|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
  
মহাকালের মায়া
♦♦♦♣♣♣♣
সব কিছুই হারায়, 
আমিও হারিয়ে যাবো।
কালের অন্ধকারে,  
কেউ খুঁজে পাবেনা।
কেউ খুঁজবে না।
আমি কেউ না।
তোমাদের না,  তোমার না। 
মহাকালের অন্তরে কাল।
মহাকালের অন্তরে  মহামানব,
আমি কেউ নই।
আমি আমার নই।
আমি এক অপরিচিত  সময়।
আমি এক অপরিণত  ভবিষ্যৎ।
এই শুণ্য থেকে আমি,
না ছিলাম, না আগামী আমাকে ধরে রাখবে।
না আমার কিছু ছিলো,  না আমার কেউ আছে।
আমি শূণ্য হতে এসে,এই মহাজগতেই  হারিয়ে যাবো।
তারপর কোন পৌষে আবার ফিরে আসবোনা।
কারো ভাবনার মাঝে থাকবোনা।
মহাকালের মায়া,  
আমাকেও  টেনে নিবে সেই মহাজগতে।
ভালোবাসা না হয় পেলাম না।
না হলাম কারো আশার প্রদীপ।
কেউ না জানুক,
আমার আগমনের  সংবাদ।
চলে যাবো মাথায় নিয়ে সকল অপবাদ।
 
 ৯ টি
    	৯ টি    	 +১/-০
    	+১/-০  ১৯ শে জানুয়ারি, ২০১৯  রাত ৯:১৩
১৯ শে জানুয়ারি, ২০১৯  রাত ৯:১৩
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ভালো আছেন রাজীব নূর ভাই??
২|  ১৯ শে জানুয়ারি, ২০১৯  রাত ৯:২৭
১৯ শে জানুয়ারি, ২০১৯  রাত ৯:২৭
আরোগ্য বলেছেন: এতোদিন পরে আসছেন তারপর আবার এতো হতাশাব্যাঞ্জক কবিতা, কেন ভাই। যদিও কবিতা ভালো হয়েছে।
  ১৯ শে জানুয়ারি, ২০১৯  রাত ৯:৪২
১৯ শে জানুয়ারি, ২০১৯  রাত ৯:৪২
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ঠিক তেমন হতাশা এটা নয়। তবে  জীবনে এই মুহুর্ত আমাকে এমন ই ভাবাচ্ছে। কেমন জানি।
অনেক দিন পর আসলাম। কারন জীবনে জীবিকার খুঁজে খুব বেশি উঠে পড়ে লেগেছি।
  ১৯ শে জানুয়ারি, ২০১৯  রাত ৯:৪৪
১৯ শে জানুয়ারি, ২০১৯  রাত ৯:৪৪
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আপনি ভালো আছেন প্রিয়?
৩|  ১৯ শে জানুয়ারি, ২০১৯  রাত ৯:৪৮
১৯ শে জানুয়ারি, ২০১৯  রাত ৯:৪৮
আরোগ্য বলেছেন: আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনার সফলতা কামনা করছি। ভালো থাকুন।
  ১৯ শে জানুয়ারি, ২০১৯  রাত ১০:২১
১৯ শে জানুয়ারি, ২০১৯  রাত ১০:২১
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ
৪|  ১৯ শে জানুয়ারি, ২০১৯  রাত ১১:১৬
১৯ শে জানুয়ারি, ২০১৯  রাত ১১:১৬
জগতারন বলেছেন: 
অনেক দিন পর আসলাম। কারন জীবনে জীবিকার খুঁজে খুব বেশি উঠে পড়ে লেগেছি।
প্রিয় কুবি ভাল থাকুন ও জীবনে জীবিকার খুঁজে পাওয়ার প্রচেষ্ঠা সফল হোক কামনা করি।
  ২০ শে জানুয়ারি, ২০১৯  দুপুর ১২:১৬
২০ শে জানুয়ারি, ২০১৯  দুপুর ১২:১৬
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ প্রিয়।।। ভাল থাকবেন
©somewhere in net ltd.
১| ১৯ শে জানুয়ারি, ২০১৯  রাত ৯:০৮
১৯ শে জানুয়ারি, ২০১৯  রাত ৯:০৮
রাজীব নুর বলেছেন: মহাকালের থাবায় হারিয়ে যাবার আগে ভালো কিছু করে নিন।