নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার লেখা আপনাদের কথার সাথে মিলবেনা এটাই সত্য। কারন কেউতো একজন থাকা চাই যে আলাদা ভাবে দুনিয়াকে দেখবে। আপনি পজিটিভ ভাবে আমার লেখা পড়লে আপনাকে স্বাগতম। আর নেগেটিভ ভাবনা নিয়ে পড়লে আমার কিছু করার নাই। ভালো চিন্তা করুন। দেশ, জাতি, আর ধর্মকে ভালোবাসুন।

আব্দুল্লাহ্ আল মামুন

মোঃ আব্দুল্লাহ আল মামুন

আব্দুল্লাহ্ আল মামুন › বিস্তারিত পোস্টঃ

এই শহর

১৬ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৩২





এই শহর
♦♦♦
মোঃ আব্দুল্লাহ আল মামুন
========
এই শহর,
আমার রাত জাগা শহর।
এই শহর আমার বেহায়া শহর।


এই শহর তোমার রূপে মুগ্ধ।
তোমার যাদুতে সে ঘুমের কথা গেছে ভুলে।
প্রিয়া তুমি এই রাতকে প্রেম দিবে কি?


প্রেম যে তার বড্ড প্রয়োজন।


এই আমার শহর।
এই শহরের জেগে থাকা রাত।
কতো কল্পনা পথের ধারে বেচে থাকে।


এই আমার রাত জাগা শহর।
এই আমার বেহায়া রাত্রি।
প্রেমের স্পর্শে জাগ্রত রাত্রি।
কতো প্রেম বিলিয়ে জাগ্রত এই রাত্রি।


এখনো দেখো রাত্রি জেগে শহরটা।
-এই রাত্রি।
জেগে আছো তুমি।
জেগে আছি আমি।
আর সাক্ষী আছে এই বেহায়া রাত্রি।



এই রাতের প্রেম।
প্রেমিক প্রেমিকার নষ্ট প্রেম।
মধুর মিলনে ভরা যুগলবন্দী প্রেম।
গৃহিনীর প্রেম গৃহকর্তার প্রেম।
আর জাগ্রত এই রাত্রির প্রেম।



প্রিয়া আমি তোমার স্পর্শ পাই এই রাতের আধারে।
এই রাত তোমার কথা বলে।
এই রাস্তার ল্যাম্প পোস্ট।
রাত জাগা রাত্রের প্রহরী।
রাস্তায় হেটে চলা মাতালের মাতলামি।
আর এই আমার প্রেমিক রাত।


স্নিগ্ধ আর বেহায়া রাত।
এই আমার প্রেম।
তোমার সাথে আমার মিলনের কবিতা।
এই রাত জানে সব।
কারন সে তো বেহায়া আর লজ্জাহীন।
সব তার জানা।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৪৫

পবিত্র হোসাইন বলেছেন: এই শহর আমারও অনেক প্রিয়। অনেক অনুভব করি তাকে।
ভালো লাগলো লেখাটা।

১৬ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৩০

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ প্রিয়।। ভালোবাসা নিবেন।
পাশে থাকুন সবসময়

২| ১৬ ই জুলাই, ২০১৮ রাত ৮:৩২

Monthu বলেছেন: ভাল কবিতা।।। ছবি গুলো আরো সুন্দর ।।মুগ্ধ হলাম ।।


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.