|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
   
   
  
এখানে ময়লা ফেলুন
- মোঃআব্দুল্লাহ্ আল মামুন।
এখানে ময়লা ফেলুন
আমাকে ব্যবহার করুন
লেখা আছে বড বড় অক্ষরে।
কে তা দেখে?
কে ব্যবহার করে?
বিদ্যালয় ;হাসপাতালের সামনে
উদ্যান বা যাত্রি ছাউনিতে লেখা
এখানে ময়লা ফেলবে না।
একমাস হলো না
হঠাৎ একদিন
দেখি সেই " না"বেটা আর নেই।
তাকে কেউ অপহরন করেছে।
এখন সেই দেয়ালে লেখা, 
এখানে ময়লা ফেলবেন
"না "বেটাকে কে অপহরন করল?
কেউ জানে না ।
দিন গেলো 'সপ্তাহ গেলো
চলে গেলো মাস ;বছর।
এখন বিদ্যালয়ের সামনে
তৈরি হয়েছে একটি ডাস্টবিন
অঘোসিত ;অনিয়ন্ত্রিত বেসরকারী ডাস্টবিন
লাইসেন্স ছারা ;বেআইনী ডাস্টবিন।
যার কোন অনুমোদন নেই
অনুমোদন আছে যেই ডাস্টবিনের
যার আছে পৌরসভার টিকেট
তাকে কেউ ব্যবহার করে না।
দেখেও না কোন লোকে
একদিন সেই সরকারি ডাস্টবিনটি
অপহরন হল ।
কেউ এসে তার ভিতরের লোহা গুলো খোলে নিয়েছে।
বিশেষ সংবাদ
এলাকার হিরোইন সেবকদের কাজ
তারা লোহা করেছে বিক্রি,
এটাই তার চুরান্ত ব্যবহার
লাইসেস্ন ধারি সেই ডাস্টবিনে লেখা ছিল ব্যবহার করুন, 
ভদ্র সমাজ তার ব্যবহার করেনি।
তাই হিরোইন সেবনকারী হিরোগন,
তার সঠিক কদর করেছে।
লোহা গুলো বিক্রি করে
তৃপ্তি মিটিয়ে সেবন করেছে
হিরোইন নামক মধু।
কি সুন্দর ব্যবহার
কি অভিনব আচরন।
 ৪ টি
    	৪ টি    	 +১/-০
    	+১/-০  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১২:৪৮
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১২:৪৮
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: জি। খারাপ বলেন নি।।।
২|  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১:১৯
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১:১৯
Monthu বলেছেন: ভালো হয়েছে। সুন্দর বিষয় নিয়ে লিখেছেন
  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১২:৪২
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১২:৪২
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৪:৪২
১৫ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৪:৪২
নজসু বলেছেন: প্রিয়, আমি শুধু একটা কথাই বলতে চাই। তা হলো সবার আগে আমাদের মনের ময়লা পরিস্কার করতে হবে।