|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
  
আঠারো বছর গ্রহণ করে শিক্ষা,  
পেলাম তিনটি ভিক্ষা,  
তিনটি কাগজে বন্দি জীবন।
তিন কাগজেই পরিচয় আমাদের।  
এই আমাদের নামের পাশে লিখে সম্মান।
অকারনে বেকার হয়ে,  পায় যুবক অপমান।
সার্টিফিকেট পেয়েছে সবাই।
চাকরিটা সেভাবে মিলেনা,  
অভাবে কিছু করতে গেলে সম্মান থাকেনা।
বাঙ্গালি জাতি  সম্মান রাখেনা।
বলে কেনে হয়েছো শিক্ষিত।
সেই ব্যবসা করেই খাবে?
ওহে তবে সার্টিফিকেট কেন?
ওসবে কি আসে যায়?
সরকারি চাকরি,  যেন সোনার হরিণ পাওয়া।
পেয়েছে গোপাল মন্ডা, আর মেওয়া।
 
চারদিকে সুনামের সাথে পিটিয়ে ঢোল।
মিষ্টি খাওয়ায় বাঙ্গালি হেসে।
কি আর হবে এই দেশে।
সার্টিফিকেট দামি  হয়,সরকারি চাকরির আবেশে। 
আমিও সার্টিফিকেট পেয়েছি মা।
আমাকেও যুদ্ধে যেতে হবে।
সরকারের চাকর হয়ে দেশ ভেজে খেতে হবে।
আমিও চাকরি চাই!
আমি বললে ভুল হয়ে যাবে।
বাবা আমার  বলেছে,  না খুঁজিলে চাকরি,  
জীবনে মরিতে হবে অভাবে।
আমিতো স্বাধীনতা চাই।
ঐ সার্টিফিকেট এর প্রতিযোগিতা থেকে।
আমি শিক্ষিত হতে চেয়েছি।
শিক্ষিত দুর্নীতিবাজ নয়,
আমার অফিসার হওয়ায় ইচ্ছা কোনকালেই ছিলোনা।
দেশে অনেক বেকার।
আমি চাকরি খুঁজতে চাইনা।
আমি চাকরি দিতে চাই।
সার্টিফিকেট এখন গেরাকল।
ফেসেছে এ প্লাস ওয়ালা নাগরিক।
আমিও তোমাদের সমাজের কুসংস্কার দিয়ে আটকে আছি। 
আমিও বন্দি তোমাদের জেলখানায়।
তোমাদের পুরাতন সব নিয়ম।
মানুষের মাঝে শুধু বিভেদের দেয়াল গড়েছে।
আর কিছু দেখিনি আমি সেখানে।
এসেছে নতুন দিন।
মানুষ আর বোকা নয়।
তোমরা যতোই কর অভিনয়।
এসব আর কাজে দিবেনা।
 ৩১ টি
    	৩১ টি    	 +২/-০
    	+২/-০  ১০ ই ডিসেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:৩৯
১০ ই ডিসেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:৩৯
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ
২|  ১০ ই ডিসেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:৩৬
১০ ই ডিসেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:৩৬
অপু দ্যা গ্রেট বলেছেন: 
দারুন লিখেছেন । 
কিন্তু আমাদের দেশে ছেলে মেয়েরা এক্সট্রা কিছু করতে চায় না । শুধু সিজিপি এর দিকে ছুটে চলে । 
  ১০ ই ডিসেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:৩৯
১০ ই ডিসেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:৩৯
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আমি চাইই। আমার সব বন্ধুদের চাওয়া আছে। কে বলেছে চায়না। চায়। তবে সে চাওয়াটা জন্ম নেয়ার আগেই মরে যায়। সমাজের আর পিতা মাতার ভয়ে।
৩|  ১০ ই ডিসেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:৪৪
১০ ই ডিসেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:৪৪
অপু দ্যা গ্রেট বলেছেন: 
দেখুন আমি বিবিএ চলাকালিন সময় কয়েকটা ছোট কোর্স করেছি । এমবিএ তে থাকার সময় ছোট একটা জব করেছি । তখন আবার অন্য একটা জব পেয়েছি যেটা আমার জন্য একটু ফ্ল্যাক্সিবল । পেয়ে গেছি । এখন সেখানে আছি ।
আবার জাহাঙ্গীনগর এ মাস্টার্স করছি । জাপানিজ ভাষা শিখছি । 
কম্পিউটার এর উপর একটা সার্টিফিকেট আছে । এ সব কিছুই আমি নিজের ডেভলমেন্ট এর জন্য করেছি ।
  ১০ ই ডিসেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:৫২
১০ ই ডিসেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:৫২
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আপনি ত অনেক কিছু করেছেন।। এগিয়ে যান।।।
৪|  ১০ ই ডিসেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:৩০
১০ ই ডিসেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:৩০
রাজীব নুর বলেছেন: ভালো হয়েছে।
লিখতে থাকুন।
  ১০ ই ডিসেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:৫৩
১০ ই ডিসেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:৫৩
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ ভাই
৫|  ১০ ই ডিসেম্বর, ২০১৮  রাত ৯:০৮
১০ ই ডিসেম্বর, ২০১৮  রাত ৯:০৮
নজসু বলেছেন: 
আস সালামু আলাইকুম।
কেমন আছেন প্রিয় ভাই?
বড়ই আক্ষেপের কবিতা। 
  ১১ ই ডিসেম্বর, ২০১৮  রাত ১২:০৬
১১ ই ডিসেম্বর, ২০১৮  রাত ১২:০৬
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: দিন বদলাবো আমরাই।ইনশাআল্লাহ
৬|  ১০ ই ডিসেম্বর, ২০১৮  রাত ১১:৩৩
১০ ই ডিসেম্বর, ২০১৮  রাত ১১:৩৩
মাহমুদুর রহমান বলেছেন: অসম্ভব সুন্দর কবিতা।
  ১১ ই ডিসেম্বর, ২০১৮  রাত ১২:০৭
১১ ই ডিসেম্বর, ২০১৮  রাত ১২:০৭
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ
৭|  ১১ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ৮:৪৮
১১ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ৮:৪৮
আর্কিওপটেরিক্স বলেছেন: ভালো হয়েছে... 
চালিয়ে যান 
  ১১ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১০:৪৮
১১ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১০:৪৮
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ
৮|  ১২ ই ডিসেম্বর, ২০১৮  রাত ৯:১৬
১২ ই ডিসেম্বর, ২০১৮  রাত ৯:১৬
নজসু বলেছেন: 
  ১২ ই ডিসেম্বর, ২০১৮  রাত ৯:৪৮
১২ ই ডিসেম্বর, ২০১৮  রাত ৯:৪৮
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ
৯|  ১৪ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ৮:৩২
১৪ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ৮:৩২
নজসু বলেছেন: 
দেশের তরে যুদ্ধ করে দিল যারা প্রাণ 
শ্রদ্ধাভরে স্মরণ করে গাই তাদেরই গান।
১০|  ১৮ ই ডিসেম্বর, ২০১৮  দুপুর ১:৫৩
১৮ ই ডিসেম্বর, ২০১৮  দুপুর ১:৫৩
নজসু বলেছেন: 
ভাই আপনাকে বেশ কয়দিন হলো দেখছিনা কেন?
ভালো আছেন?
 
  ২১ শে ডিসেম্বর, ২০১৮  বিকাল ৩:২৯
২১ শে ডিসেম্বর, ২০১৮  বিকাল ৩:২৯
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: জি। আপনি ভালো আছেন?
১১|  ১৮ ই ডিসেম্বর, ২০১৮  রাত ৮:৪৪
১৮ ই ডিসেম্বর, ২০১৮  রাত ৮:৪৪
আরোগ্য বলেছেন: কি মামুন ভাই, গায়েব হইলেন কেন? ভুতে ধরেছে নাকি?
  ২১ শে ডিসেম্বর, ২০১৮  বিকাল ৩:২৯
২১ শে ডিসেম্বর, ২০১৮  বিকাল ৩:২৯
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: জি ভাই।।। ভালো আছি। তবে ব্লগে আসার সময় পাইনা।।। আপনি ভালো আছেন?
১২|  ২২ শে ডিসেম্বর, ২০১৮  রাত ৯:৪৩
২২ শে ডিসেম্বর, ২০১৮  রাত ৯:৪৩
হাবিব বলেছেন: মামুন ভাই ব্যস্ততা কি সারেনি নাকি?
১৩|  ৩১ শে ডিসেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:৩৬
৩১ শে ডিসেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:৩৬
খায়রুল আহসান বলেছেন: সনদপত্র সর্বস্ব শিক্ষা ব্যবস্থা আমাদের চিন্তাশক্তিকে, উদ্যমকে, আউট অভ বক্স চিন্তা করার প্রবণতাকে সীমিত করে দিচ্ছে। 
দীর্ঘ কবিতা, কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়কে তুলে ধরেছেন। 
@অপু দ্যা গ্রেট, আপনার ৩ নম্বর মন্তব্যটা পড়ে আপনাকে খুবই পজিটিভলী মটিভেটেড বলে মনে হলো। মুগ্ধ হ'লাম, আপনার এ উদ্যমী মনোভাবের কথা জেনে। 
১৪|  ৩১ শে ডিসেম্বর, ২০১৮  রাত ১১:০৭
৩১ শে ডিসেম্বর, ২০১৮  রাত ১১:০৭
কালীদাস বলেছেন: ১৮বছরে চারটা সার্টিফিকেট হওয়ার কথা না? সেশনজট তো অনেকটাই কন্ট্রোলে এখন যতদূর দেখি ...
এরকম প্রায় শতভাগ পোস্ট গ্রাজুয়েট জেনারেট করার যে অদ্ভুত সোশ্যাল কালচার হয়ে দাঁড়িয়েছে এর পরিবর্তন না হলে এই বেকারত্ব চলতেই থাকবে। এত ছোট, গরীব একটা দেশে এত গ্রাজুয়েট চাকরি করবে কোথাকে সেটা না ভেবে রাষ্ট্রও মজা নিচ্ছে ইউনি বাড়ানোর নতুন স্কিম নিয়ে। এপ্লাসের সুনামী এক্ষেত্রে উপরি পাওনা হিসাবে তো থাকছেই  
 
বাইদ্যাওয়ে, কবিতা ভাল হয়েছে; চালিয়ে যান 
১৫|  ০১ লা জানুয়ারি, ২০১৯  সকাল ৭:৪৪
০১ লা জানুয়ারি, ২০১৯  সকাল ৭:৪৪
নজসু বলেছেন: 
আপনি কি হারিয়েই গেলেন? 
 
১৬|  ০৭ ই জানুয়ারি, ২০১৯  সকাল ১১:৪৯
০৭ ই জানুয়ারি, ২০১৯  সকাল ১১:৪৯
মিজানুর-রহমান বলেছেন: ভাল লাগলো প্রিয়।
  ১০ ই জানুয়ারি, ২০১৯  রাত ৮:১১
১০ ই জানুয়ারি, ২০১৯  রাত ৮:১১
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ
১৭|  ১৭ ই জানুয়ারি, ২০১৯  সকাল ১১:৫৬
১৭ ই জানুয়ারি, ২০১৯  সকাল ১১:৫৬
নজসু বলেছেন: 
মামুন ভাই নতুন পোষ্ট দিচ্ছেন না কেন?
  ১৮ ই জানুয়ারি, ২০১৯  সকাল ১০:০০
১৮ ই জানুয়ারি, ২০১৯  সকাল ১০:০০
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ভালো আছেন ভাই?
১৮|  ১৮ ই জানুয়ারি, ২০১৯  সকাল ১০:২৭
১৮ ই জানুয়ারি, ২০১৯  সকাল ১০:২৭
নজসু বলেছেন: 
আলহামদুলিল্লাহ। 
ভালো আছি ভাই। 
কয়েকদিন খুব ব্যস্ততা গেলো। 
আপনাকে মিস করছিলাম ভাই।
  ১৯ শে জানুয়ারি, ২০১৯  রাত ৮:২৮
১৯ শে জানুয়ারি, ২০১৯  রাত ৮:২৮
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আলহামদুলিল্লাহ। ভালো।   আপনাদের ভালোবাসায়
।ভালো থাকবেন প্রিয়
©somewhere in net ltd.
১| ১০ ই ডিসেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:৩০
১০ ই ডিসেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:৩০
আরোগ্য বলেছেন: দারুণ লিখেছেন।