নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার লেখা আপনাদের কথার সাথে মিলবেনা এটাই সত্য। কারন কেউতো একজন থাকা চাই যে আলাদা ভাবে দুনিয়াকে দেখবে। আপনি পজিটিভ ভাবে আমার লেখা পড়লে আপনাকে স্বাগতম। আর নেগেটিভ ভাবনা নিয়ে পড়লে আমার কিছু করার নাই। ভালো চিন্তা করুন। দেশ, জাতি, আর ধর্মকে ভালোবাসুন।

আব্দুল্লাহ্ আল মামুন

মোঃ আব্দুল্লাহ আল মামুন

আব্দুল্লাহ্ আল মামুন › বিস্তারিত পোস্টঃ

ইহা কি সত্য?

১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:০১





ইহ কি সত্য?
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন

কুকুরের কাজ কুকুর করেছে,
কামড়ে দিয়েছে পায়।
কুকুরকে কামড়ানো যাবেনা।
বাশ দিয়ে পেঁদানো তো যায়।





মানুষ রূপি কুকুর গুলোকে।
আর কতো আদর করে রাখবেন মাথায়?
আসুন বাশ দিয়ে পিটাই।
বাশ খেলেই মানুষ হবে।
মানুষ শান্তিতে বাচতে পারবে।।।




শুনিলাম ওহে নন্দ।
কুকুর নাকি কামড়াচ্ছে মানুষ।
তবু মানুষ সেজে আছে অন্ধ।
চোখ করে রেখেছে বন্ধ।




আমিতো মিলাতে পারিনা ছন্দ।
তুই কিছু বল, চুপটি কেনো ওহে নন্দ।
শুনিলাম মানুষ কামড়িয়ে,
কুকুর গুলো করছে আনন্দ।



শুনিলাম কুকুর গুলোকে কেউ খারাপ বলে না।
তাহারা নাকি সোনার ছেলে।
ইচ্ছা হলেই কামড়ে দেয়।
তাহাদের সামনে পেলে।
ইহা কি সত্য?



মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০১৮ দুপুর ১:১৪

এ.এস বাশার বলেছেন: ভালো লিখেছেন।
শুভকামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.