নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার লেখা আপনাদের কথার সাথে মিলবেনা এটাই সত্য। কারন কেউতো একজন থাকা চাই যে আলাদা ভাবে দুনিয়াকে দেখবে। আপনি পজিটিভ ভাবে আমার লেখা পড়লে আপনাকে স্বাগতম। আর নেগেটিভ ভাবনা নিয়ে পড়লে আমার কিছু করার নাই। ভালো চিন্তা করুন। দেশ, জাতি, আর ধর্মকে ভালোবাসুন।

আব্দুল্লাহ্ আল মামুন

মোঃ আব্দুল্লাহ আল মামুন

আব্দুল্লাহ্ আল মামুন › বিস্তারিত পোস্টঃ

ভাইরাল মানে আমি বিখ্যাত , ট্রল, ভাইরাল মানে আমি অনেক কিছু

২৪ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৬

মানুষ সেলেব্রিটি হতে কি না করে। কি করে তা দুই দিন ধরে দেখচ্ছে দুনিয়া আর একটা ছবি।
তারপর নাটক শুরু। দেখো বাঙ্গালী।

ছাগলের চার নাম্বার বাচ্চা মায়ের দুধ খেতে না পেরে
মারামারি শুরু করে। না পেরে লাফায়। এরা ঠিক তেমনটাই করতেছে।




সে ভাবছে এই কাজ করলে সে বিখ্যাত ফটোগ্রাফার হয়ে যাবে। সংবাদের পাতা, আর ট্রল গুলো তাকে নিয়ে খেলা করবে। হে করছে, সবাই খেলা করেছে।
আবার কেহ তাকে নিয়ে হাতের খেলা দেখিয়েছে।
সব যে ;;সুক্ষ পরিকল্পনা, এটা পাগলেও বুঝবে।

দেশে এতো কিছু হয়। তা কারো চোখে আসে না।
এই সামান্য জিনিস নিয়া এতো মাতামাতি। মানুষ
তো ট্রল খোঁজে আর খবর হট খবর ।।।







একটি ভালো ছবি হাজার কথার সমান। সময়ের প্রামাণ্য দলিল। স্থিরচিত্রের সেই দলিল নিয়ে ইন্টারনেটে কী কারসাজিই না হয়! এখন তো এক ঘটনার ছবি আরেক ঘটনায় জুড়ে দেওয়া হচ্ছে হামেশাই।
আর ভাইরাল, ট্রল করে হয়ে যায় সেলেব্রিটি। ভালো। হয়ে যাও।




ভাইরাল ট্রল মার্কেটিং ♦♦♦

সেলেব্রিটি বিক্রি করার বাজার।

এখানে আমরা নিজেদের যা কিছু নিয়ে ট্রল করে হতে পারি সেলেব্রিটি।
আর এটা বর্তমান বাজারজাত ব্যবস্থাপনার সবচাইতে সফল
মাধ্যম। আজ পর্যন্ত যতো নিয়ম কানুন বাজারজাতকরণ পদ্ধতিতে আবিস্কার হয়েছে এটি সবার উপড়ে।


Man marketing, Human selling and
Used by men.
এটা মানুষ বাজারজাতকরণ, মানুষ বিক্রি করা, মানুষের দাম বৃদ্ধি করা ।
মানুষকে ব্যবহার করে।
কোন বিজ্ঞাপন খরচ লাগে না। কোন শ্রমিক লাগে না। লাগে না পরিকল্পনা,।
শুধু একটা ঘটনা বদলে যাবে সব।
একটা কাজ সব অন্যরকম হয়ে যাবে।
ডিমান্ড বেড়ে যাবে। সাপ্লাই কমে যাবে। দুনিয়ে
তাকিয়ে থাকবে। কি হচ্ছে? কেন হচ্ছে /?
জানতে চাইবে।
সবার টেনশন বাড়বে, জানতে পাগল হয়ে যাবে।।।



ভাইরাল মার্কেটিং। এটা বিনা খরচে প্রসার করার একটা মাধ্যম।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.