নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার লেখা আপনাদের কথার সাথে মিলবেনা এটাই সত্য। কারন কেউতো একজন থাকা চাই যে আলাদা ভাবে দুনিয়াকে দেখবে। আপনি পজিটিভ ভাবে আমার লেখা পড়লে আপনাকে স্বাগতম। আর নেগেটিভ ভাবনা নিয়ে পড়লে আমার কিছু করার নাই। ভালো চিন্তা করুন। দেশ, জাতি, আর ধর্মকে ভালোবাসুন।

আব্দুল্লাহ্ আল মামুন

মোঃ আব্দুল্লাহ আল মামুন

আব্দুল্লাহ্ আল মামুন › বিস্তারিত পোস্টঃ

যোদ্ধা

১৪ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:০৫





যোদ্ধা
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন -
=====
কামুকী দৃষ্টিতে আর কতো তাকাবি?
এবার জ্বলসে দে বুক।
পুরে মরে যাই।
আর বেচে থাকার সুখ ভোগ করি।




আমি প্রেমিক নই।
মানুষ হয়ে বেচে আছি।
বেকারত্ব পোষে আমাকে।
আমি তার গোলাম।
আমি কি পেলাম এই প্রশ্ন করে যুদ্ধা যুবক।
আমি হাসি।



আর তিরস্কার করি এই বোকামি কে।
আর জীবনযুদ্ধে চলে যাই বীরের মতো।
আমার জীবন সত্য পথ খোঁজে।
তোর ঘ্রাণে বার বার ফিরে আসে।
সামনে বাধা হয় বেকারত্ব নামক অভিশাপ।


তার পর সেই আগেকার কথা পড়ে থাকে।
পড়ে থাকে মৃত প্রাণীদের মুখে।
আবার বলছি ওভাবে তাকিয়ে লাভ হবে না।
মৃত পৃথিবী সব জানে।
জানে সব ইতিহাস।
বুকে তার হাহাকার নেই।


প্রেম নিয়ে বেচে আছে সে।
যৌবনে সেও ছিল কোন কণ্যা রাজার।
হয়তো ক্লিউপেট্রা বা হেলেন রূপে।
চুম্বন একেছিলো কোন যুবকের বুকে।


আর মাতাল করেছিলো কোন রাজকুমার কে।
আমি কবি নই নারী।
আমি প্রেমিক নই।
আমি ছলনা করতে জানি না।
আমি মিথ্যাবাদী নই।
আমি ইতিহাস সব যোদ্ধাদের।
আমি মানচিত্র সকল মানবের।


আমি সব তারনাতে থাকি মশগুল।
আমি এই আমার চেতনা।
আমি তোমার প্রেমিক হবো।
এই কথা ভেবেছি অনেকবার।
তবে এই পৃথিবী আটকে রেখেছে পথ।
আর ইতিহাস শুনিয়ে থামিয়ে দিয়েছে যাত্রা।


আর এই আমি।
মানচিত্র একেছি সুখের।
ভালো হয়ে থাকতে চেয়েছি।
তারপর সব কিছু তোমাতে ফিরে গেছে।
ওভাবে আর তাকাস নে।
আমি আর রক্তকে ঘাম হতে দেখবো না।
বুকটা মিশে যাক তোর মাটিতে।
আর যৌবন ফিরে আসুক ভুমিতে।
অনেক হয়েছে।


এখন কাব্যচাষ করবো প্রেম দিয়ে।
তোমার জমিতে করবো ভালোবাসার বাগান।


তবু বলছি।
ওই চোখের আগুন থামাও।
আর এই শান্ত নীর দেখো।
ওই পৃথিবী কি বলে।
কান পেতে শুনো।
উপভোগ করো তার কাহিনী।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.