করা আর না করা সমান
৮| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৩
তামিম ইবনে আমান বলেছেন:
উতসর্গ করার জন্য ধন্যবাদ
১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৩
রীতিমত লিয়া বলেছেন: আপনাকেও ধন্যবাদ
৯| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৪
যুবায়ের বলেছেন: পরিশ্রমী আমি নামটা জটিল হয়েছে....
১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৪
রীতিমত লিয়া বলেছেন: ক্যান আমি তো পরিশ্রমী-ই
১০| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৭
যুবায়ের বলেছেন: পিলাচ দিলাম++++
তয় উতসর্গের জন্ন নহে!!..
১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৯
রীতিমত লিয়া বলেছেন: উৎসর্গ আপনার জন্য নহে। আপনি সিরিয়াস স্টুডেন্ট
১১| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৭
বাংলার হাসান বলেছেন: উত্সর্গঃ ক্লাস ফাঁকি দেওয়া সব ভাইবোনদের।
এই পথ মাড়াই না, তাহলে কি আমি বাদ পড়লাম?
১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫০
রীতিমত লিয়া বলেছেন: সিরিয়াস স্টুডেন্টরা বাদ। তবে আপনি যদি ক্লাশে নাই যান তাহলে বাদ না। ক্লাশ করা আর না করা সমান
১২| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৮
বাংলার হাসান বলেছেন: প্লাস রেখে গেলাম।
১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫১
রীতিমত লিয়া বলেছেন: ধন্যবাদটা নিয়ে যান
১৩| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৮
একজন আরমান বলেছেন:
হে হে ভালা হইছে। :p
আমি এফএম শুনতাম না। হয় গান শুনতাম আর নাইলে বন্ধু বান্ধবরে মিসকল দিতাম আর না হইলে ঘুমাইতাম !
১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫২
রীতিমত লিয়া বলেছেন: আমি চিরকুট চালাচালিও করতাম। আর আমার মত যারা ফাকিবাজ তারা সবাই মিলে একটা খাতায় চ্যাট করতাম, ফেসবুক চ্যাটের মত।
১৪| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৯
সীমান্ত উন্মাদ বলেছেন: চমৎকার অনুকাব্যে ভালা লাগা।
ভালা থাইক্কেন শত পরিশ্রমে।
১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৩
রীতিমত লিয়া বলেছেন: আপনাদের দোয়ায়
১৫| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৫
প্রিয়তমেষূ বলেছেন: এখন আমি ক্লাসে খুবই মনযোগী।
১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৪
রীতিমত লিয়া বলেছেন: আমিও। ফাকি দেই না। কেননা ক্লাশ-ই হয় না
১৬| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২১
নিয়েল ( হিমু ) বলেছেন: যাক কোঠার ভিত্তিতে উত্সর্গ পেয়েগেলাম
হাহাপগে মজা পাইছি
১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৫
রীতিমত লিয়া বলেছেন: পেয়েছেন যেহেতু কোঠা
মিস করার কথা না
উৎসর্গটা
১৭| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৩
doha057 বলেছেন: কবিতাটা আরও আগে পেলে কাজে লাগাতাম, ফাকি দেয়ার বয়স চলে গেছে
১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৬
রীতিমত লিয়া বলেছেন: ইশরে
১৮| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:২৮
ঘুড্ডির পাইলট বলেছেন:
লিয়া হইলো ফাকি বাজ
অনুকাব্যে লিখছে আজ
কেলাসে বইসা ঘুমায়
পড়াশুনার নাই সুমায়
১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৭
রীতিমত লিয়া বলেছেন: পড়া সময় খেলা আমার
খেলার সময় খেলা
কেমন করে মেঘে মেঘে
চলে গেল বেলা
১৯| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৩
দেবদাস. বলেছেন: ুসুনদোর লিখেচেন
১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৭
রীতিমত লিয়া বলেছেন: ধন্যবাদ।
২০| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৫
দেবদাস. বলেছেন: সুন্দর লিখেছেন . শুভকামনা আপনার জন্য আরো ফাকিবাজি হোন
১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৪
রীতিমত লিয়া বলেছেন: আর ফাকিবাজ হবার সুযোগ নাই
২১| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৮
লোনলিফাইটার বলেছেন:
১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৬
রীতিমত লিয়া বলেছেন:
২২| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৫১
আশিক মাসুম বলেছেন: আমি ক্লাস ফাকি দিয়া জীবনে অনেক মাইর খাইছি
কাব্য ভালা হইছে।
১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৭
রীতিমত লিয়া বলেছেন: বড় বেলার ফাকিবাজিতে কেউ মাইর দেয় না
২৩| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:১৩
বটবৃক্ষ~ বলেছেন: ভাল লাগ্লো.।।।
প্লাস দিলাম।
১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৬
রীতিমত লিয়া বলেছেন: ধন্যবাদ।
২৪| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:২৬
তারছেড়া লিমন বলেছেন: মিইল্যা গেলু.......................সেইরাম হয়চে..
১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৭
রীতিমত লিয়া বলেছেন: আপনিও এরম আছিলেন?
২৫| ১৬ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:২১
মিজানুর রহমান মিলন বলেছেন: ভাল হয়েছে +++ দিলাম
১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৭
রীতিমত লিয়া বলেছেন: ধন্যবাদ নিন
২৬| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২২
কান্ডারি অথর্ব বলেছেন:
তাইলে এই হইল লিয়ার পরিশ্রম
১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৬
রীতিমত লিয়া বলেছেন:
২৭| ১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৫
একজন আরমান বলেছেন:
আমিও চিরকুট চালাচালি করতাম, ছ্যাঁক খাওনের আগ পর্যন্ত !
১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৮
রীতিমত লিয়া বলেছেন:
২৮| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন:
ভালো হইছে।
২৯| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১২
রীতিমত লিয়া বলেছেন: ধইন্যা
৩০| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৬
মাহী ফ্লোরা বলেছেন: হা হা কি দুষ্টু ফাঁকিবাজ ছিলো লিয়া তাই ভাবছি!
৩১| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৩
রীতিমত লিয়া বলেছেন:
৩২| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৯
নগর বালক বলেছেন: বাহ বাহ
৩৩| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩১
রীতিমত লিয়া বলেছেন: ধইন্যা
৩৪| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫২
এই সব দিন রাত্রি বলেছেন: hahahaha
৩৫| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৭
রীতিমত লিয়া বলেছেন: হিহিহিহিহিহি
৩৬| ১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৯
ইনকগনিটো বলেছেন: রীতিমতো পরিশ্রমী
৩৭| ১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১১
রীতিমত লিয়া বলেছেন:
৩৮| ১৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩২
প্রিয়তমেষূ বলেছেন: পরিশ্রমী লিয়া মনি
৩৯| ১৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৭
রীতিমত লিয়া বলেছেন:
৪০| ১৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৭
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: উমা খাইছে গো উৎসর্গ পত্রে দেখি আমারও নাম আইছে। পিলাচ লন গো আফা পিলাচ।+++++++++++++
৪১| ১৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৯
রীতিমত লিয়া বলেছেন: আপ্নের জন্য আস্ত একটা ধইন্যাপাতা গাছ গো ভাই
৪২| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২২
আরজু পনি বলেছেন:
ইসসসস অনেক পরিশ্রমী কবিতা!
৪৩| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫২
রীতিমত লিয়া বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৩
বিলাতী পোলা বলেছেন: তাইলে আমারেও উৎসর্গ করলেন।