![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি অপরাধি
- আব্দুল্লাহ্ আল মামুন
আমি তো কবি নই
তবু কবিতা লেখি
এটাই যেন মোর অপরাধ।
আমি তো চিত্র শিল্পি নই।
তবু ছবি আঁকি,
এটাই যেন মোর ভুল।
আমি তো প্রেমিক নই,
তবু ভালবাসি ।
এটাই যেন অপরাধ।
আমি রাজকুমার নই,
স্বপ্ন কুমার নই,
তবু স্বপ্ন সাজাই,
এটা যেন মোর অপরাধ।
আমি অপরাধী।
আমি ভিখারি হয়ে ,
তোমার মন ছুতে চেয়েছি।
তুমি তো আদুরে কণ্যা ,
জীবনে তোমার সুখের বন্যা।
দুঃখ নেই কোন মনে।
এই আমি অপরাধ করেছি।
তোমাকে ভালবেসেছি
এই তো আছ বেশ ,
প্রয়োজন নেই আমাকে,।
সুখে আছো বেশ,
আমিই তো বখাটে সাজলাম তোমার কাছে।
তাই কিছু চাওয়ার নেই
কিছু পাওয়ার নেই তোমার কাছে।
তুমি সুখেই থাকো।
এই আমি মনের কারাগারে বন্দি।
তোমার ঘৃনা হবে পায়ের শিকল মোর।
তোমার অহংকার হবে জেলের তালা ।
©somewhere in net ltd.