![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতা আর লেখা হয়না।,
সময়টা খুব খারাপ যাচ্ছে,
ভালো সময় আসবে বলে,
আমাদের নয়, নেতাদের ভালো সময়,
কবিতার খাতা বন্ধ কর বেয়াদব।
এই দেশে আর কবিতা হবেনা লেখা।
এখন খেলা হবে।
খেলা হবে ভোটের মাঠে।
খেলা হবে, রাজপথে।
খেলা হবে মাঠে ময়দানে।
খেলা হবে, রাজার খেলা।
আসো ভাই, খেলা হবে,।
ভোটের লড়ায় হবে।
আমার ভোট আমি দিবো।
যাকে খুশি তাকে দিতে পারি, আর না পারি।
ভোট দিতে পারি, আর না পারি।
খেলা হবে,।
খেলা চলছে,
এখনো চূড়ান্ত খেলা রয়েছে বাকি।
এই খেলা হবে আসল খেলা।
আসো খেলা হবে।
বিনা টিকিটে দেখে যাও।
খেলা চলছে,
চূড়ান্ত পর্ব আজো বাকি।
আসো ভাই, খেলা দেখবে নাকি?
আজব খেলা চলছে, আজব দেশে।
দেখে যাও এসে,
ক্ষমতা দখলের খেলা।
আজব আর আদর্শহীন খেলা।
আসো ভাই, বিনাটিকেটে খেলা দেখি।
আমাদের আর কি আছে বাকি?
আমাদের আর করার আছে কি?
তাই আসো ভাই খেলা দেখি।
১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৩৯
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: স্লোগান
২| ১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৪৩
হাবিব বলেছেন: ফেলবো না.....................
১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:০৪
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: যাই করেন। খেলা দেখেন।।। খেলা চলছে
৩| ১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৫৩
রাজীব নুর বলেছেন: ভালো চেস্টা।
তবে এই সমাজে দুষ্টলোকেরাই ভালো থাকে।
১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:০৪
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: খেলা হচ্ছে। দেখুন ভাই। এই খেলা দেখতে টিকেট লাগে না।
৪| ১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৫৫
সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।
১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:০৫
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ কবি।।
খেলা দেখতে ভুলবেন না
৫| ১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১৫
ল বলেছেন: এত ভোট, এত জোট
চারিদিকে লাগছে চোট
ভোট যেন বিদ্রোহের হুট
এবার সবার হোক হুঁশ ।
১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১৮
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: না। থাক। খেলা চলুক।। শেষ দেখতে চাই। তারা কোন পর্যন্ত যেতে পারে দেখি
৬| ১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:২৪
মাহবুবুর রহমান টুনু বলেছেন: খেলা দেখবার প্রতিক্ষায় আছি। লেখাও চলুক!
১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১৮
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ফাইনাল খেলায় কে হবে জয়ী?? দেখতে চাই। ফাইনাল ম্যাচ
৭| ১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৩৪
নূর আলম হিরণ বলেছেন: সাধারণ মানুষ এই খেলার অংশ নয়।
১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১৯
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আমরা দর্শক।।।।
৮| ১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৩৫
পদ্মপুকুর বলেছেন: দেশ মোটামুটি সাফল্যের সাথে দুইভাগে বিভক্ত হতে পেরেছে।
১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১৯
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: সেই রকম সাফল্য
৯| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৫১
মাহের ইসলাম বলেছেন: ছবির কাবাডি খেলায় কি জিতেছিল ?
১০| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: বেশতো।
©somewhere in net ltd.
১|
১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৩৬
চাঁদগাজী বলেছেন:
এটাও কি কবিতা?