![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখকের লেখা কপি করার আগে একবার ভাবুন যে এটা আপনার নিজস্ব সম্পত্তি না, ইচ্ছা হলেই তা কপি করতে পারবেন না।
ভালবাসা পেতে হলে আকাশের চাঁদ এনে দিতে হবে? সাহস না হারিয়ে বলুন-
চাঁদ আনব? ব্যাপার না।
মেটার তেমন, হ্যাপার না।
আদায় করতে ভালবাসা
যাচ্ছি তবে আজই নাসা।
তাহারে আপনি ভালবাসেন কিন্তু সে মুখ ফিরিয়ে চায় না, তাঁকে কনভিন্স করতে বলুন-
মুখ ফিরিয়ে চাও না কেন
আমি কি আর যেনো তেনো?
বলতে পারি ‘ভালবাসি’
এর কাছে সব-ই নস্যি।
আঁট তলা বাড়ির ছাদের ওপর দাঁড়িয়ে আছেন। ভালবাসা না পেলে লাফ দিবেন বলছেন, তবুও সে বিশ্বাস করছে না। তাহলে অযথা না লাফিয়ে বলুন-
আমার কাছে আঁট তলা
হাফ তলার সমান
ভালবাসা দিলে দাও,
না দিলে নাই প্রমাণ।
জ্যোৎস্না রাতে দুজনে বসে আছেন ছাদে। এমন সময় রোমান্টিক কিছু না বললেই নয়। বলুন-
জ্যোৎস্না রাতে চাদের সাথে
হেসে কুটি কুটি
আমার কাছে চাঁদ যে এখন
দু-দুটি!
চটপটি ফুচকা খাচ্ছেন একসাথে। চরম ঝালেরর একটা মরিচ কামড়ে পরল, ঝালের চোটে চোখ দিয়ে পানি বেরিয়ে আসছে তবুও বলুন-
ঝাল মরিচ কিছুই না
যদি থাকো কাছাকাছি
তু্মি তো আমার মিষ্টির প্যাকেট
আমি মৌ-মাছি। :#> :#>
শীতানুকাব্য পড়ুন এখানে
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৯
রীতিমত লিয়া বলেছেন: ধন্যবাদ নিন।
২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৫
ইমরাজ কবির মুন বলেছেন:
চমৎকার ||
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৯
রীতিমত লিয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অসাধারণ! অসাধারণ! খুবই খুবই ভাল লেগেছে লিয়া। আপনি আমার একজন পছন্দের লেখিকা। এইগুলা প্রিয়তে না নিলে কেমনে কি? আজ থেকে ৪/৫ বছর পড়ে এইটা দেখতেই লগ ইন করা লাগে কিনা!
+++++++++
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০০
রীতিমত লিয়া বলেছেন: হিহিহি। ৪/৫ বছর লাগবে নাকি? বিশ্বাস যায় না
৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৭
শূন্য পথিক বলেছেন: হাহা!! দারুন দারুন।। আরও কিছু চাই!
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০০
রীতিমত লিয়া বলেছেন: ধন্য ধন্য
৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৮
তামিম ইবনে আমান বলেছেন: +++++
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০০
রীতিমত লিয়া বলেছেন: ধন্যবাদ
৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৮
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
চমৎকার||
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০১
রীতিমত লিয়া বলেছেন: আপনাকে ধন্যবাদ
৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০০
গ্রাম্যবালিকা বলেছেন: নাইস! লিয়া আপনি চমৎকার গুছিয়ে লিখেন!
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০২
রীতিমত লিয়া বলেছেন: আপনি তো অনুকাব্যের জননী। এইগুলা আপনের কাছে কিছু নাই বইন। ধন্যবাদ
৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০২
কান্ডারি অথর্ব বলেছেন:
+++++++++++++++ ভাল হয়েছে।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০২
রীতিমত লিয়া বলেছেন: ধন্যবাদ ভাই
৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৪
ৎঁৎঁৎঁ বলেছেন: মজা হইসে, ভালো লাগ।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৫
রীতিমত লিয়া বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ
১০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৫
মাক্স বলেছেন: চমত্কারাণুকাব্য+++
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৬
রীতিমত লিয়া বলেছেন: ধন্যবাদ নিন।
১১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৬
খায়ালামু বলেছেন: চরম +++++++
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৭
রীতিমত লিয়া বলেছেন: ধন্য ধন্য ধন্য ধন্য
১২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১০
ফালতু বালক বলেছেন: জ্যোৎস্না রাতে চাদের সাথে
হেসে কুটি কুটি
আমার কাছে চাঁদ যে এখন
দু-দুটি
খুব ভালো লাগা।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৭
রীতিমত লিয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ
১৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১১
মাহবু১৫৪ বলেছেন: সুন্দর
+++++++
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৭
রীতিমত লিয়া বলেছেন: ধন্য ধন্য ধন্য ধন্য ধন্য ধন্য ধন্য ধন্য
১৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১২
শার্লক বলেছেন: মজা পেলুম। ৭ নং ++
১৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩২
রীতিমত লিয়া বলেছেন: ধইন্যবাদ
১৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪২
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: সেরাম হইছে+++++++লেখনীর(কথনীর) সাথে সাথে কোবতে!!!!
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৮
রীতিমত লিয়া বলেছেন: ধন্যবাদ
১৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৩
বাংলার হাসান বলেছেন: চমৎকার
১৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫১
রীতিমত লিয়া বলেছেন: হাছুই?
১৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৩
মুশাসি বলেছেন: মেয়েটা চোখের সামনে কবি হয়ে যাচ্ছে..
অত্যইন্ত তাজ্জবের ব্যাপার
++++++++
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৯
রীতিমত লিয়া বলেছেন: তাইজ্জবের কি আছে গা? কবি হওয়া সকলের অধিকার। ধন্যবাদ
২০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১১
রাফা বলেছেন: এর পরে কনভিন্স না হোয়ে যাবে কোথায়?
পরামর্শানুকাব্য খুব ভালো হইছে।
ধন্যবাদ,রী. লিয়া।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০০
রীতিমত লিয়া বলেছেন: হাহাহাহা, চেষ্টাইয়া দেখেন কনভিন্স হয় কিনা।
আপনেরে ধইন্যবাদ
২১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২২
অস্থির ভদ্রলোক বলেছেন: ঝাল মরিচ কিছুই না
যদি থাকো কাছাকাছি
তু্মি তো আমার মিষ্টির প্যাকেট
আমি মৌ-মাছি। :``>> :``>>
হেহেহেহে। চরম।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০১
রীতিমত লিয়া বলেছেন: হেহেহেহে ধন্যবাদ লন ভদ্রলক সাহেব।
২২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৭
ঘুড্ডির পাইলট বলেছেন: অনুকাব্যের ফাইট ভালোই লাগলো ।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০২
রীতিমত লিয়া বলেছেন: ফাইট কোথায় হইলো ভাইসাব?B:-) B:-)
২৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৭
আশিক মাসুম বলেছেন: আমিত পুরাই হাইসা লুটুপুঁটি খাইতাছি।
কয় কিরে
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৩
রীতিমত লিয়া বলেছেন: তাহাই নাকি?
২৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২৮
অপু তানভীর বলেছেন: এই প্রক্রিয়ায় কি মাইয়া পটবো ??
২৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:২৬
রীতিমত লিয়া বলেছেন: ইহা ছেলেমেয়ে উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে
২৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৬
ছন্নছাড়া-এক্সপ্রেস বলেছেন: ++++
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৯
রীতিমত লিয়া বলেছেন: খুব ধন্যবাদ
২৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৯
যুবায়ের বলেছেন: চমৎকার লাগলো পরামর্শানুকাব্য.....
প্লাস++++
২৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৩
রীতিমত লিয়া বলেছেন: ধন্যবাদ
২৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৯
অনীনদিতা বলেছেন: তু্মি তো আমার মিষ্টির প্যাকেট
আমি মৌ-মাছি।
রীতিমত লিয়া
ধন্য করলেন পরামর্শ দিয়া
৩০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮
রীতিমত লিয়া বলেছেন: শুকরিয়া শুকরিয়া
৩১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাহ! বাহ! পরামর্শকাব্য তো ভালোই দিতে পারেন দেখি।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৯
রীতিমত লিয়া বলেছেন: তা আপনাদের দোয়ায়
৩২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫১
রিয়াদ ক্লান্ত পথিক বলেছেন: ভালো লাগল।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৩
রীতিমত লিয়া বলেছেন: তাই? খুব খুশি। ধন্যবাদ
৩৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৫
লেখোয়াড় বলেছেন:
দারুন তো!!
মানুষের এত বুদ্ধি!!
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৫
রীতিমত লিয়া বলেছেন: মানুষের মাথায়ই তো বুদ্ধি থাকবে। অন্য প্রানীর মাথায় এত বুদ্ধি থাকলে তো মানুষ কবেই বিলীন হইয়া যাইতো।
৩৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩০
নগর বালক বলেছেন: Bah
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৯
রীতিমত লিয়া বলেছেন:
৩৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৬
*কুনোব্যাঙ* বলেছেন: হুম, এত্ত বেশী পাম্প দিলে আবার প্রেমিকা বান্দরের মত মাথায় চইড়া না বলসেই হয়
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৭
রীতিমত লিয়া বলেছেন: পাম্প হিসেবে বলবেন ক্যা?
মনের খুশিতেই বলবেন।
৩৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৬
*কুনোব্যাঙ* বলেছেন: হুম, এত্ত বেশী পাম্প দিলে আবার প্রেমিকা বান্দরের মত মাথায় চইড়া না বসলেই হয়
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০০
রীতিমত লিয়া বলেছেন: ইহা প্রেমিক প্রেমিকা উভয়ের ক্ষত্রেই প্রযোজ্য। একতরফা কোন কিছুই ভাল নহে
৩৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৮
মাসুম আহমদ ১৪ বলেছেন: পড়ে মজা পেলাম
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৮
রীতিমত লিয়া বলেছেন: হাছুই?
৩৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৬
একজন আরমান বলেছেন:
ব্যাপক পরামর্শ হইছে।
কাব্য লিখে লিয়া,
তাই পড়ে কেন -
নড়ে আমার হিয়া?
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫০
রীতিমত লিয়া বলেছেন: হিয়া তোমার
বড়ই দূর্বল
নড়ে তাই অনরগল
৩৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩০
একজন আরমান বলেছেন:
হিয়া আমার যেমন তেমন,
তোমায় দেখলে লাগে কেমন কেমন।। :!> :#>
৪০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৩
শান্তা273 বলেছেন: দারুন!
৪১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৯
রীতিমত লিয়া বলেছেন: যা ইচ্ছা লাগুক
মামা বাড়ি ভাগুক
৪২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৯
রীতিমত লিয়া বলেছেন: ধন্যবাদ শান্তা
৪৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৫
একজন আরমান বলেছেন:
তোমার আমার ঝগড়ার মাঝে,
মামাবাড়ি আসে কোথা থেকে?
আমায় ছেড়ে থেকো না,
মামা বাড়ি যেও না।। :!> :#>
৪৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৩০
রীতিমত লিয়া বলেছেন: মামা আমার দারোগা
হইয়ো না বেশি সোহাগা
বাজবে তোমার বারোটা
খাব রুটি পরোটা
৪৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:২৩
পানকৌড়ি বলেছেন: দারুন পোষ্ট । এইটারে আজকেই আমার কামে লাগাইতে হইব
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১২
রীতিমত লিয়া বলেছেন: আইচ্ছা কামে লাগান
৪৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৮
আমিভূত বলেছেন: হাহাহা বরাবরের মতই লিয়াপু মজার হইছে
৪৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪২
রীতিমত লিয়া বলেছেন: ধন্যবাদ ভূত সাহেব।
৪৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১১
জাকারিয়া মুবিন বলেছেন:
পরমার্শনুকাব্যে
প্রেমের রস,
প্রেমিকা কি
মানবে বশ!!?
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৮
রীতিমত লিয়া বলেছেন: মনে সত্যিকারের প্রেম থাকলে মানতেও পারে।
৪৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১১
একজন আরমান বলেছেন:
চলো যাই রেস্টুরেন্টে,
পরোটা খাবো পেট পুরে।। :!> :#>
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২১
রীতিমত লিয়া বলেছেন: এত শখ নাই
বা-বা-বাই!!
৫০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৮
বটবৃক্ষ~ বলেছেন: জ্যোৎস্না রাতে চাদের সাথে
হেসে কুটি কুটি
আমার কাছে চাঁদ যে এখন
দু-দুটি!!
জটিল !জটিল!!
++++++++
৫১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৫২
রীতিমত লিয়া বলেছেন: আপনেরে একটি সরল ধৈন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৪
প্রিন্স অফ পার্সিয়া বলেছেন: উফ দারুন লাগল!! সত্যি খুব ভাল