নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার লেখা আপনাদের কথার সাথে মিলবেনা এটাই সত্য। কারন কেউতো একজন থাকা চাই যে আলাদা ভাবে দুনিয়াকে দেখবে। আপনি পজিটিভ ভাবে আমার লেখা পড়লে আপনাকে স্বাগতম। আর নেগেটিভ ভাবনা নিয়ে পড়লে আমার কিছু করার নাই। ভালো চিন্তা করুন। দেশ, জাতি, আর ধর্মকে ভালোবাসুন।

আব্দুল্লাহ্ আল মামুন

মোঃ আব্দুল্লাহ আল মামুন

আব্দুল্লাহ্ আল মামুন › বিস্তারিত পোস্টঃ

নির্বাচনী হাওয়া বইছে, সব নেতারা গরীব হচ্ছে, আপনি কিছু করবেন না?(একটু রম্য ভাবনা)

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১২

নির্বাচনী সময়ে পার্থিরা ভোটারদের কাছে যায়। আর তারা নানান কিছু বুঝিয়ে, ছলে, বলে, কলে, কৌশলে ভোটারের মন জয় করতে চায়।
আপনিও কিছু করুন। এইতো সময় তাদে কাছ থেকে কিছু পাওয়ার। তাই আপনার জন্য কিছু টিপস।

১)খাবার হোটেলে গিয়েছেন, বা চা খাবেন? পকেট ফাঁকা? আশে পাশে দেখুন কোন নেতা গুছের কেউ আছেন কিনা। অথবা উমুক ভাই তুমুক ভাই। যান পাশে গিয়ে বসে ভাইকে খুব তেল দিন, দেখুন ভাই আপনাকে চা তো খাওয়াবেই সাথে চায়ের সাথে টা ও
২)মনে স্বপ্ন ছিল বড় গাড়ি চালাবেন, কোনদিন টাকার জন্য কেনা হয়নি। এইবার সেই আশা পুরন করে নিন। সব নেতারাই নিজেকে গরীব বলে দাবি করবে। আর নিজের সম্পদ অপরের নামে চালিয়ে দিবে। আপনি গিয়ে তাকে বুদ্ধি দেন। আপনার নিকটে থাকা পার্থিকে। ভাই কিছু সম্পদ আমার নামে দিয়ে দেন। এইটা গাড়ি আমার নামে করে দেন। কয়দিন পর আবার ফিরিয়ে দিবনে। বিপদটা কেটে যাক আপনার সম্পদ আবার ফিরে আসবে, আপনার ঘরে। গাড়িও চলে আসবে

৩)অনেক দিনের শখ ভালো ডুপ্লেক্স বাড়িতে থাকবেন, এসি বাড়িতে থাকবেন টাকা নাই?যান দেওলিয়া হয়ে যাওয়া নেতাকে বলেন ভাই ওই বাড়িটা আমাকে থাকতে দিন। নয়ত আমি বলে দিব ওই বাড়ি আপনার প্রেমিকার নামে। আর সেই প্রেমিকা রেড লাইন এরিয়ার লোক। দেখবেন আজকে সে আপনাকে ভয় পাবে। হয়ে গেল বাড়িতে থাকার আশা পুরন

৪)আপনি নিজেকে গরীব ভাবেন? আর গরীব ভাবার কিছু নাই। আপনি ওইসব এমপি হতেও ধনী, সম্পদশালী, কিভাবে? তাদের নাকি টাকা পয়সা নাই। তারা নিজেরা সেই তথ্য দিয়েছে। আসলে তারা এতোদিন যে দামি বাড়িতে থাকত,দামি গাড়িতে ঘুরত ওইগুলো তাদের না। আপনার টাকায় কিনা।
৫) আপনার রাস্তায় খুব ট্রাফিক জ্যাম? গাড়ির কারনে সাইকেল চালাতে পারেন না? সামনে নির্বাচন। যান কোন দলের নেতাকে বুদ্ধিটা দিয়ে আসুন। সে যেন আপনার বাড়ির সামনে হরতাল , মানবন্ধন, এসব করে। অথবা জনসভা, মিছিল, । তাহলে আর জ্যাম থাকবেনা।

৬)আপনার অনেক দিনের সখ আপনি কোন দলের নেতা হবেন? চিন্তা কেন? অনেক দলের পুরাতন নেতারা অযোগ্য বলে বিবেচিত হয়েছে। তাদের নামে শত শত মামলা। আপনার নামে যদি মামলা না থাকে। ওইসব দলের প্রধানদের গিয়ে বলুন যাতে আপনাকে মনোনয়ন দেয়। আর আপনাকে দলের নেতা হিসেবে সাপোর্ট দেয়। আর তাতে আপনি দল হতে একটা পদ পাবেন। হয়ে গেল। আরকি চাই

৭)মিছিল, মিটিংয়ে কর্মী সাপ্লাই ব্যবসা আজকাল অনেক দল আছে তাদের দলে নেতাকর্মী অনেক কম। তারা মিছিল মিটিং করতে পারেনা কর্মীর অভাবে। কিছু দল আছে নিবন্ধন নাই। আবার অনেক দল এতোই ছোট যে দলের চেয়ারম্যান ছাড়া কেউ কোনদিন তাদের নেতা কর্মী হয়নি। তাই আপনি জানেন দেশে জনসংখ্যা ১৬ কোটি। বেকারের অভাব নাই। তাই আপনি ব্যবসা শুরু করুন। মিছিলে জনবল সাপ্লাই দেয়ার ব্যবসা।।

৮) কাগজ বিক্রি করে টাকা আয় আপনার এলাকায় সব নেতা নিজের নামে ব্যানার, পোস্টার লাগাবে। তা আবার নির্বাচনের আগে থাকার নিয়ম নাই। আপনি এই সব সংগ্রহ করার ব্যবস্থা করতে পারেন।
এগুলো বিক্রি করেও দিতে পারেন অথবা ঠোংগা বানাতেও পারেন। ঝালমুড়ির ঠোংগা, । বানাতে পারেন কাগজের মন্ড দিয়ে নানান আসবাবপত্র।

৯)আপনি ভবিষৎবাণী বলে হয়ে যেতে পারেন সাধু বাবা, গণক, বা জ্যোতিষ মহারাজ। কিভাবে হবেন সাধু বাবা,
? চিন্তা নাই ফেসবুকে ২,৩টা আইডি খুলুন।।। বিভিন্ন ব্লগে বিভিন্ন নামে নিক নাম খুলুন। এখন উদাহরণ ১) যদু, ২)মধু, ৩)কদু। এখন কাজ শুরু করে দিন ৩ নাম থেকে ব্লগ স্টেটাস মারতে থাকুন। তিন নাম তিন দলের পক্ষে বা তিন জোটের পক্ষে। কেউ তো জয়ী হবেই।
ধরুন যদু নামের নিক দিয়ে যে দলের ভবিষৎবাণী করেছেন তারা জয়ী হল। এখন আপনি এই নিকের মালিক। এটা প্রমান দিন।। আর বলুন সবাইকে আমি বলেছিলাম। এই দলের জোট জয়ী হবে। হলতো? তার মানে কি হল? কি বুঝলেন? আমি বলেছি তাই তারা জয়ী হইছে। না হইলে আমার কথা ঠিক হল কেমনে? দেখুন আপনার ব্যবসা কেমনে বড় হয়। আপনি সাধু হয়ে যাবেন

তাই নিজে নিজে যত পারেন ট্রিকস বের করেন আর কাজে লাগান

মন্তব্য ২৪ টি রেটিং +০/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১৮

পবিত্র হোসাইন বলেছেন: আপনি কোনটার প্রয়োগ করেছেন ?

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২৩

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আমিও জনতা। আমারো ইচ্ছা আছে। প্রয়োগ করার

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৩৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনিও কিছু করুন।
....................................... আমি শুধু আমার ভোটা ঠিকমত দিতে চাই
এবং আপনার ভোট আপনি দিবেন সে আশা করি ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৪৪

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ভোট??? হুম সেটা সকলের অধিকার

৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৪৯

পথচারী শিশুদের বন্ধুূ বলেছেন: সুন্দর চিন্তা ধারা!

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০০

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০১

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: কোনটা বেশি মজার?

৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১৭

সাত সাগরের মাঝি ২ বলেছেন: ৭ নম্বরটা বেশ লাভজনক ব্যবসা হবে বলে আমার বিশ্বাস............

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৩৩

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: এই ব্যাবসা করে একই সাথে আপনি ব্যবসায়ী ও নেতাও হয়ে যেতে পারেন

৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১৯

সনজিত বলেছেন: ৯ নাম্বার টা খুব ভাল লাগছে।
+++

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৩৫

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: জি। এই ব্যবসা ই আজকের জামানার অন্যতম ব্যবসা। দেখেন। পত্রিকাতে, ব্লগে জ্ঞানী ভাইরা ভবিষ্যৎবাণী লিখে হিট হয়ে যাচ্ছে

৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১৩

হাবিব বলেছেন: আমার জন্য কোনটা উপযোগী হবে? ৮ নাকি ৯?

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫১

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: তাই নাকি ভাই?/ ট্রাই করলে খারাপ না

৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪২

নজসু বলেছেন:



আমি চা আর এর সাথে টা থেকে চাই। :D
নিদেন পক্ষে ঠোঙ্গার ব্যবস্যা করে বেকারত্ব কিছুটা দূর হবে। :D

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫১

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: চায়ের সাথে টা।।।

৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৮

আরোগ্য বলেছেন: নজসু ভাই্য়ের সাথে একমত।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৬

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আমিও।।। খেতে চাই

৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: তাদের কিছু খয়রাত দেয়া যেতে পারে.......

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৫

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: জি। জাকাত দেয়া যায়।।।

১০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৭

সমালোচক মন্তব্যকারী বলেছেন: মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তান বাহিনীর সহযোগী হিসেবে কাজ করেছে, এমন অভিযোগে বিরোধীজোট বিএনপি ও জামায়াতরে এক ডজন নেতার বিচার করছে। আওয়ামী লীগ সরকার। তারা নিজেদের মুক্তিযুদ্ধের কথিত স্বপক্ষ শক্তি দাবি করে এ বিচার করলেও তাদের দলে থাকা রাজাকারদের ব্যাপারে একেবারে নিরব। এদলটিতেও রয়েছে, কুখ্যাত রাজাকার, আল বদর, আল শামস, গণহত্যকারী, গণধর্ষণকারী, অগ্নিসংযোগাকরীসহ অসংখ্য স্বাধীনতাবিরোধী। কিন্তু তারা রয়েছেন ধরা ছোয়ার বাইরে।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৯

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: বিচার বিভাগ থাকা চাই নীরপেক্ষ।।।

১১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২২

রাজীব নুর বলেছেন: Gossip can destroy someone's life. Stop gossiping. It's a crime.

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫০

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: Gossip এর অনেক গুলো অর্থ আসে। আপনি কোনটা বুঝাচ্ছেন প্রিয়

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫২

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.