নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চিত্রার জন্য বাসা থেকে বিয়ের পাত্র দেখা হচ্ছে। মা চায় চিত্রা রাজি হোক বিয়ের জন্য, অন্তত পাত্র দেখুক, কিন্তু সে রাজি না। চিত্রা চাই না বিয়ে করতে, তার মতে বিয়ে জীবনে শুধু কষ্টই দেই । ভার্সিটি পরার সময় একটা ভালো বন্ধু ছিল চিত্রার, বন্ধুত্ব থেকে প্রেম। দুই জনের ধর্মের মিল না থাকায় সেটা শেষ পর্যন্ত টিকে নাই। বিচ্ছেদের বিরহে সে তাই বিয়ের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। চিত্রার এক খালাতো বোন, বয়সে তার ৬বছরের বড় হলেও, দুই জনের ঘনিষ্টতা অনেক। যেকোন বিষয় দুই বোনের নির্দিধায় আলাপ আলোচনা হয়, কখনো অভিমানও চলে পরস্পরের।
বাসার সবাই তাই বোনকে দিয়ে চিত্রাকে ছেলে দেখার কথা বললো। আর বোনের কথায় জীবনে প্রথম বিয়ের জন্য ছেলে সাথে দেখা করতে রাজি হলো। কথা হলো এই ছেলে দেখতে সমস্যা নেই, ভালো না লাগলে না করা যাবে। আই ডি বি ভবনের অপর পাশে তখন সবে বিমান নিয়ে পার্ক চালু হয়েছে। পরিবার একত্রিত হলো ছেলে মেয়ে সহ প্রথম আলাপ আগাতে। প্রথম দেখায় ছেলের মা চিত্রাকে বেশ পছন্দ করে তাই সে বলেই দেই,সামনের অগ্রহারনে প্রথম তারিখে বিয়ে। মজার ব্যাপার চিত্রা না করার আগে তার বাবা তারিখ পিছানোর কথা বলে, কেননা মাস্টার্সের ৩সেমিস্টার বাকি। বাবা চাইলেন মেয়ে পড়া শেষ করে বিয়ে বসুক ততো দিন কথা আগানো থাক। কিন্তু পাত্র পক্ষের অনেক তাড়া । এই নিয়ে দুই বাবা মার কথা চলতে থাকে, এরি মধ্যে ছেলে মেয়েকে আলাদা কথা বলার সুযোগ দেওয়া হলো।
তেমন কিছূ ভালো কথা হলো না দুইজনের। বরং চিত্রা কি কাজ করে সেটা নিয়ে আলাপ হলো। কিছুক্ষণ যেতেই সবাই আজকের মত ইতি টানলো।
এদিকে বাসায় ফিরতে ফিরতে, সব মায়ের মত চিত্রার মা বলতে লাগলো, ছেলে তার বেশ ভালো লেগেছে, একটাই ছেলে, মা বাবা ছাড়া আর কোন ঝামেলা নাই তাই এখানেই হ্যা বলতে। মায়ের কথা শুনে মেয়ে বিরক্ত হয়ে বললো সময় নিয়ে ভেবে বলবো এখন আপাততো আমরা এটা নিয়ে কথা না বলি। বাসায় ফিরে এক চিন্তা মাথায় ভন ভন করছে কি করবে সে। পাঁচ দিন গেলো, তখন সে বোনের সাথে পরামর্শ করে ভাবলো আর একবার দেখা করি ছেলের সাথে। এভাবে দেখা করার কথা বাসায় বলায় প্রথমে মা বাবা ঘ্যান ঘ্যান করতে লাগলো। অবশেষে রাজি হলো। মা বাবা চাচ্ছিলো না বোনকে নিয়ে সে যাক, কেননা চিত্রার ধর্মের সাথে বোনের ধর্মের মিল নেই, যদি বিয়েতে এটা কোন প্রভাব ফেলে। কিন্তু চিত্রার কথা সব জেনে কেও তাকে পছন্দ করলে সে আগাবে, এভাবে লুকাচুরি খেলার কিছু নাই। অতপর দেখা হয় দুই জনের। প্রথমে বোনের সাথে আসলেও পরিচয় হবার পর তারা দুই জন বসে এক সাথে কথার বলার জন্য। বোন কাছে এক মার্কেটের দোকানে থাকে, ইতিমধ্যে এক অপরিচিত যুবকের আগমন। এসে সে পরিচয় দিল যে, ছেলের বন্ধু। চিত্রা একটু অপ্রস্তুত, এভাবে না বলে কাউকে সে আনবে ভাবে নি। তার বোন আসবে ছেলা জানতো কিন্তু বন্ধুর ব্যাপারটা সে একদম জানতো না। সবচে বিরক্ত লেগেছে বন্ধু এসে ছেলেটাকে বলে তুই যা খাবার অর্ডার দে আমি এখানে আছি, এর পর মনে হলো চিত্রার র্যাগিং দিতে আসছে ছেলেটা। আরো বলে আমি যা তোমার কাছে আমার বন্ধুও একি, তুমি বলো তোমার ব্যাপারে। কিছু অবান্তর প্রশ্ন শুনে কথার উত্তর পাচ্ছিলো না চিত্রা। কথার মাঝে বোনকে এস এম এস দিলো আসো কোন এক ছেলে আসছে আমাকে কি সব প্রশ্ন করতে। বোন ১০মিনিটের মধ্যে হাজির, বোনকে দেখে দুই জনের গলা যেন শুকাই গেলো। এরপর বোন পাত্রকে কিছু উল্টা প্রশ্ন করলো যার উত্তর সে নিজে ঠিক মতো দিতে পারলো না। এভাবে যে উদ্দেশ্যে আসলে দেখা, তার উল্টা ঘটনা ঘটে কাহানি অন্য দিকে মোড় নিলো।
চিত্রা বাসায় ফিরে এই বিয়েতে অনম্মতি জানালো।. অপরদিকে ছেলের বাবা মা তাও কিছুদিন যোগাযোগ করলো অগ্রগতি নিয়ে। মেয়ের বাসায় তখনও সম্মতি দেই নি।
এর আরো এক সপ্তাহ যেতে চিত্রার ছোটবেলার স্কুলের ঘনিষ্ঠ বান্ধবী মিম হাঠাত দেখা করতে চাইলো। বেশ কিছুদিন দুই জনের যোগাযোগ হচ্ছিলো না তাই বান্ধবির ডাকে চিত্রা উত্তিজিত হয়ে দেখা করলো। অনেকদিন পর দেখা হওয়ায় গল্প মেতে উঠেছে। এর মধ্যে চিত্রা তার ছেলে দেখার অভিজ্ঞতা বান্ধবীর সাথে শেয়ার করলো। বেশ কিছুক্ষণ যেতে মিমের ফোনে একটা কল এলো। কলটা রাখতেই মিম বলে আমার এক কলিগ আসছে রে, চিত্রা শুনে চলে যেতে চাইলে মিম তাকে বসতে বলে কলিগের সাথে দেখা করার জন্য। অতপর এক সুন্দর যুবকের আবির্ভাব হলো। পরিচয় করিয়ে দিতেই গল্প জুড়ে বসলাম আমরা তিন জন। কথা বলার কায়দায় চিত্রা যেন প্রেমে পরে গেলো যুবকের। যদিও সে বুঝতে দিলো না, খানিকক্ষণ যেতেই সে বাসায় ফিরার জন্য দাড়িয়ে পরলো। মিম আর তার কলিগ বলার পরো সে সেদিনের মতো বিদায় নিলো, কেননা বাসায় কাজিন এসেছে হঠাত তাই তাকে ফিরতে হবে।
এদিকে বাসায় ফিরতে মা বাবা আবার শেষ বারের মতো তাকে জিজ্ঞাস করলো আমরা কি তাহলে আমাদের দেখা ছেলের সাথে সামনে কথা আগবো? জবাবে চিত্রা বলে উঠলো, আমার আজ একটা ছেলার সাথে দেখা হয়েছে, আমার ভালো লেগেছে তাকে। আমাকে আর একটু সময় দেও শীঘ্র জানাবো তোমাদের। মেয়ের মুখে এই উত্তর মা বাবাকে চমক দিলো সাথে ভয়। ওদিকে চিত্রা ভাবছে, বলে দিলাম যে আমি তো জানি না ছেলেটা আমাকে পছন্দ করবে কিনা, কি হবে তাহলে সামনে...।
৩০ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:৫৯
চিত্রা নদীর পাড়ে বলেছেন:
২| ৩০ শে জানুয়ারি, ২০২৪ রাত ১২:৪২
কামাল১৮ বলেছেন: প্রেমের সাথে ধর্মের কি সম্পর্ক?
৩০ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:৫২
চিত্রা নদীর পাড়ে বলেছেন: কোন সম্পর্ক নাই, আপনার কথা সঠিক। কেউ কেউ আছে এখনও এভাবে ভাবতে ভালোবসে আর তাই তখন দুই জনের পথ আলাদে হয়ে যায়।
৩| ৩০ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:২৪
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: পড়লাম। সুন্দর লিখেন তো আপনি।
৩০ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:৫৪
চিত্রা নদীর পাড়ে বলেছেন: আপু ধন্যবাদ, যদিও নতুন আমি অতি সুন্দর হয় না আপনার কাছে হয়তো বেশি ভালো লাগছে।
৪| ৩০ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:২৭
এম ডি মুসা বলেছেন: প্রেম কি অন্য ধর্মের লোকদের সাথে করা যায় না?
৩০ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:৫৭
চিত্রা নদীর পাড়ে বলেছেন: হবে আলবৎ। নিসন্দেহে
৫| ৩০ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:২১
রাজীব নুর বলেছেন: প্রেম, ধর্ম, ভালোবাসা, আইন এবং রাজনীতি আমি বুঝতে চাই না। আমি শুধু চাই বেচে থাকতে।
৩০ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:৫৮
চিত্রা নদীর পাড়ে বলেছেন: হুম মন্দ না বাচার জন্য উত্তম
৬| ৩০ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২১
বিজন রয় বলেছেন: অনেক দিন পর ব্লগে সচল হলেন।
লিখুন নিয়মিত।
৩০ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:৫৫
চিত্রা নদীর পাড়ে বলেছেন: হ্যা ফিরে আসতে ইচ্ছা হলো আপনাদের মাঝে।
৭| ২৪ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১১:২৩
এ পথের পথিক বলেছেন: আমার কাছে খুব একটা ভাল লাগেনি । এক দৃশ্যপট থেকে আরেক দৃশ্যপটে যেতে আরেকটু ভেবে চিন্তা করে লিখুন ।
©somewhere in net ltd.
১| ২৯ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:৩৭
নয়ন বড়ুয়া বলেছেন: পড়লাম। চিত্রার ভালোবাসা পূর্ণতা পাক...