|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 

কয়দিন আগে এক ফেসবুক বন্ধু আমায় বলে তার ফেসবুকের ইমেইল নোটিফিকেশন পেয়েছে কেউ তার আইডি তে প্রবেশ করার চেষ্টা করেছে । ২দিন পর এক জন স্ট্যাটাস দেয়। তার আইডি বার বার লগ আউট হয়ে যাচ্ছে।  ওই রকম স্ট্যাটাস কম হলেও ৫০জনের কাছ থেকে পেলাম। আমিও ঠিক এই জামেলায় ভোগেছি। লগ আউট করিনা  তার পরেও লগ আউট হয়ে যায়। কেন?  তারপর এস এম এস আসে মেইলে কেউ আমার ফেসবুকে ট্রাই করেছে।।অনেকেই অভিযোগ করেছে তাদের আইডি হ্যাক হয়ে যাচ্ছে।
নজর লেগেছে, ।। কম্যান্ট করে বাচাও।। অনেকে দেখি স্ট্যাটাস দেয় আমার আইডিতে কে লগ ইন করতে চায়? আমার আইডিতে শকুনের
চোখ পড়েছে,  বাচান। কি করবো। 
 এই হল ব্যক্তিগত মতামত।।
আজ সকালে একটা নিউজ দেখে কপালে চোখ উঠলো। নিউইয়র্ক থেকে একটা বাংলা অনলাইন টিবি হবে হয়তো। তাদের পেইজে দেখলাম
৫০মিলিয়ন আইডি হ্যাক আর ৯০মিলিয়ন ঝুঁকিতে ছিল।তাই ফেসবুক যখন জানতে পারে তাদের  এই সমস্যা। তখন সব ঝুঁকি যুক্ত আইডি
গুলো দিনে কয়েকবার লগ আউট ও লগ ইন করিয়ে  পরীক্ষা করে।।
জানা গেছে ফেসবুকের নতুন ফিচার,  ভিউ এস, । এই ফিচারের ত্রুটি কাজে লাগিয়ে হ্যাকার গন এই কাজ করেছে।
ভিউ এস হল আপনাকে অন্য ভিউয়ার কিরকম দেখছে তা দেখার মাধ্যম।
এর পর ফেসবুক কতৃপক্ষ ভি এস ফিচারটি স্থগিত করেছে। সেটা আপাদত বন্ধ আছে। ফেসবুক এখনো জানতে পারেনি কে বা কারা এই হ্যাকিং এর সাথে জরিত।  এই খবর ফেসবুক নিজেই এক বিবৃতি দিয়ে জানায় যে এই সব ত্রুটির কারনে  ফেসবুকের আইডি গুলো হ্যাক করা শুরু করে হ্যাকার রা । এই কারনে ৫০মিলিয়ন ফেসবুক একাউন্ট ক্ষতির সম্মুখীন হয়েছে। আর ৯০মিলিয়ন ছিলো ঝুকিতে।
তাই ঝুকিতে থাকা ৯০মিলিয়ন  ইউজার কে একাধিক বার ফেসবুক লগ ইন ও  লগ আউট করতে হয়েছে।  এই ঝামেলাপূর্ণ কাজ হয়তো অনেকে করেছেন।।।
তবে ফেসবুক তাদের ব্যবহারকারি দের বলেছে,  তারা ত্রুটিপূর্ণ  সেই ফিচারটি আপাদত বন্ধ রেখেছে।।
 ১৩ টি
    	১৩ টি    	 +০/-০
    	+০/-০  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১২:০৯
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১২:০৯
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: নতুন ফিচার চালু করেছিল। ভিউ এস। তাই সেই ত্রুটি টি হ্যাকার গন কাজে লাগিয়েছে
২|  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১২:০৫
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১২:০৫
স্রাঞ্জি সে বলেছেন: 
 আমার আইডি কিছু হয়নি.....  
  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১২:১২
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১২:১২
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আপনি সে ৫০ বা ৯০মিলিয়নে পড়েননি। জেনে ভালো লাগলো।।।
৩|  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১২:০৫
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১২:০৫
মেহেদী হাসান হাসিব বলেছেন: আমার এমন কিছুই হইনি।
  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১২:০৭
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১২:০৭
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আপনি হয়তো সে ৫০মিলিয়নে নাই
৪|  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১২:১৬
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১২:১৬
স্রাঞ্জি সে বলেছেন: 
হা হা..... আসলে ফেইসবুকে যাদের প্রাইভেসি সেটিং শক্ত... তারা অক্ষত আছে...
৫|  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১২:২০
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১২:২০
নজসু বলেছেন: ফেসবুকে আমার পাসওয়ার্ড সবচেয়ে সহজ। 
১২৩৪ এর মতো।  প্রাইভেসি সেটিং ও খুব দূর্বল।  কারণ ফেসবুকে আগ্রহ কম।  আমার একাউন্ট কেউ হ্যাকও করতে আসবে না।  @স্রাঞ্জি
৬|  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১২:৩১
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১২:৩১
মোহাম্মদ সাজ্জাদ  হোসেন বলেছেন: 
আমারটি হ্যাক করলে আমি কি বিখ্যাত হতে পারবো?
৭|  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ২:০৫
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ২:০৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনার লেখায় বানান ভুল এবং টাইপোর পরিমান প্রথম পাতায় লেখা প্রকাশের জন্য যে মানদন্ড আছে তার সাথে সাংঘর্ষিক। অনুগ্রহ করে এই ব্যাপারে সর্তক হোন। কপি পেষ্ট পোষ্ট না করার ব্যাপারে অনুরোধ রইল। পাশাপাশি, যদি গুরুত্বপূর্ন বিষয়ে আপনি অন্য কোন লেখার সাহায্য নিন, তাহলে পোষ্টে তা উল্লেখ্য করুন। 
 উল্লেখ্য কেউ যদি এই সকল সমস্যার পুনরাবৃত্তি করেন, তাহলে যে কারো প্রথম পাতায় লেখা প্রকাশের সুবিধা স্থগিত হতে পারে।
৮|  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ২:১৩
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ২:১৩
হাফ হাতা শার্ট বলেছেন: আমিও এরকম নোটিফিকেশন পেয়েছিলাম
  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ২:৩২
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ২:৩২
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: তাই???
৯|  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ২:৩৭
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ২:৩৭
ফেনা বলেছেন: ত্রুটি মুক্ত হলেই হল। নিরাপদ থাকতে চাই। 
শুভকামনা রইল। 
©somewhere in net ltd.
১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১২:০৫
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১২:০৫
নজসু বলেছেন: খবরটা আমিও কাল শুনেছিলাম।
ফেসবুকের নিরাপত্তা বেষ্টনী এতো দূর্বল কেন?