নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার লেখা আপনাদের কথার সাথে মিলবেনা এটাই সত্য। কারন কেউতো একজন থাকা চাই যে আলাদা ভাবে দুনিয়াকে দেখবে। আপনি পজিটিভ ভাবে আমার লেখা পড়লে আপনাকে স্বাগতম। আর নেগেটিভ ভাবনা নিয়ে পড়লে আমার কিছু করার নাই। ভালো চিন্তা করুন। দেশ, জাতি, আর ধর্মকে ভালোবাসুন।

আব্দুল্লাহ্ আল মামুন

মোঃ আব্দুল্লাহ আল মামুন

আব্দুল্লাহ্ আল মামুন › বিস্তারিত পোস্টঃ

প্রেম চাষ

১৩ ই জুলাই, ২০১৮ রাত ৮:৫৩




Md Abdullah Al Mamun
প্রেম চাষ
♦♦♦♦
আমাকে এক মুঠো জমি দাও
আমি বর্গা চাষ করিবো তোমার জমি।
আর বিজ বপন করিবো প্রেমের।
আর ফুল হয়ে ফুটিবে হাজার ভালোবাসার গোলাপ।
আমি না হয় তোমাকেই দিয়ে দেবো সব।


আমি চাষ করিবো প্রেমের জমি।
আর অবশেষে ক্লান্ত হয়ে শুয়ে থাকবো তোমার মাঠে।
আর এই ঘামে ভেজা দেহ স্পর্শ করিবে যৌবন।
আর খুঁজে নিবে মধুবন।
না হয় আমি ভিখারি হবো।
আর তোমার ভুমিতে চেয়ে নিবো আশ্রয়।


আর প্রেমের চাষ করিবো কবির মতো করে।
যে কবি পৃথিবীর রূপে বারবার মুগ্ধ হয়েছে।
কবিতা এনেছে এই মাটিতে।
চাষ করেছে প্রেমের।
আর স্পর্শ নিয়েছে এই বাংলার।



আমি তার মতো না হয়।
পথে পথে ঘুরিয়া হয়ে যাবো ক্লান্ত।
আর বিশ্রাম নিতে তোমার ভুমিতে আসিবো ফিরিয়া।
আমাকে তুমি তারিয়ে দিয়ো না।
এই চাওয়া কবির বুকে।



আমি না হয় সেই পাওনা খুঁজিয়া নিবো।
আমাকে এক মুঠো জমি দাও।
বিজ বপন করি প্রেমের কবিতার।
আর চারদিকে যতো আছে কবি।
তাদের দোয়ারে ফুল দিয়ে গেথে রাখি মালা।



আমাকে এক মুঠো জমি দাও।
আমি বর্গা চাষি হবো।
চাষ করবো প্রেমের।
ক্লান্ত হয়ে যে পথিক জমিতে রাখে মাথা।
আর শান্ত হয়ে বুকে নেয় শান্ত স্পর্শ।
আমি সেই পথিকের মতো তোমার জীবনে ;
থাকতে চাই তোমার ভুবনে।



আমি তৃষ্ণা মিটাতে আসিবো প্রেমের জল দিয়ো।
আর এক মুঠো দিয়ো শান্তি।
আমি বর্গা চাষি হবো।
এক মুঠো জমি দিয়ো।


শান্ত পৃথিবীজুড়ে আমি হেটেছি অনেক।
পথিকের মতো পথে পথে।
আমায় এক মুঠো জমি দাও।
চাষ করিবো কবিতার।
আর বিজ আনিবো সেই কবিতা হতে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১৮ রাত ১১:০৬

স্রাঞ্জি সে বলেছেন: বেশ লিখলেন। আপনার লেখা ফন্ট পেইজে আসেনা।

১৪ ই জুলাই, ২০১৮ রাত ১:১১

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: জি ।।এখনো প্রথম পাতায় লেখার অনুমতি পাইনি ।।।।


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.