|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 ছবিটা গুগল ছবি কালেকশন  থেকে নেয়া, যার কর্মের ফল তার নামও হয়তো আল মামুন
   ছবিটা গুগল ছবি কালেকশন  থেকে নেয়া, যার কর্মের ফল তার নামও হয়তো আল মামুন  
প্রশ্ন
**********
তুমি নিজের গান বাজাতেই মোবাইল কিনেছ।
তবে হেডফোনটা আমার কানে কেন??
তুমি তোমার কথা প্রচার করতেই "
দাড়ালে নির্বাচনে "
তবে আমাকে কেন বানালে সভাপতি??
তুমি নিজের মুখখানা টিভিতে দেখাবে '
তাই টিভি চ্যানেল খুলেছ।
আমাকে তবে কেন রাখলে?
তুমি ফেসবুকের গ্রুপ খোলেছ।
নিজের মন্তব্য প্রচার করবে "
নিজের মতবাদ প্রচার করবে।
তবে আমাকে সংযুক্ত করলে কোন কাজে? 
তুমি সংবাদ পত্র খুলেছ
অনামে "বেনামে তোমার লেখাই প্রকাশ কর।
আমি তবে কেন???
তোমার যা কিছু আছে '
সেটা তুমিই ভোগ কর।
তবে আমাকে কেন দেখাও??
আমি কি তোমার মত লোভী??
সত্যকে তুমি স্বীকার করোনি '
তোষামোদ করা তোমার রক্তে আছে।
তুমি ছলনাময়ী হতে পারো "
তবে আমি কেন পারি না বলতে? 
সব কিছু তুমিই ভোগ কর।
তাতে কিছু আসে না '
তবে আমার স্বাধীনতায় হাত '!!
মুখে কেন দিলে তালা '?
কলমের কালি বন্ধ কেন কর??
বার বার কেন পথরোধ কর??
বার বার কেন ছলনার মায়া দেখাও??
তোমারি তো সব "
আমার আছে কি??
আমি তবে কেন?
আজকাল মিডিয়া,  পত্রিকা সব ব্যক্তিগত, ব্যক্তি ক্ষমতার তাবেদার। জনগন কোথায়? এইখানে আমি আসলে আমি না। দেশের প্রতিটা আমি, মানে জনগন। গণমাধ্যম কতটুকু গণমাধ্যম??  সবার কথা কতটা হয়? নেতাদের পস্টারের নিচে লেখা প্রচারে এলাকাবাসী, আসলে কি তাই?  হা হা।।  হাসির বিষয়।  দুনিয়ার কোন যুগ ই জনগনের হাতের নাগালে ছিলনা।। মানুষ গুলো শুধুই মরে আর বাচে।  ইতিহাস রচনাতেও রাজনৈতিক ইতিহাস। জনগন কোথায়?
 ১৪ টি
    	১৪ টি    	 +১/-০
    	+১/-০  ০৯ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১১:২৩
০৯ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১১:২৩
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আজকের দুনিয়া অনেক পাল্টেছে। মানুষ জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যাচ্ছে। মানুষ ভাবলেই এই লোকেরা আর ধোঁকা দিতে পারবেনা
২|  ০৯ ই ডিসেম্বর, ২০১৮  দুপুর ১২:২৯
০৯ ই ডিসেম্বর, ২০১৮  দুপুর ১২:২৯
চিত্রাভ বলেছেন: ভালো লাগছে, আরও লিখুন ।
  ০৯ ই ডিসেম্বর, ২০১৮  দুপুর ২:০৫
০৯ ই ডিসেম্বর, ২০১৮  দুপুর ২:০৫
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আমি সবসময় মানুষ আর জনতার পক্ষে
।এভাবেই থাকতে চাই
ধন্যবাদ
৩|  ০৯ ই ডিসেম্বর, ২০১৮  দুপুর ২:২১
০৯ ই ডিসেম্বর, ২০১৮  দুপুর ২:২১
হাবিব বলেছেন: অতীব সুন্দর কবিতা...........
  ০৯ ই ডিসেম্বর, ২০১৮  দুপুর ২:৩৯
০৯ ই ডিসেম্বর, ২০১৮  দুপুর ২:৩৯
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ ভাই
৪|  ০৯ ই ডিসেম্বর, ২০১৮  দুপুর ২:২১
০৯ ই ডিসেম্বর, ২০১৮  দুপুর ২:২১
রাজীব নুর বলেছেন: মিডিয়া গুলো কাদের? সব ওদের নিজেরদের?
  ০৯ ই ডিসেম্বর, ২০১৮  দুপুর ২:৩৮
০৯ ই ডিসেম্বর, ২০১৮  দুপুর ২:৩৮
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: মিডিয়া, লেখক সবাই দলের। আমরা আমের, আম খাইয়া আমজনতা
৫|  ০৯ ই ডিসেম্বর, ২০১৮  দুপুর ২:৪৫
০৯ ই ডিসেম্বর, ২০১৮  দুপুর ২:৪৫
নজসু বলেছেন: 
আস সালামু আলাইকুম।
কেমন আছেন প্রিয় মামুন ভাই?
যখন ক্ষমতা যার, মিডিয়া তখন তার।
  ০৯ ই ডিসেম্বর, ২০১৮  দুপুর ২:৪৭
০৯ ই ডিসেম্বর, ২০১৮  দুপুর ২:৪৭
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: মিডিয়া তাহাদের সম্পদ, সাংবাদিক তাহাদের নিজের বাবার সম্পত্তি
।।আমরা আমজনতা, আম খাই আর কম্বল  পেচিয়ে ঘুমাই
৬|  ০৯ ই ডিসেম্বর, ২০১৮  বিকাল ৩:০৭
০৯ ই ডিসেম্বর, ২০১৮  বিকাল ৩:০৭
সাইন বোর্ড বলেছেন: সমসাময়িক ভাবনা, প্রকাশও সুন্দর !
  ০৯ ই ডিসেম্বর, ২০১৮  বিকাল ৪:৩৬
০৯ ই ডিসেম্বর, ২০১৮  বিকাল ৪:৩৬
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ
৭|  ০৯ ই ডিসেম্বর, ২০১৮  বিকাল ৩:০৮
০৯ ই ডিসেম্বর, ২০১৮  বিকাল ৩:০৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: অনেক প্রশ্ন এবং উত্তরও অনেক।
ছবিটাও বেশ সুন্দর।
  ০৯ ই ডিসেম্বর, ২০১৮  বিকাল ৪:৩৬
০৯ ই ডিসেম্বর, ২০১৮  বিকাল ৪:৩৬
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ ।। ছবিটা যে তুলেছে তার নামও মামুন। আল মামুন।।। আমি তার ছবিটা গুগল হতে পেয়েছি। পিন্টার্স এ ছিল।।।
©somewhere in net ltd.
১| ০৯ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১১:২০
০৯ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১১:২০
বিজন রয় বলেছেন: এ তো অনেক প্রশ্ন।
আসলে কিছু প্রশ্ন আছে যার কোন উত্তর সারা জীবন ধরে খুঁজে পাওয়া যায় না।
সমসাময়িক কবিতা।
++++