![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিন্দিত নরক
+-++++--++++--
নিন্দিত নরকের নন্দিত যাত্রি
একদিন শেষ হবে এ সময়,
শেষ হবে কালো রাত্রি।
একদিন সূর্য উদিত হবে "
তোমার যুদ্ধ বিজয় হবে "
জান্নাত এসে পায়ে লুটাবে,
তুমি হবে বিজয়ি,
সেদিন থাকবেনা অন্ধকার "
বন্ধহবে নরকের দোয়ার,
আসবে সুদিন,
বিজয় হবেই তোমার "
এ ভুবনের সব কিছু,
ধুলি হবে একদিন "
ধ্বংস লিলা দেখবে সেদিন,
সবাই এক মাঠে দাড়াবে যেদিন "
নিন্দিত নরকের নন্দিত বাসিন্দা "
সয়ে যাও সব নিন্দা "
লড়ে যাও বীরের মতন।
একদিন এ আকাশে উড়াবে পতাকা "
লড়াকু বীরের মতন "
একদিন এ বাতাস কম্পিত হবে "
স্তম্ভিত হবে দুনিয়া "
ধ্বংস লিলায় মাতবে সবাই "
সব কিছুই হবে ফানা,
এখানে আর কিছুই রবেনা।
সেদিন এক পতাকা উড়বে "
বিচারের মহা ময়দানে "
স্তম্ভিত হবে সবাই '
মিলিত হবে সবাই
সেই স্রষ্টার আহবানে '
৩মার্চ২০১৬
২| ২২ শে জুলাই, ২০১৮ সকাল ১০:১৭
লাবণ্য ২ বলেছেন: কবিতা সুন্দর হয়েছে।
২২ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৫৭
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ প্রিয়
©somewhere in net ltd.
১|
২২ শে জুলাই, ২০১৮ সকাল ১০:১৭
Monthu বলেছেন: ব্যহ।।সুন্দর কবিতা। ভালো লিখেছেন