নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার লেখা আপনাদের কথার সাথে মিলবেনা এটাই সত্য। কারন কেউতো একজন থাকা চাই যে আলাদা ভাবে দুনিয়াকে দেখবে। আপনি পজিটিভ ভাবে আমার লেখা পড়লে আপনাকে স্বাগতম। আর নেগেটিভ ভাবনা নিয়ে পড়লে আমার কিছু করার নাই। ভালো চিন্তা করুন। দেশ, জাতি, আর ধর্মকে ভালোবাসুন।

আব্দুল্লাহ্ আল মামুন

মোঃ আব্দুল্লাহ আল মামুন

আব্দুল্লাহ্ আল মামুন › বিস্তারিত পোস্টঃ

ছাত্র আন্দোলন

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮

ছাত্র আন্দোলন
- মোঃআব্দুল্লাহ্ আল মামুন


বার বার মিছিলে যায় বিদ্রোহী প্রাণ।
বার বার চিৎকার করার আহবান।
শেষ হয়েও শুরু হয় আবার।
নেমে আসুক বিদ্রোহী নজরুল আবার।



বার বার রক্ত হয়ে উঠে বারুদের গুলি।
বার বার আমি চেচিয়ে উঠি।
বার বার আমার জাগ্রত ভাষা করে হাহাকার।
আসো জাগ্রত হই আবার।
শুনি যখন মানুষের হাহাকার।
বিদ্রোহী হয়ে রক্ত করে চিৎকার।


আবার জাগ্রত হই।
জাগ্রত হই।
ঘুমের দেশে যাবার সময় কই?
চল জাগ্রত হই।
চল এবার সবার সাথে হাটি।
মাথায় যদি আঘাত করে বন্ধুক বা লাঠি।


তবু আমরা পিছনটান দিবো না।
চল আরেকবার চিৎকার করি।
আমরা লক্ষ, আমরা কোটি।


আমাদের আছে বিদ্রোহী মন।
আমরা ছাত্র, আমরা বল।
আমরা করতে পারি আন্দোলন।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৮

খায়রুল আহসান বলেছেন: গত দশদিনে আপনার এ কবিতাটি মাত্র ৩ বার পঠিত হয়েছে, তার মধ্যে হয়তো একবার আপনি পড়েছেন, আরেকবার আমি। মাঝখানে আরেকজন পড়ে গেছেন, কেউ কিছু বলে যান নি।
তবে এখন আমি বলছি, ঐতিহাসিকভাবে এ দেশে ভাল যা কিছু হয়েছে, তার পেছনে ছাত্ররা ছিল, রাজনীতিকদের পাশে পাশে ছাত্র আন্দোলনও ছিল। তাই আপনার এ আহ্বানটি আপাততঃ অশ্রুত থেকে গেলেও, আশাকরি আমাদের ছাত্রদের মাঝে শীঘ্রই একদিন বোধোদয় হবে। তারা সন্ত্রাস ও দুর্নীতি ছেড়ে একদিন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠবে।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:১১

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ প্রিয়।।


আসলে এই ব্লগ আমাকে কোন অনুমতিপত্র দেয়নি প্রথম পাতায় লেখার।

তার উপর আমাকে তারা ব্যান করেছে।।।


তাই এখন লিখতেও পারিনা।
আপনার মন্তব্য


দেখাও হয়নি।।


কেনো ব্যান করেছে সেটাও বলে নাই।

আমি ইমেইল করেছি। তাদের ফেসবুক পেইজে বলেছি। জানতে চেয়েছি। প্রথম পাতায় লেখার অনুমতি না দিয়ে

ব্যন করলো কেনো?

বলেনি।।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৩

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আমার জানা মতে।
আমি কোন কপি করা কবিতা লেখিনি।
বা
কোন খারাপ উস্কানি মুলক লেখা দেইনি।
তবু তারা আমাকে ব্যান করে দিয়েছে।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.