| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রীতিমত লিয়া
লেখকের লেখা কপি করার আগে একবার ভাবুন যে এটা আপনার নিজস্ব সম্পত্তি না, ইচ্ছা হলেই তা কপি করতে পারবেন না।
|| পরীক্ষানুকাব্য ||
পরীক্ষার হলে বসে
কলম খুঁজে বেড়াই
'বন্ধু একটা কলম হবে'
এমনটাই হয় প্রায়!
![]()
কলম পেলে হাতে তবে
নাম-রোল লিখি
স্কেলিং করতে গিয়ে
পেন্সিল ও নেই দেখি।
![]()
ভাঁজ করা খাতা
মার্জিন করলাম না
ছোট্ট নাকি আমি?
বড় হইছি না?
![]()
যেই না শুরু করি লেখা
টাইম দেখি কেবল
মাথার মাঝে কিলবিল
অনুকাব্যের দল
![]()
পরীক্ষার হলে বসে
লিখলাম কিছু ছড়া
এখন বেশ আছি
শুধু রেজাল্টেই খাই ধরা।
![]()
উত্সর্গঃ যাহাদের পরীক্ষা হলে এই অবস্থা হয় তাহাদের।
[এখন আমি পরীক্ষার সিজনে আছি তাই পরীক্ষা নিয়ে লেখা অনেক আগের একটি কাব্য প্রকাশ করলাম]
২|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৪
রীতিমত লিয়া বলেছেন: কিস্সে মিয়াভাই
৩|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৫
চেয়ারম্যান০০৭ বলেছেন: সবাই দেখে যা তোরা
মচৎকার হৈয়াছে ছড়া ![]()
৪|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৭
রীতিমত লিয়া বলেছেন: নাই এত তাড়াহুড়া
৫|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৭
বাংলার হাসান বলেছেন: উত্সর্গঃ যাহাদের পরীক্ষা হলে এই অবস্থা হয় তাহাদের।
৬|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৯
রীতিমত লিয়া বলেছেন:
![]()
৭|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪১
আশিক মাসুম বলেছেন: কি হবে , অনু কাব্য পড়িয়া মাথা আউলাইয়া গেছে।
৮|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৬
রীতিমত লিয়া বলেছেন: ক্যামনে কি?
৯|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫২
বিডি আমিনুর বলেছেন:
বন্ধু একটা কলম হবে'
এমনটাই হয় প্রায়!
বন্ধু তো কলম দিতেই চায়
১০|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৪
রীতিমত লিয়া বলেছেন: আপনার দশা!
১১|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৭
খায়ালামু বলেছেন: শুধু রেজাল্টেই খাই ধরা।
১২|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০০
রীতিমত লিয়া বলেছেন: হুম
![]()
১৩|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১০
বোকামন বলেছেন: আহা কি কাব্য আহা কি ছড়া
লিখেছেন মনে হয় করে তাড়াহুড়া !
এমতেই যদি লিখতে থাকেন “হলে” অনুকাব্য !
রেজাল্টেই খাইবেন ধরা এটাই প্রতিপাদ্য
.................
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৫
রীতিমত লিয়া বলেছেন:
![]()
১৪|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২০
গ্রাম্যবালিকা বলেছেন:
মজার ব্যাপার, আপু তুমি জানলা ক্যাম্নে আমার এমন হয়! হিহিহি।
আমি ক্লাসে গেলে যখন টিচার সিরিয়াস কিছু পড়ায় ঠিক তখন কোন মজার লেখার আইডিয়া আসে!
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৬
রীতিমত লিয়া বলেছেন: আমারো যে হয়। আর বিশেষ করে পরিক্ষার হলে কিসব গান টানও সারাদিন মাথায় ঘুরে। শেষ পরীক্ষার হলে আমার মাথায় কেবল 'গুন গুন গান গাহিয়া নীল ভ্রমরা যায়' গানটা ঘুরতেছিল :পি
১৫|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩০
ঘুড্ডির-পাইলট বলেছেন:
না পইড়া হলে গিয়া সেকি মন খারাপ ভাই ![]()
পাশের বন্ধুর খাতা দেইখা করতাম টুকলিফাই ![]()
যখন কেউ জিগাইতো আমায়, পরীক্ষা হলো কেমন ?
সোজা সাপ্টা উত্তর ছিলো বন্ধুর হইছে যেমন ![]()
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৭
রীতিমত লিয়া বলেছেন: হিহিহিহিহিহ। আমরা সব দেখি একও গোয়ালের গরু
![]()
১৬|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০১
একজন আরমান বলেছেন:
পুরা বিবিএ লাইফে একাউন্টিং ছাড়া অন্য কোন এক্সামে স্কেল ব্যাবহার ই করি নি। আর ইকোনমিক্স ছাড়া অন্য কোন এক্সামে পেন্সিল ব্যাবহার করি নি।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৯
রীতিমত লিয়া বলেছেন: আপনারে দিয়াই হবে ![]()
১৭|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৯
অপূর্ণ রায়হান বলেছেন: রীতিমত মজার কাব্য @লিয়া
কেমন আছেন ?
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২২
রীতিমত লিয়া বলেছেন: ভাল আছি অপূর্ণ ভাই। আপনি ভাল?
১৮|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪২
কান্ডারি অথর্ব বলেছেন:
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৩
রীতিমত লিয়া বলেছেন: B
B
B![]()
১৯|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৪
শার্লক বলেছেন: bah jotil to....
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৩
রীতিমত লিয়া বলেছেন: ধন্য ধন্য
২০|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২১
নাফিস সাদিক শাতিল বলেছেন: অচাম অচাম। কালকে ম্যাথ পরীক্ষা আমার। পড়ে ভাল লাগলো
২১|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৯
রীতিমত লিয়া বলেছেন: ধইন্যবাদ। আপ্নের জন্য শুভকামনা
২২|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩
জাকারিয়া মুবিন বলেছেন:
ফাঁকিবাজ ছাত্রী, কঠিন কবির অনুকাব্যে প্লাস।
২৩|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪১
রীতিমত লিয়া বলেছেন:
না হয় করলাম ফাঁকিবাজি, তাই বলে ফাঁকিবাজ বলতে আছে? ![]()
২৪|
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৫
যুবায়ের বলেছেন: খাইচে..............রে....আফায় "পরিক্ষাণুকাব্য লেকচে...
পিলাস++++++++++++++++++++++++++++
২৫|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১৩
রীতিমত লিয়া বলেছেন: ধৈন্য রে ধৈন্য
২৬|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:২২
রাফা বলেছেন: আপনি আবার পরীক্ষা বাদ দিয়ে সত্যি সত্যিই কবিতা লিখতে বসে যান না-তো!
সাবধান, তাহোলে কিন্তু ধরা খাইবেন।
খুব ভালো হইছেরে......পরীক্ষানুকাব্য।
জয় বাংলা।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৫
রীতিমত লিয়া বলেছেন: হাহাহাহা! মাথায় ঘুরে শুধু লিখি নাই আজো ![]()
২৭|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩২
মাক্স বলেছেন: +++
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৫
রীতিমত লিয়া বলেছেন: ধন্যবাদ
২৮|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫২
আমিভূত বলেছেন: হাহাহা ভালো হয়েছে লিয়া
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৫
রীতিমত লিয়া বলেছেন: ধন্যবাদ ভাইয়া
২৯|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৪
ইমরাজ কবির মুন বলেছেন:
কালকে থেকে মিড স্টার্ট হচ্ছে। আপনার কাব্য অনুপ্রেরণা জোগাবে
||
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৬
রীতিমত লিয়া বলেছেন: আশাকরি ![]()
![]()
![]()
৩০|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৭
অনীনদিতা বলেছেন: হা হা খুবই বাস্তব ঘটনা
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৬
রীতিমত লিয়া বলেছেন: জ্বি জ্বি ![]()
৩১|
০৩ রা মার্চ, ২০১৩ রাত ১০:১৬
জাওয়াদ তাহমিদ বলেছেন:
পরীক্ষার হলে জিগাই আমি
কুন সাব্জেক্ট আইজকা?
ক্যালকুলেটর দেখায়ে দুস্ত কয়
ম্যাথমেটিক্স এর পরীক্ষা।
১১ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৫
রীতিমত লিয়া বলেছেন: পরীক্ষার হলে জিগাই আমি
কুন সাব্জেক্ট আইজকা?
ক্যালকুলেটর দেখায়ে দুস্ত কয়
ম্যাথমেটিক্স এর পরীক্ষা।
সুন্দর!! সুন্দর!!
৩২|
২০ শে মার্চ, ২০১৩ ভোর ৪:০০
একজন আরমান বলেছেন:
কি হবে?
ঝাতি জানতে চায়।
৩৩|
১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪২
রীতিমত লিয়া বলেছেন: ![]()
৩৪|
১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৭
শাহজাহান মুনির বলেছেন: Valo to....
১৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১৬
রীতিমত লিয়া বলেছেন: ভালো না? ![]()
©somewhere in net ltd.
১|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩১
আশিক মাসুম বলেছেন: হায়রে অনু কাব্য