|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
   
একাকী সময়
♦♦♦♦
Md Abdullah Al Mamun
♦♦♦♦ 
ভালো আছি,
একা একা স্বপ্ন দেখি,
হাটতে যাই খোলা রাস্তায়।
মুক্ত আছি, একা আছি।
ভেবোনা কেউ ভালো নেই।
ভালো আছি।
একা আছি। 
বেশতো কেটে যায় দিনরাত্রি।
এখন আর কল্পনাতে ভাবিনা অগোছালো কিছু।
আর ভাবনাতে তোমাকে চাইনা।
অন্য কোন ভাবনাতে না হয়।
একাকী হয়ে যাবে সেও।
ভালো আছি।
মুক্ত আর শান্ত হয়ে।।
জেনে গেছি একাকী থাকার সুখ আছে।
সব জালা যন্ত্রণা মিছে।
কারো কথা মানতে হয়না।
ভাগ করে দিতে হয়না অলস সময়।
একাকী সময়।
কারো গোলাম নয়।
রাজার মতো বাচতে শেখায়।
যুদ্ধার মতো লড়তে শেখায়।
একাকী সময়।
সেতো তোমার খুঁজে ঘুম নষ্ট করে না।
নষ্ট করেনা ভালোবাসা গুলোকে,
মনে ভেতরের আবেগ গুলোকে নষ্ট করেনা।
বারবার কষ্ট দেয় না।
একাকী সময়।
আমার মতো করে আমার কাছে থাকে।
একাকী সময়।
আঘাত করে না, কষ্ট দেয় না।
মনের উপর প্রহার করে না।
করেনা মানসিক অত্যাচার।
করে না অভিমানের নামে মিথ্যাচার। 
একাকী সময়ে,
আপনার সাথে, ভালো আছি।
তাই তোমাকে খুঁজিনা।
অন্য কিছু বুঝি না।
একাকী সময়।
করেনা চিন্তাতে চেতনায় প্রহার।
করেনা তোমার মতো মানসিক অত্যাচার। 
 ১১ টি
    	১১ টি    	 +০/-০
    	+০/-০  ২২ শে অক্টোবর, ২০১৮  দুপুর ১২:৪৬
২২ শে অক্টোবর, ২০১৮  দুপুর ১২:৪৬
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ দিয়ে ছোট করবো না
২|  ২০ শে অক্টোবর, ২০১৮  রাত ৯:২২
২০ শে অক্টোবর, ২০১৮  রাত ৯:২২
Monthu বলেছেন: সবাই কবি নয়। কেউ কেউ কবি। আপনি আসলেই কবি
  ২২ শে অক্টোবর, ২০১৮  দুপুর ১২:৪৫
২২ শে অক্টোবর, ২০১৮  দুপুর ১২:৪৫
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ প্রিয়
৩|  ২০ শে অক্টোবর, ২০১৮  রাত ৯:২৪
২০ শে অক্টোবর, ২০১৮  রাত ৯:২৪
Monthu বলেছেন: কি ভাই। এই ব্লগ কাউকে লেখার সুযোগ দেয়না । কি সব লোককে দেয়।।
  ২২ শে অক্টোবর, ২০১৮  দুপুর ১২:৪৭
২২ শে অক্টোবর, ২০১৮  দুপুর ১২:৪৭
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আপনি একদিন চান্স পাবেন।।। আশা হাড়াবেন না
৪|  ২০ শে অক্টোবর, ২০১৮  রাত ৯:৪৫
২০ শে অক্টোবর, ২০১৮  রাত ৯:৪৫
নজসু বলেছেন: একা আছি তো কি হয়েছে......
গানটার কথা মনে পড়লো।
আপনার কবিতা পাঠে মনে হলো একাকী মানেই নিঃসঙ্গতা নয়। 
ভালো থাকবেন।
  ২০ শে অক্টোবর, ২০১৮  রাত ৯:৫১
২০ শে অক্টোবর, ২০১৮  রাত ৯:৫১
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: জি। যদি তোর ডাক শুনে কেউ না আসে,  তবে নাকি একলা চলতে হয়।।। দুইটা গান। একটা লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর।  অন্যটা গান নচিকেতা গেয়েছে।।।
The Lyrics for Ekla Cholte Hoi by Nachiketa Chakraborty have been translated into 1 languages
একলা চলতে হয়
যদি তোর ডাক শুনে কেউ না আসে,
তবেই নাকি একলা চলতে হয়!
একলা মানুষ মাতৃগর্ভে একলা মানুষ চিতায়
একলা পুরুষ কর্তব্যে একলা পুরুষ পিতায়
আর মধ্যিখানের বাকিটা সময়
একলা না থাকার অভিনয়
যদি তোর ডাক শুনে কেউ না আসে,
তবেই নাকি একলা চলতে হয়!
এক পায়েতে দাড়িয়ে তাল গাছটাও একা
দিনের শেষে ঘুমের দেশে একলা সে দেশ দেখা
যদি কেউ কথা না কয়
ওরে ও রে ও অভাগা কেউ কথা না কয়
তাতেও কিছু যায় না এসে,
তাতেও কিছু যায় না এসে বোঝে যদি তোর মনেরই কথা
মনের কথা বোঝাবারে একলা বলতে হয়
যদি তোর ডাক শুনে কেউ না আসে,
তবেই নাকি একলা চলতে হয়!
একলা তুমি ভাবাদর্শে একলা চিন্তায়
তোমার ভাবনা সূর্য হয়ে ডুববে যে সন্ধ্যায়
যদি সবাই ফিরে যায়
ওরে ও রে ও অভাগা সবাই ফিরে যায়
ফিরবে না যে জানবি সে তোর,
ফিরবে না যে জানবি সে তোর ভাবনার মোড়কে আছে ডুবে
ছিড়বে মোড়ক ফিরবে সে তার অপনও কুলায়
  ২০ শে অক্টোবর, ২০১৮  রাত ৯:৫৪
২০ শে অক্টোবর, ২০১৮  রাত ৯:৫৪
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: নচিকেতা গেয়েছেন। গানটি শুনতে ডাউনলোড করে নিন
৫|  ২১ শে অক্টোবর, ২০১৮  দুপুর ১২:৪৮
২১ শে অক্টোবর, ২০১৮  দুপুর ১২:৪৮
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
  ২২ শে অক্টোবর, ২০১৮  দুপুর ১২:৪৩
২২ শে অক্টোবর, ২০১৮  দুপুর ১২:৪৩
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ প্রিয়
©somewhere in net ltd.
১| ২০ শে অক্টোবর, ২০১৮  রাত ৯:২১
২০ শে অক্টোবর, ২০১৮  রাত ৯:২১
Monthu বলেছেন: মারাত্মক কবিতা