| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রীতিমত লিয়া
লেখকের লেখা কপি করার আগে একবার ভাবুন যে এটা আপনার নিজস্ব সম্পত্তি না, ইচ্ছা হলেই তা কপি করতে পারবেন না।
১।
তোমায় নিয়ে কাঁটবে দিন
তোমায় নিয়ে ভাবব
ভেবে ভেবে তোমায় নিয়ে
লিখব অনুকাব্য।
![]()
২।
তোমার কোন গুণ-ই নেই
নেই কোন সামু নিক
লেখালেখি পারোনা
ভীষণ রকম বেরসিক।
![]()
৩।
তোমায় নিয়ে ভাবতে মানা
দেখতে মানা চাঁদ
এই ভরা পূর্ণিমাতেও
মাথার ওপর ছাদ।
![]()
৪।
চা খাবে? বানাই?
একবারো তো
জানতে চাও না
আমি কী চাই?
![]()
৫।
ভাল্লাগে না কোন কিছু
ভাল্লাগে না আর
ভাল্লাগে না
দূরত্ব তোমার আমার।
![]()
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৬
রীতিমত লিয়া বলেছেন: সেটাই তো
২|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৯
অণুজীব বলেছেন: ভালা হইসে।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৭
রীতিমত লিয়া বলেছেন: ধন্যবাদ ভাই
৩|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৯
শূন্য পথিক বলেছেন: চা খাবে? বানাই?
একবারো তো
জানতে চাও না
আমি কী চাই?
আমিও তাই বলি!
৪|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০০
রীতিমত লিয়া বলেছেন: আচ্ছা!
৫|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০১
*কুনোব্যাঙ* বলেছেন: রীতিমত লিয়া,
ভালো লাগল আপনার অনুকাব্য পড়িয়া।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩১
রীতিমত লিয়া বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ
৬|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৪
মুশাসি বলেছেন: লেট নাইট প্রেমকাব্য ভালা পাইলাম
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩১
রীতিমত লিয়া বলেছেন: ধন্য আমি ধন্য
৭|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৫
শার্লক বলেছেন: চা পান করতে করতে পড়লাম।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩২
রীতিমত লিয়া বলেছেন: খুব ভাল
৮|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৯
‘নৈব চ, নৈব চ’ বলেছেন: পিলাস পিলাস
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৩
রীতিমত লিয়া বলেছেন: ধন্য ধন্য
৯|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৫
কান্ডারি অথর্ব বলেছেন:
চা খাবে? বানাই?
একবারো তো
জানতে চাও না
আমি কী চাই?
+++++++
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৩
রীতিমত লিয়া বলেছেন: পনাকে অসংখ্য ধন্যবাদ
১০|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৬
আমিনুর রহমান বলেছেন: +++
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৪
রীতিমত লিয়া বলেছেন: ধন্যবাদ ভাইয়া
১১|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩২
আরজু পনি বলেছেন:
ভাল্লাগে না
দূরত্ব তোমার আমার। ........হাহাহাহা সুন্দর হইছে ।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৪
রীতিমত লিয়া বলেছেন: অনেক ধন্যবাদ আপু
১২|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪১
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন: তোমার কোন গুণ-ই নেই
নেই কোন সামু নিক
লেখালেখি পারোনা
ভীষণ রকম বেরসিক
---------------------------------
তোমার জন্যই সামুর এই নিক
তোমার জন্যই আমার দিগ বেদিক
তোমার জন্য আর লাগবে কি
হাজার ফেইবুকে আইডির টুইটার ইয়াহু জি মেইল আর স্কাইপি ?
---------------------------------
চা খাবে? বানাই?
একবারো তো
জানতে চাও না
আমি কী চাই?
-------------------------
বানাও
চিনি কম দিও
মিথ্যা হলে সত্যি বলছি
মিথ্যা বলে তোমায় ভালোবাসতে দ্বিধা নাই প্রিয়ও :!> :!> :!> :#> :#>
-------------------------
তোমার আমার ঠিকানা
পদ্মা মেঘনা যমুনা
পদ্মা ডুবে গেছে
তাই বুঝি ভাইয়া শব্দ তুমি নিলে বেছে
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৫
রীতিমত লিয়া বলেছেন: ভাইয়া
১৩|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১১
মাক্স বলেছেন: তোমায় নিয়ে ভাবতে মানা
দেখতে মানা চাঁদ
এই ভরা পূর্ণিমাতেও
মাথার ওপর ছাদ। ++
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৫
রীতিমত লিয়া বলেছেন: সত্যি
১৪|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৯
বটবৃক্ষ~ বলেছেন: লেখক মশাইকে নিয়ে লেখেননা অনেকদিন??
অনুকাব্য মজার হয়েছ![]()
১৫|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৯
রীতিমত লিয়া বলেছেন: লেখকমশাইকে নিয়ে লিখব। একটা গল্প মাথায় আছে।
আপনাকে ধন্যবাদ
১৬|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০৭
রাফা বলেছেন: ভালোই-তো ! কিন্তু লেট নাইট কেনো আর্লি ইন দা মর্নিং লেখা যায়না?
তমতিরী য়ালি।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৬
রীতিমত লিয়া বলেছেন: তমতিরী য়ালি
হাহাহা
১৭|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: মজা মজা মজা মজা
অনুকাব্য আমার খুব ভ্ল লাগে, উদখের বিষয় ভাল লিখতে পারিনা
আমারটা দেখবেন সুযোগ হলেঃ Click This Link
ভাল থাকুন নিরন্তর।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৭
রীতিমত লিয়া বলেছেন: দেখেছি। কমেন্টাইছি
১৮|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৭
সিয়ন খান বলেছেন: ভাল্লাগে না কোন কিছু
ভাল্লাগে না আর
ভাল্লাগে না
দূরত্ব তোমার আমার।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৭
রীতিমত লিয়া বলেছেন:
![]()
১৯|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৬
ফালতু বালক বলেছেন: তোমায় নিয়ে ভাবতে মানা
দেখতে মানা চাঁদ
এই ভরা পূর্ণিমাতেও
মাথার ওপর ছাদ।
++++++
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৭
রীতিমত লিয়া বলেছেন: ধন্যবাদ ভাই
২০|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৮
একজন আরমান বলেছেন:
পেয়েছো আমায় বোকা,
তাই দিয়েছো ছ্যাকা,
তোমায় নিয়ে আর ভাবি না,
অনু-কাব্য ও আর লিখি না।।
আপনাদের লিখা লিখি দেখে আমিও অণু-কাব্য লিখেছি।
২/১ দিনের মধ্যেই পোস্ট দিবো।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৮
রীতিমত লিয়া বলেছেন: তোমায় নিয়ে আর ভাবি না,
অনু-কাব্য ও আর লিখি না।।
না লিখলে নাই
মামা বাড়ি যাই
২১|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯
ঘুড্ডির পাইলট বলেছেন:
এই প্রফাইল পিকচারটা কি আসলেই আপ্নের ?
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৩
রীতিমত লিয়া বলেছেন: হ আমার!! চোখ বাইর হইয়া যাইতেছে ক্যান?
একটু না হয় লিখছি অনুকাব্য
প্রেম পিরিতি নিয়া
ভাইয়া (ঘুড্ডির পাইলট) আমারে কি ভাববো???
আমি দুষ্টু মাইয়া?
২২|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৫
বটবৃক্ষ~ বলেছেন: হাহ হা!! বেশ মজা পেলাম আপনার কাব্যে.@ একজন আরমান
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৪
রীতিমত লিয়া বলেছেন: আমিও ![]()
![]()
২৩|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৮
একজন আরমান বলেছেন:
@বটবৃক্ষ~
আমি সিরিয়াস কিছু বললেও সবাই ফান করে কেন আমি বুঝি না !
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৫
রীতিমত লিয়া বলেছেন: আসলেই, আরমান ভাই একখান কাব্য লিখছে, এটা কোন ফান হইলো? এটা তো মারাত্মক সিরিয়াস ব্যাফার!!
![]()
২৪|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: Click This Link
অনুকাব্য, ফান পোস্ট।
২৫|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৩
রীতিমত লিয়া বলেছেন: ফান পোস্ট পইড়া আসলাম। কিছু কৈলাম না
২৬|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪১
ধান শালিক বলেছেন: ভালো হইছে ,
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৬
রীতিমত লিয়া বলেছেন: ধন্যবাদ। কিন্তু আপিনি কান্তাছেন ক্যান বাবু?
২৭|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৩
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: জোশ++++। .।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৬
রীতিমত লিয়া বলেছেন: ধন্যবাদ নিন
২৮|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৬
জাকারিয়া মুবিন বলেছেন: "তোমার কোন গুণ-ই নেই
নেই কোন সামু নিক
লেখালেখি পারোনা
ভীষণ রকম বেরসিক।"
তারমানে এখন থেকে প্রেম করতে হলে কি সামু নিক থাকা লাগবে নাকি!!
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৫
রীতিমত লিয়া বলেছেন: অনুকাব্যের নায়কের নাই, তাই বললাম।
২৯|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫১
একজন আরমান বলেছেন:
মামা বাড়ি গেলেও তুমি,
আসবে আবার ফিরে,
সেই আশাতেই বসে আছি,
ভালোবাসার জাল বুনে।। :!> :#>
৩০|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৯
রীতিমত লিয়া বলেছেন: রাস্তা মাপো আরমান ভাই
তোমার জাল ছিঁড়া
আশায় থাকা বোকামী
হবে না তো ফেরা!
![]()
৩১|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৩
আশিক মাসুম বলেছেন: ভাল্লাগে না
দূরত্ব তোমার আমার।
আহারে দূরত্ব
চলো কমাই,
এ শহর ছেড়ে
দু জনে পালাই
৩২|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৮
রীতিমত লিয়া বলেছেন: কোন শহরে দূরত্ব নাই? ![]()
৩৩|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৩
আশিক মাসুম বলেছেন: পালানুর পরেতো যে খানেই যাই দূরত্ব শেষ
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩২
রীতিমত লিয়া বলেছেন: পলায়ন করা ভাল কাজ নহে
৩৪|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৬
আমিভূত বলেছেন: ভাল্লাগছে অনুকাব্য ![]()
ভাল্লাগে না কোন কিছু
ভাল্লাগে না আর
ভাল্লাগে না
দূরত্ব তোমার আমার।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৫
রীতিমত লিয়া বলেছেন:
ধন্যবাদ
৩৫|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৭
একজন আরমান বলেছেন:
হয়তো আমি বোকা,
তাই দিয়েছো ধোঁকা !
তবুও বাসি ভালো,
এটা তুমি জেনো।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৮
রীতিমত লিয়া বলেছেন: এত্ত প্রেম বাপরে বাপ
যার কপালে আছে
করবে না সে অনুতাপ।
ভাইয়া আপনি লিখেন ভাল। আপনার রচিত অনুকাব্যের অপেক্ষায় রইলাম। শেয়ার করুন।
৩৬|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৩
একজন আরমান বলেছেন:
কার কপালে কি আছে?
কেইবা তা জানে?
ভালো সে আমায় না-ই বাসুক,
তাতে কি যায় আসে?
হা হা।
আপনাদের লিখার সাথে ছন্দ মেলাতে ভালোই লাগে।
তবে ভালো লিখতে পারি না। তাই পোস্ট দেই না।
তবে দিবো দিবো ভাবছি।
আগে একবার পোস্ট দিয়েছিলামঃ
Click This Link
ভালো থাকুন।
৩৭|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৩
রীতিমত লিয়া বলেছেন: পড়লাম। খুব মজা পাইছি।
৩৮|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৮
একাকি উনমন বলেছেন: ভালো লাগা রইলো
৩৯|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৫
রীতিমত লিয়া বলেছেন: ধন্যবাদ রইল
৪০|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৪
শ্রাবণ জল বলেছেন: ভাল লাগল।
৪১|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩১
রীতিমত লিয়া বলেছেন: ধন্যবাদ
৪২|
১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪০
শাহজাহান মুনির বলেছেন: তোমার কোন গুণ-ই নেই
নেই কোন সামু নিক
লেখালেখি পারোনা
ভীষণ রকম বেরসিক।
ভাল লাগল।
১৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩০
রীতিমত লিয়া বলেছেন: ধন্যবাদ ![]()
©somewhere in net ltd.
১|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৮
এহসান সাবির বলেছেন: ভাল্লাগে না কোন কিছু
ভাল্লাগে না আর
ভাল্লাগে না
দূরত্ব তোমার আমার