![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমায়
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
তোমায় দিলাম ভালবাসা এক রাশি।।।
দিলাম একটা সাইবেরিয়ান ফুল
তেমায় দিলাম মিষ্টি মধুর সুখ
তোমায় দিলাম স্বপ্ন ছোয়া।
ভালবাসার স্পর্শ তুমি।।
তুমি কি স্বপ্ন হবে মোর ?
তোমায় দিব মিষ্টি একটা দুপুর
তোমার চোখে কি মায়া আছে?
মেয়ে তুমি
কি চাইব তোমার কাছে?
তোমার নাম কি মেয়ে?
কি নামে ডাকবো তোমায়?
কিভাবে চিনবো তোমায়?
তুমি যে আকাশকুসুম স্বপ্ন আমার
তুমি যে রঙে আঁকা স্বপ্ন আমার।
তুমি যে কল্পনার পরী ।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:১১
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ ,,,আমার নিক হতে কোন লেখাতে মন্তব্য করতে পারছি না,,,কাল আপনার ও রাজীব ভাইয়ের লেখায় মন্তব্য করতে গেলাম ,,দেখি হয় না
২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৫
রাজীব নুর বলেছেন: কল্পনার পরী বাস্তবে নেমে আসুক।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:০৯
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ ভাই ,,,আমার নিক হতে কোন লেখাতে মন্তব্য করতে পারছি না,,,কাল আপনার লেখায় মন্তব্য করতে গেলাম ,,দেখি সমস্যা হচ্ছে
©somewhere in net ltd.
১|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:০১
মেহেদী হাসান হাসিব বলেছেন: বাহ! খুব সুন্দর হয়েছে মামুন ভাই..