|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
আমার নিজের মোবাইলে কিছু ছবির  কালেকশন ছিলো।। তাই সেই ছবি গুলো আজ পোস্ট করলাম
   
   
   
   
  
উপরের গুলো সন্ধ্যা বেলার ছবি।
  
   
মুরগীর বাচ্চা বিক্রি করছে এক ব্যবসায়ী। 
   
   
   
   
ব্রহ্মপুত্র নদ , ময়মনসিংহ।
  
   
   
  
নাসিরাবাদ বিশ্ববিদ্যালয় কলেজ,  ময়মনসিংহ ।। পুকুর,  কলেজ,  
  
   
   
   
   
আমার সবুজে বেষ্টিত সুন্দর শহর ।।।
  
   
  
জেলা স্কুল মোড়  জামে মসজিদ,  ময়মনসিংহ , 
  
  
অডিটোরিয়াম  এর সামনে।।।
  
   
   
   
 
 
 ১৮ টি
    	১৮ টি    	 +২/-০
    	+২/-০  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৩:২১
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৩:২১
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ কবি
২|  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৩:২১
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৩:২১
ওমেরা বলেছেন: খুব সুন্দর ! কিন্ত প্রথম পাতা তো পুরোটাই দখল করে নিয়েছেন !
  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৩:৪৭
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৩:৪৭
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ভালো আরো নেগেটিভ কম্যান্ট করুন। আমাকে কাল এই আপনাদের নেগেটিভ মন্তব্য করার জন্য জানানো হয়েছে সব লেখা ডিলেট করে দিবে।।। আমার নামে কেউ বিচার দিয়েছে। বুঝলাম না আমি কার কি ক্ষতি করলাম।  দিনে ১টা পোস্ট করি।খুব হলে ২টা একসাথে কোন দিন করিনাই।।।  কোন  দেশদ্রোহী, কপি করা লেখা নাই।।
তার পরেও। কয়দিন আগে একটা হাদিস লিখেছি তার জন্য এক লোক আমাকে যা তা বললো।
আমি বুঝিনা।।
এখানে কাদের লেখার স্বাধীনতা বেশি।
কপি করে যারা তাদের?
নাকি একে বারে ৪, ৫টা লেখা  প্রথম পাতায় মারে তাদের।
আমি ই কি আপনাদের   চোখে আসি।
না আপনারা সংঘবদ্ধ হয়ে পিছে লাগলেন।।।
আমি জানি এই
কম্যান্ট এর পর ওই লোক
গুলো আমাকে   আরো  চাপিয়ে ধরবে।
হয়তো আপনারা আমাকে
ব্যান করে দিবেন।।।
কিন্তু আমার জানার অধিকার আছে।
কেন আমাকেই আপনারা নিশানা বানাচ্ছেন?
কি করলাম আমি...
  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৩:৫২
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৩:৫২
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: যারা একই পোস্ট ২বার করে তারা দখল করেনা ভাই??   দিনে ৫টা পোস্ট একটার পর একটা করে।। কালকে না
হয়তো আগের দিন। এক লোক কত গুলো এক সাথে দিলো।। কই তার পোস্ট তো কেউ কিছু বললো না।
আর আমাকে হুমকি দেয়। আমাকে সামু বলে আপনার নামে বিচার আছে। আপনি আঈন মানেন না ।।। সরাসরি বলে সব ডিলেট করে দিবো।    আচ্ছা দিক। আমি কি তাই ফকির হয়ে যাবো???
আমার কি লেখার  প্ল্যাটফরম এর অভাব?
৩|  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৩:২৪
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৩:২৪
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় মামুনভাই,  
এককথায় মনোমুগ্ধকর ।  তবে দুটি ছবিট মধ্যে স্পেস দিলে দেখতে আরও সুন্দর হতো বলে আমার ধারনা ।  ++ 
শুভকামনা আপনাকে ।
৪|  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৩:৪০
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৩:৪০
রাজীব নুর বলেছেন: মোটামোটি।
  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৩:৫৩
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৩:৫৩
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ভাই কমদামী মোবাইলে কি আর আপনার ক্যামেরা এর মতো উন্নত ছবি উঠবে?
৫|  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৩:৫৫
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৩:৫৫
ওমেরা বলেছেন: হায় হায় আপনি এত কষ্ট পেলেন ভাইয়া ! আমি তো এসবের কিছুই জানি না । আমি ও এর আগে ছবি ব্লগ দিতাম আর এমনি হত অর্ধেক পাতা দখল হয়ে যেত । আমি তাই দুষ্টামী করেই আপনাকে এটা বলেছি ভাইয়া । আমি সরি , অনেক সরি ।
  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৪:১২
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৪:১২
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: না। আমাকে নোটিফিকেশন দিয়েছে। এমন অভিযোগ আসতে থাকলে আমাকে বাদ দিবে। আর পাতা হতে  সব ডিলেট করে দিবে
।আপনারা হয়তো দুষ্টামি ভাবছেন। সামু মডারেটর তা বুঝেনা।। হয়তো বাদ দিবে
  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৪:১৬
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৪:১৬
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ওই দিন ওই ৭৭ নামের আইডি কোন কারন ছাড়াই যে কেচাল করলো।।।। আমি কি করতে পারি বলুন। সে আমাকে যাতা বলছে।।
আমি শুধু তাকে থামাতে চেয়েছি।।।। না সে মানেনা।
সেই প্রতিটা কম্যান্ট সম্পর্কে আমাকে সতর্ক করেছে সামু
৬|  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৪:১৫
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৪:১৫
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ওই দিন ওই ৭৭ নামের আইডি কোন কারন ছাড়াই যে কেচাল করলো।।।। আমি কি করতে পারি বলুন। সে আমাকে যাতা বলছে।।
আমি শুধু তাকে থামাতে চেয়েছি।।।। না সে মানেনা।
সেই প্রতিটা কম্যান্ট সম্পর্কে আমাকে সতর্ক করেছে সামু
৭|  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৪:৩৬
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৪:৩৬
রাকু হাসান বলেছেন: 
সূর্যের ছবিগুলো মুগ্ধতা নিল । আমার কাছে  এই রকম ছবি সব সময় ভালো লাগে । ++
আরেকটু কথা বলি মনে কিছু নিবেন না । আপনি দিনে ২/৩টা দেখে তিনটা পোস্ট করে আসছেন । দেখে অবাক হই । আপনার টপিক নির্বাচন দারুণ । অনেকে আছে পোস্ট কম দেয় । সময় নিয়ে দেয় । কিছু ব্লগার ঘনঘন পোস্ট দেয় । এমনটা হতেই পারে সবার মাথা ,ব্লগের প্রতি ভালোবাসা সমান নয় । আপনাকে ওমেরা আপুর এই মন্তব্য খুব হার্ট করেছে বুঝাই যাচ্ছে । পোস্ট একটি বেশি দেন ঠিক আছে । আবারও আপনার থেকে আরও অনেক বেশি পোস্ট দেয় সেটাতেও একমত । পোস্ট বেশি দেওয়া মন্দ নয় সেটা যদি মান সম্মত ভালো পোস্ট হয় ,একই সাথে পাঠক পাই । আপনার সহব্লগাররা পড়ছে ,মন্তব্য জানাচ্ছে । তাঁদের প্রতিও ইতিবাচক দৃষ্টি দিলে ব্লগীয় পথচলা সুখকর হয় বলে মনে হয় আমার ,ব্যক্তিগত ভাবে । উদাহারণ টা আমাদের রাজীব নূর ভাই ই যথেষ্ট । পোস্ট ও বেশি দেয় আবার উনার উপস্থিতি ও যথেষ্ট । অল্প কয়েদিন আগে একটি পোস্ট রেডি করেছিলাম বেশ কষ্ট করে ক্রিকেট নিয়ে তারপর দেখলাম এই টপিকে বেশ কয়েকটা পোস্ট প্রথম পাতায় ,তারপর আরও দেওয়া হয়নি । কষ্ট ব্যর্থ । অথচ পোস্টটি অন্য পোস্ট থেকে পরিশ্রমী ছিল । যাক সে কথা । এমন অনেক বিষয় আমাদের সবার ভাবা উচিত । আপনি আপনার জায়গাতে অনেক বুঝেন ,জানেন । আমার কথাগুলো উপদেশ হিসাবে নিলে কষ্ট পাব । বলতে পারেন আমার একান্ত মতামতটা রাখলাম আপনার কমেন্ট বক্সে । কোনোক্রমে হয়ত একই কথা ভিন্নভাবে ভিন্নজনদের কাছ থেকে শুনে আপনি খুব ব্যয়িত হয়েছেন । আপনার প্রতি উত্তর দেখে আমিও ব্যয়িত হয়েছি । ওমেরা আপু যেহেতু আন্তরিকতার সাথে সরি বলেছে ,আশা করছি বিষয়টা এখানে শেষ । মন খারাপ বা অভিমান করবেন না  ভাই । আপনি যে সব  টপিকে পোস্ট দেন সেগুলোর জন্য কেউ সংঘবন্ধ হয়ে আপনার পিছে লাগবে  ....সেটা আমার একদম মনে হয় না । অন্য কে কি বললো জানি না । তবে কোনো কারণে আপনার প্রতি নেতিবাচক ভাবনা থেকেই হয়েছে বলে মনে হয় । 
আমি আপনার পোস্টে বিষয় বস্তুর আলোকে দুটি কথা বলে চলে যেতে পারতাম । কিন্তু এই কথাগুলো এই জন্যই বললাম সহ ব্লগারদের প্রতি ভালোবাাস থেকেই । ভালো জিনিস দেখতে ভালো লাগে ,সেই সাথে সহব্লগাররা ভালো সম্পর্ক বজায় রাখুক ,সেটাও অনেক ভালোলাগা দেয় । তাই এতগুলো বলা  । আশা করি ভুল বুঝবেন না । 
কোথায় যাবেন? এখানেই থাকবেন ,আমাদের সাথে । আমরা আছি তো আপনার পাশে । অনেক বেশি ভালোবাসা জানবেন ।
  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:১৯
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:১৯
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: না আপনার কথাটা সুন্দর ও বুঝিয়ে ভালো করে বলেছেন। রাগ করবো কেন?  কিন্তু ওই লোক আমার সাথে খারাপ আচরণ তো করেছেই।একাধিক নামে বে নামে আমার নামে হয়তো ব্লগ টা ডিলেট করতে রিপোর্ট ও করেছে।  অনেক লোক রিপোর্ট না করলে কাউকে কি  সতর্ক মুলক মেইল দেয়।।। আপনি আমার লেখা গুলো দেখুন। আমি কি এমন কোন ক্ষতিকর লেখা শেয়ার করেছি। যা
ডিলেট করতে হবে।।।  প্লিজ নিজের ভেবে একটু দেখবেন।।।
আর ভালোবাসা নিবেন সবসময়।।।  ভালো থাকবেন।।
৮|  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:১৩
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:১৩
পদ্মপুকুর বলেছেন: দুই নম্বর কমেন্টে ওমেরা যা বলেছেন, আমিও ওটাই বলবো বলে নিচে আসছিলাম, কিন্তু ওই মন্তব্যের প্রতিমন্তব্যে আপনার কথায় একগাদা অভিমান ঝরে পড়তে দেখে থেমে গেলাম। এত অভিমান কেনো করছেন। আপনি নতুন ব্লগার। হয়তো এমন কিছু হয়েছে যেটা এই ব্লগের নীতিমালা লঙ্ঘন করে।
এখন রাগ করে যদি লেখাই বন্ধ করে দেন, তবেে কার ক্ষতি বলেন তো? লিখতে থাকুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আর কার আইডি থেকে কি বললো... কি যায় আসে, ইগনোর করুন সব।
ভালো থাকুন, শুভ ব্লগিং
  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:১৪
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:১৪
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: না সেই কথা গুলো ই মার্ক করেছে। তার  মন্তব্য গুলোই মার্ক করে আমার লেখা মুছে ফেলা হবে। এই রকম ইমেইল আসছে
।আপনাকে ধন্যবাদ। আপনার সুন্দর মন্তব্য দেখে কিছু  ভালো লাগলো
  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:২২
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:২২
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আপনার মন্তব্য পেয়ে খুশি হলাম ।। ধন্যবাদ প্রিয়।।। ভালোবাসা নিবেন
৯|  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮  রাত ৮:১৪
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮  রাত ৮:১৪
খায়রুল আহসান বলেছেন: ময়মনসিংহ নিয়ে আপনার এই স্মৃতিচারণামূলক ছবি ব্লগটা দেখে/পড়ে স্মৃতিময় ময়মনসিংহ শহর/রেলওয়ে স্টেশন নিয়ে আমারও কিছু কথা মনে পড়ে যাওয়াতে আমিও আজ একটা স্মৃতিচারণামূলক পোস্ট লিখে ফেললাম। আশাকরি, একবার সময় করে পড়ে দেখবেন।
©somewhere in net ltd.
১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৩:২০
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৩:২০
সনেট কবি বলেছেন: মনোমুগ্ধকর।