|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
তুমি আবার ফিরে এসো
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন 
  
 
তুমি আবার নেমে এসো নক্ষত্র হতে,
নেমে এসো পৃথিবীর বুকে।
আবার চন্দ্র রাতে  আলোকিত হয়ে,
নেমে এসো ভালোবাসার প্রথম স্পর্শ হয়ে।
কোন এক চিলের ডানায়  ভর করে।
অসথের  বনে,  হিজলের ডালে।
তুমি চলে এসো বসন্তঋতু হয়ে।
তুমি রাখালিয়া বাশির সুরে,
সুর হয়ে চলে এসো,
কোন অজানা বিকেলে,  আমার মিষ্টি সকালে।
 ব্রহ্মপুত্র নদের ধারে,   অমাবস্যা নেমে এলে।
আবার আমি নৌকা নিয়ে অপেক্ষা করবো ঘাটে।
তোমার চৈতালি  প্রেম  যেদিন  ভাসবে দিগন্তে।
তুমি আবার ফিরে এসো,
রাখালের মাঠে, আউশের  ক্ষেতে।
কুয়াশার দেশে,  দাঁড়কাকের  বেশে।
 ৮ টি
    	৮ টি    	 +১/-০
    	+১/-০  ১২ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৫:১৮
১২ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৫:১৮
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: জীবনানন্দ দাশ
  ১২ ই অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৬:০৯
১২ ই অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৬:০৯
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: মূল বিষয় হল, এই রকম,  যে জীবনানন্দ দাশ এর কবিতায় তিনি যে দেশ প্রেম দেখিয়েছেন ,  প্রকৃতি প্রেম  দেখিয়েছেন  সেটা আমাদের মাঝে থাকলে আমরাও আমাদের দেশের জন্য তেমন করে জীবন দিতে পারবো। যেমন ৭১ এ যুদ্ধারা দিয়েছে।
আমি একাধিক ব্যাখ্যা তে পড়েছি। জীবনানন্দ দাশের বনলতা কবিতা মূলত প্রকৃতি প্রেমের। আর নারী হিসেবেই তিনি এই প্রকৃতি দেশকে ভেবেছেন।
দেশকে ভালোবেসেছেন প্রেমিকার মতো। তাই তার কবিতা গুলো এমন।
২|  ১২ ই অক্টোবর, ২০১৮  দুপুর ১:৫৭
১২ ই অক্টোবর, ২০১৮  দুপুর ১:৫৭
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
  ১২ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৫:১৯
১২ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৫:১৯
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ
৩|  ১২ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৩:১০
১২ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৩:১০
কিরমানী লিটন বলেছেন: আসুক, সে যেই হোক- যেভাবেই...মুগ্ধতা রেখে গেলাম- অভিবাদন রইলো ....
  ১২ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৫:১৮
১২ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৫:১৮
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ প্রিয়
৪|  ১৩ ই অক্টোবর, ২০১৮  দুপুর ১:০২
১৩ ই অক্টোবর, ২০১৮  দুপুর ১:০২
অবলাল রশ্নি বলেছেন: সুন্দর লিখেছেন
©somewhere in net ltd.
১| ১২ ই অক্টোবর, ২০১৮  দুপুর ১২:১৩
১২ ই অক্টোবর, ২০১৮  দুপুর ১২:১৩
শায়মা বলেছেন: কে আসবে ভাইয়া???

জীবনানন্দ দাশ!!!!! নাকি আমাদের ভাবীজি!!!!!!