নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার লেখা আপনাদের কথার সাথে মিলবেনা এটাই সত্য। কারন কেউতো একজন থাকা চাই যে আলাদা ভাবে দুনিয়াকে দেখবে। আপনি পজিটিভ ভাবে আমার লেখা পড়লে আপনাকে স্বাগতম। আর নেগেটিভ ভাবনা নিয়ে পড়লে আমার কিছু করার নাই। ভালো চিন্তা করুন। দেশ, জাতি, আর ধর্মকে ভালোবাসুন।

আব্দুল্লাহ্ আল মামুন

মোঃ আব্দুল্লাহ আল মামুন

আব্দুল্লাহ্ আল মামুন › বিস্তারিত পোস্টঃ

প্রেমের কবিতা অনেক হয়েছে, আসুন রাজনীতি করি

২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:০০



প্রেম তো অনেক করলে যুবক, এখন রাজনীতি করে দেখো।
প্রেমের কবিতা অনেক তো লিখেছো, এখন রাজনীতিতে এসে দেখো।


চারদিকে ভোটের হাওয়া।
নির্বাচনের পাল উঠেছে,
হাওয়ায় তালে স্রোত জেগেজে।



কবিতাতো অনেক লেখা আছে।
ভরে গেছে লাইব্রেরী,
গ্রন্থমেলা গ্রন্থে পরিপূর্ণ, ।
আর কতো কবিতা দিয়ে দখল করতে চাও কবিতার বাজার?



রাজনীতি আজ ব্যবসায়ীদের হাতে জিম্মি।
পার্লামেন্ট যেনো নাটকের মঞ্চ।
প্রেমের কবিতা দিয়ে কি হবে কবি?


কবিতা যদি লিখতেই হয়,
আসো রাজনীতির মাঠে।


দেশের মাঠে আসো।
পালিয়ে থেকে, বিদেশ থেকে লেখা পাঠিয়ে নয়।
দেশপ্রেম দেখাতে যদি চাও।
মায়ের কাছে চলে এসো, এই বাঙলা মায়ের কাছে।


ভয় কেন?
চলে এসো



প্রেমের কবিতা অনেক হয়েছে কবি।
আসুন রাজনীতি করি।
এই দেশে রাজনীতি করতে নীতি লাগেনা।
রাজাও লাগেনা, প্রজাও লাগেনা।


রাজার নীতি, আপন প্রীতি,
আপনারে বানাইয়া লইবেন সম্পদের সাথি।

মন্তব্য ১৯ টি রেটিং +১/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:১২

আরোগ্য বলেছেন: কি মামুন ভাই, চাঁদগাজীর হাওয়া লেগেছে নাকি। খালি রাজনীতি নিয়ে লিখছেন। লেখালেখি করে কি আজ রাজনীতি করা যায় তার জন্য দরকার পৃষ্ঠপোষকতা।
কিন্তু কবিতা বেশ হয়েছে।

২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:১৬

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: না। সেলেব্রিটি হয়েও রাজনীতি করা যায় প্রিয়।




ধন্যবাদ প্রিয়।। শুভ রাত্রি।।।

২| ২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:২৩

আরোগ্য বলেছেন: রাজনীতির খপ্পরে আমাদের বাসার অবস্থা গরম। মাঝে মাঝে এক ভাইয়ের জন্য পুলিশের আগমন ঘটে। আর বাড়ির মুরুব্বি যথেষ্ট মেহমানদারী করে বিদায় করে।এজন্য এদিকটা খুব অপছন্দ করি।
আপনার জন্য শুভ কামনা। শুভ রাত্রি !!!

২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩৫

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: পছন্দ আমিও করিনা। তারপরেও , আমাদের জীবন এসবেই জরিয়ে আছে

৩| ২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:২৯

বলেছেন: শুভকামনা ও ভালোবাসা জানবেন



সাধু ও চলিত ভাষার মিশ্রন দেখবেন

২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩৫

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: জি, ধন্যবাদ

৪| ২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:৪৪

সেলিম৮৩ বলেছেন: কিছুদিন পর রাজনীতি নিয়ে ব্যপকহারে নাটক, উপন্যাস, কবিতা, গান, জোকস, কাব্য রচনা করা শুরু হবে। আব্দুল্লাহ্ আল মামুন হতে পারেন ভিত্তিপ্রস্তর স্থাপনকারী।

২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩৮

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: জি ঠিক বলেছেন। তবে নাটক, কবিতা অনেক আগেই শুরু হয়ে গেছে। শুধু ব্লগে লেখা বাকি ছিল। আমাদের দেশের খ্যাতনামা অনেক লেখক ই লিখেছেন

৫| ২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:১৮

রাজীব নুর বলেছেন: প্রেমের কবিতা ভালো লাগে না। পুতুপুতু টাইপ হ০য়।
দেশ বা রাজনীতি নিয়ে কবিতায় তেজ থাকে, ধার থাকে।

২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:৩৩

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: এখন তাই করা লাগবে

২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:৩৩

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ ভাই

৬| ২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:২৩

হাবিব বলেছেন: প্রেম টেমের কবিতা দিয়ে না মানুষের উপকার হয় না দেশের.........! রাজনীতি নিয়ে লিখলে তাও চলে.....

২৮ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: সময় এখন নির্বাচনের। সময় এখন রাজনীতির

৭| ২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
রাজনীতিময় প্রেম।
+++++

২৮ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: প্রেম আজ থেকে বাদ। শুধুই রাজনীতি। সময় এখন নির্বাচনের

৮| ২৮ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০১

নজসু বলেছেন:



প্রিয় মামুন ভাই
প্রবাসে থেকেও কিন্তু দেশকে ভালোবাসা যায়।

আমি আপনার কবিতার মর্মকথা আমার মতো করে বুঝেছি।
তবে, আপনার কবিতার সাথে দ্বিমতও পোষণ করতে পারছিনা।

শুভকামনা।

২৮ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ।।।

৯| ২৮ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯

ফারিহা হোসেন প্রভা বলেছেন: আর কত নির্বাচনের লেখা পড়ে যাব? নির্বাচনের মজা হলো মিছিলে অংশগ্রহণ করা এবং স্লোগান দেওয়া। ;) অন্যের কাছে কেমন লাগে জানি না, তবে আমার কাছে এটাই মজার। রাজনীতি টাজনীতি বাদ, একটু আনন্দ করি। B-)

২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৭

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: হুম।।। ঠিক ঠিক।।।


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.