![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেই তো পৃথিবীর বুকে ভালোবাসা নিয়ে ভোর হয়।
সূর্যের হাসিতে স্নিগ্ধ হয় সকাল, ।
আর তোমাদের হাসিতে মুগ্ধ হয় বিকাল।
এই আমার সকাল।
এক কাপ চায়ে ভোর হয়।
আমাদের স্বপ্নেরা করে খেলা।
আবেগে মানুষের কল্পনা।
ভালোবাসা নিয়ে বেচে আছি।
প্রকৃতি আমাদের প্রেম দেয় শিখিয়ে।
এই হল আমাদের ভাবনার সকাল।
এক কাপ চায়ে, আবেগে আচ্ছন্ন।
ভালোবাসা যদি বেচে থাকে।
এক কাপ চায়ে।
স্নিগ্ধ হবে সকাল, তোমার স্পর্শে।
আমাদের আবেশে, জীবন্ত পরিবেশে।
ভালোবাসাময় সকালে, স্নিগ্ধ সকালে।
এই আবেগী খেলা।
মনের ভিতর আজব মেলা।
এইতো মানুষ, আজব তাদের ভাবনা।
সকালে এই ভাবনা গুলো খেলা করে।
খেলা করে মানুষের সাথে।
ঘরে, মাঠে, আর পথে।
বেচে থাকো তুমি,
বেচে আছি আমি।
বেচে আছে সবার ভাবনা।
ভাবনাতে বেচে আছি আমরা।
২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:১২
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ
২| ২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:০৯
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সুন্দর+
২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪০
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ কবি
৩| ২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:৪৩
হাবিব বলেছেন: সক্কাল সক্কাল এতো ভালোবাসা কই রাকি?
২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪১
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: বুকের ভিতরে রেখে দেন কবি।।
৪| ২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:০২
নজসু বলেছেন:
কবিতাটা মনে হচ্ছে পবিত্রতায় আবদ্ধ।
স্নিগ্ধতায় ভরপুর।
২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩০
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ কবি
২০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:০৮
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ আপনাকে।।।
স্বাগতম আমার ব্লগে। আপনি অনেক দিন পর আসলেন মনে হয়। আপনার পাতায় দেখলাম।।।
ব্লগে আবার দিরে এসেছেন ভালো লাগলো।। আপনার ব্লগিং দিন শুভ হোক
৬| ২০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৪
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
২০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪১
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:০২
ল বলেছেন:
পাঠে অপার মুগ্ধতা কবি।
ভালোবাসা নিয়ে বেঁচে আছি -- বেঁচে থাকুন পৃথিবীর তটে
বেচে নাকি বেঁচে!! "!