![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোঃ আব্দুল্লাহ আল মামুন
কষ্টে আছে বেকার মামা।
করতে পারেনি নিজেকে ক্ষমা।
বেকারের প্রেম সেতো মহা পাপ।
সব কিছুই অভিশাপ।
প্রেমিকা এখন বউ।
তাকে দিতে হবে সম্মান।
দিতে না পেরে সে ভোগ করে অপমান।
চারদিকে বিবেক তাকে করে আক্রমণ।
তার মাথায় হাত।
প্রেমিকার বদলেছে জাত।
আগে ছিলো প্রেমিকা তাহার।
এখন বউ দিতে হয় আহার।
বউ এখনো শশুর বাড়ি।
তার সাথে করেছে আড়ি।
বউকে এখনো আনতে পারেনি বাড়ি।
ভালোবাসা গেলো, প্রেম গেলো জলে।
বেকারের জীবন গেলো রসাতলে।
জীবন তাহার খুব কষ্টের।
দাত দিয়ে ছিরে জামা।
বলে সে আমার জীবন হয়েছে বুঝি লোহা আর তামা।
বেকার মামার চাকরি চাই।
প্রেমিকার জন্য ভালোবাসা চাই।
ভালোবাসা চাই সাথে ভাল বাসা চাই।
ভালো ঘরে ঘরনিকে আনতে চায়।
বেকারের প্রেম।
বিলাসিতা ছাড়া কিছু নয়।
এটাই যেনো বারবার তাকে বুঝতে হয়।
না জানিলেও জানিয়ে দেবার জন্য আছে মহাজন।
তার কি আছে প্রেমিক মন?
না থাকায় ভালো।
বেকারের জীবন অভিশাপগ্রস্ত আলো।
যেখানে চারদিকে বিষের ছড়াছড়ি।
রাতে সে ফিরতে পারেনা বাড়ি।।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৮
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ আপনাকেও।।। ভালোবাসা রইলো।।।
২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৭
নজসু বলেছেন: বেকার জীবন অর্থহীন
সমাজের মহা ঋণ।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৯
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আমাদের দেশে এটা দিনে দিনে প্রকট হচ্ছে।।। আমি তো এখনো ভালো করে তাদের দলে নাম লিখাইনি। কারন পড়া লেখা আরো বাকি। যারা সব খতম করে বসে আছে। তারা খুব কষ্টে আছে।।। তাদের অনেকে
পুঁজি নাই তাই ব্যবসা করতে পারেনা। আবার চাকরিও পায়না।।।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৯
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য
৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৩
রাজীব নুর বলেছেন: যারা বেকার তাদের বলব, তারা যেন শুয়ে বসে না থেকে, সময়টা কাজে লাগায়।
বই পড়তে হবে, লিখতে হবে। অথবা ভালো মুভিও দেখা যেতে পারে।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪৮
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: হুম।।। আবার কিছু পারটাইম কাজ ও করতে পারে।।।।
৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৯
এ.এস বাশার বলেছেন: বেকারত্ব ঘুচাবার সুন্দর পথ তৈরি করতে হবে। নিজের পছন্দের এবং যে কাজটি ভালো পারি সেটা নিয়ে সামনের দিকে এগুতে হবে। উদ্দেশ্য ও লক্ষ স্থির রেখে চোখ কান খোলা রেখে সামনের দিকে এগোতে থাকুন সাফল্য নিশ্চিৎ......
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪৯
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: জি আপনার মতামত খুব ভালো লাগলো।। ধন্যবাদ
৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩২
কানিজ রিনা বলেছেন: শিক্ষিত ছেলেরা বেকার বাবা মায়ের ঘারে
যেন বোঝা, কত আশা করে বাবা মা
সন্তানদের লেখা পড়া করায়। বেকারত্ব
আমাদের দেশের অভিশাফ। ছেলেরা চাকরী
না পেলে কিভাবে বিয়ে করে সে প্রেমিকা
হোক বা যে কোনও মেয়ে হোক। বিয়ে করা
তো দায়ীত্ব বেড়ে যাওয়া। খুব খারাপ লাগে
শিক্ষিত ছেলেরা বেকার বাবা মার দায়ীত্ব যদি
নিতে না পারে তাহলে বিয়ে করে একটি
মেয়ের দায়ীত্ব কিভাবে নিবে। আমাদের দেশে
এত বড় সমস্যা কোনও সরকার দায় বহন
করে না। ভাল লাগল আপনার অভিব্যক্তি
ধন্যবাদ।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪৩
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: জি বেকার।। তার উপর আবার প্রেমিকা, প্রেম। বুঝেন ই তো। কিছু মানুষের প্রেম খুব আদরের আর
লুতুপুতু থাকে। তারা বলে গাছ তলায় থাকতে রাজি। তাও তোমার বউ হবো। না এটা এক দিকে ভালো।
কেউ কাউকে ধোকা দেয়নি।
আর জি আপনার মন্তব্যের সাথে আমি একমত। ধন্যবাদ আপনার সুন্দর মতামত প্রদান করার জন্য।।।আসলে এই বেকারত্ব সমস্যা
আমাদের দেশের গলার কাটা হয়ে যাচ্ছে দিনকেদিন।।।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪৭
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: যারা প্রেম করে বিয়ে করে। শুনেছি তারা নাকি খুব আবেগে ভাসে। আবেগ এতোই বেশি থাকে যে
তারা কোন চিন্তা করার সময় পায়না।।।
তারা শুধু এক হয়ে পারলেই বাচে।।।
৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩৭
তারেক ফাহিম বলেছেন: অনেকেই আছে ভালো কিছু করার আশায় বসে থাকে।
এটাই বেকারত্বের মুল কারন।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০০
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: জি ঠিক বলেছেন
৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০৭
খায়রুল আহসান বলেছেন: কবিতার বিষয়বস্তু ভাল, বেকারত্বের কষ্ট নিয়ে লেখা। কিন্তু কবিতা ভাল হয়নি। কবিতার বাক্যধারা সাবলীল গতিতে বয়ে যায়নি। কবিতা পড়ে মনে হলো, এ কবিতা বের করতে কবিকে বেশ স্ট্রাগল করতে হয়েছে।
তবে কবিতার পাঠক হিসেবে এমন মন্তব্য দিয়ে আমি আপনাকে নিরাশ করতে চাইনা। চেষ্টা চালিয়ে যান, অবশ্যই উন্নতি হবে।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪৪
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।।।
আপনারা আমাদের গুরুজন।।। প্রবিন ব্লগার।আপনাদের কাছ থেকে কিছু পথের দিশা পাবো। এটা
তো আমার জন্য আরো কল্যাণকর।।।
ধন্যবাদ সময় নিয়ে পড়ার জন্য।।। আর আমাকে ভালো পরামর্শ দেয়ার জন্য। ভালো গাইড লাইন দেয়ার জন্য।।।
৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২৮
মাহমুদুর রহমান বলেছেন: আমি খায়রুল ভাইয়ের সাথে একমত। আরো উন্নতি করতে হবে এবং সামনের বার আশা করি চমক দেখতে পাবো।
আর আপনার কবিতার বিষয় প্রসঙ্গে বলব"বেকারত্ব মানব জীবনের এক বিরাট অভিসম্পাত"।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪৬
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ প্রিয়।।। আপনার সুন্দর মন্তব্য পেয়ে ধন্য।।। আমাদের ভুল, আপনারা না ঠিক করে দিলে আমরা নতুন পথে আগাবো কি করে।
ধন্যবাদ। ভালোবাসা নিবেন।।
৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫৩
মাহমুদুর রহমান বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ প্রিয়।।। আপনার সুন্দর মন্তব্য পেয়ে ধন্য।।। আমাদের ভুল, আপনারা না ঠিক করে দিলে আমরা নতুন পথে আগাবো কি করে।
ধন্যবাদ। ভালোবাসা নিবেন।।
ভালো থাকবেন।
০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪৫
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ
১০| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০৫
আতোয়ার রহমান বাংলা বলেছেন: বেকার মামার জন্য শুভ কামনা
০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪৭
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ।ভালোবাসা নিবেন
©somewhere in net ltd.
১|
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩২
পদাতিক চৌধুরি বলেছেন: এইতো!!! বলতে বলতে পেয়েগেলাম। ভীষণ ভালো লাগলো আপনার বেকার মামা। ♥♥♥♥
মামার জন্য শুভকামনা রইল।
বিমুগ্ধ ভালোবাসা ও শুভকামনা প্রিয় মামুনভাইকে।