নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চমকে উঠি হঠাৎ..

অদ্ভূত বিষয়গুলোতে বিস্ময়াভূত হওয়া একটি চমকপ্রদ ব্যাপার!!

রীতিমত লিয়া

লেখকের লেখা কপি করার আগে একবার ভাবুন যে এটা আপনার নিজস্ব সম্পত্তি না, ইচ্ছা হলেই তা কপি করতে পারবেন না।

রীতিমত লিয়া › বিস্তারিত পোস্টঃ

অভিমানুকাব্য :( :(

৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩২

||আসবে যাবে কত||



এখন আমায় পাত্তা দাও না

ভাবছো আমায় এত সোজা !

যখন আমি হারিয়ে যাব,

বুঝবে তখন কত মজা! :( :(



জানি আমি ভালবেসে

কুমির এনেছি কেঁটে খাল

তবে আমি বুঝিয়ে দেব-ই

কত ধানে কত চাল । X(( X((



ভালবেসেছি বেশ করেছি

এত্তো দেমাগ দেখাও!

আজকে থেকে তোমার সাথে

আড়ি আমার যাও। :| :|



দেখিনি বাবা এমন ছেলে

তোমার মতো

আমিও বা কম কিসে?

ঘুরি কি আর তোমার পিছে

আসবে যাবে কত!!!! B-) B-)

মন্তব্য ৪৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৫

শাহজাহান মুনির বলেছেন: জানি আমি ভালবেসে
কুমির এনেছি কেঁটে খাল
তবে আমি বুঝিয়ে দেব-ই
কত ধানে কত চাল । X(( X((


জটিল....... =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২১

রীতিমত লিয়া বলেছেন: ;) ;)

২| ৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৬

মাহী ফ্লোরা বলেছেন: হা হা বুঝতে পারলাম অনেক অভিমান লিয়ামনির!

৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২২

রীতিমত লিয়া বলেছেন: :( :( :( :( :P

৩| ৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৯

ৎঁৎঁৎঁ বলেছেন: :) :) :)

৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২২

রীতিমত লিয়া বলেছেন: :) :)

৪| ৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৯

মিজানুর রহমান মিলন বলেছেন: এখন তো প্রেম ভালবাসা তাই । শুধু মেয়রা নয় এখন ছেলেরাও একসঙ্গে কয়েকটা করে প্রেম করে । আগে নাকি মেয়রা শুধু এই কাজ করতো বাট এখন ছেলেরা মেয়েদের কাছ থেকে শিখেছে ! ঐযে বলে টিট ফর ট্যাট :-D:-D:-D

৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৪

রীতিমত লিয়া বলেছেন: নতুন শুনলাম

৫| ৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৪

মিজানুর রহমান মিলন বলেছেন: অনু কাব্যটা পড়ে বুঝলাম লিয়া আপুর অনেক অভিমান ! তো ব্যপার না আপনিও এবার তাকে দেখিয়ে দিন আপনিও পারেন :-P

৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৫

রীতিমত লিয়া বলেছেন: :P:P:P

৬| ৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৯

যুবায়ের বলেছেন: দারুন লিখেছেন অভিমানুকাব্য...
প্লাস++++

৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৫

রীতিমত লিয়া বলেছেন: :) ধন্যবাদ

৭| ৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১০

shfikul বলেছেন: +++

৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৫

রীতিমত লিয়া বলেছেন: ধন্যবাদ।

৮| ৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৩

মেহেদী হাসান মানিক বলেছেন: ||আসবে যাবে কত|

ভালু ভালু
+++++

৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৬

রীতিমত লিয়া বলেছেন: ধন্যধন্য

৯| ৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৩

মায়াবী ছায়া বলেছেন: হা হা হা....+++

৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৬

রীতিমত লিয়া বলেছেন: হিহিহি

১০| ৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৭

মাক্স বলেছেন: :P:P:P:P:P:P:P

১১| ৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৫

রীতিমত লিয়া বলেছেন: :P :P

১২| ৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৭

একজন আরমান বলেছেন:
"ঘুরি কার" হবে না "ঘুরি কি আর" হবে?

এখন আমায় পাত্তা দাও না
ভাবছো আমায় এত সোজা !
যখন আমি হারিয়ে যাব,
বুঝবে তখন কত মজা!


ভালো লাগলো বেশ। :)

৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৬

রীতিমত লিয়া বলেছেন: শুধরে দিয়েছি।

১৩| ৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৪

অনীনদিতা বলেছেন: এখন আমায় পাত্তা দাও না
ভাবছো আমায় এত সোজা !
যখন আমি হারিয়ে যাব,
বুঝবে তখন কত মজা!

৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৭

রীতিমত লিয়া বলেছেন: :( :(

১৪| ৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৩

শের শায়রী বলেছেন: এখন আমায় পাত্তা দাও না
ভাবছো আমায় এত সোজা !
যখন আমি হারিয়ে যাব,
বুঝবে তখন কত মজা
এই লাইন গুলোতে সব মজা।

৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৭

রীতিমত লিয়া বলেছেন: এত মজা!!:( :(

১৫| ৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৭

বাংলার হাসান বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৮

রীতিমত লিয়া বলেছেন: ধন্যবাদ

১৬| ৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৬

*কুনোব্যাঙ* বলেছেন: অভিমানুকাব্যে আরো দু'টো যোগ করে যাই-


শাড়ী গয়না কিনে দাওনা (চাওয়া মাত্র)
ভাবছ আমায় এত সোজা!
যখন কাছে ঘেঁষতে দেবনা
বুঝবে তখন মজা।


জানি আমি ভালোবেসে
কুমির এনেছি কেটে খাল,
অমুককে যদি ভালোবাসতাম
কেএফসিতে খাওয়াতো সকাল বিকাল।

৩০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০২

রীতিমত লিয়া বলেছেন: লিখেছেন ভাল তবে এটা তো অভিমান না, এটা রাগ ও ক্ষোভ!!

১৭| ৩০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১১

নিরপেক্ষ মানুষ বলেছেন: লাস্ট প্যারার লাস্টে ছন্দ মিলেনাই।বাকিটা চমত্‍কার হইছে।পিলাচ দিলাম

১৮| ৩০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

রীতিমত লিয়া বলেছেন: ধন্যবাদ

১৯| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩০

শার্লক বলেছেন: বাস, ট্রেন আর ছেলের পিছনে ছুটতে হয় না, একটা যাবে আর একটা আসবে। ;) জটিল মজা পাইছি।

২০| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৭

রীতিমত লিয়া বলেছেন: ঠিকই কইছেন হুহ! ;)

২১| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৫

আশিক মাসুম বলেছেন: লিয়া মনির প্রেমের কাব্য
পুরাই মাতানষ্ট,
পোলাটা টের পায়নাই
তার কপালে আছে কত কষ্ট।



মজা ছিল। :P

৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৯

রীতিমত লিয়া বলেছেন: পোলাটা টের পায়নাই
তার কপালে আছে কত কষ্ট।


:P :P

২২| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২২

ঘুড্ডির পাইলট বলেছেন:
আরিব্বাস ! লিয়াকে পাত্তা দেয় না
এমন ছেলেটা কে ? !!!!!!!!!

B:-)

৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৯

রীতিমত লিয়া বলেছেন: :( :( :| X((

২৩| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৫

গ্রাম্যবালিকা বলেছেন:


ভালবেসেছি বেশ করেছি
তাই ভেবোনা বোকা!
তুমি চাইলে আজই পারি
হয়ে যেতে দোকা। X( X(

৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩১

রীতিমত লিয়া বলেছেন: X( X( হক কতা

২৪| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৭

লোনলিফাইটার বলেছেন: তুমি কি প্লে গার্ল(কিডিং) ;) B-)) :P :P

৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩২

রীতিমত লিয়া বলেছেন: এটা অভিমানুকাব্য। X( X( শিরোনাম পড়েছেন নিশ্চই। X(( X((

২৫| ৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৫

মুশাসি বলেছেন: আসবে যাবে কত!!!! B-) B-)

৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২১

রীতিমত লিয়া বলেছেন: B-) B-)

২৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২০

কান্ডারি অথর্ব বলেছেন:
+++

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৪

রীতিমত লিয়া বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.