নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার লেখা আপনাদের কথার সাথে মিলবেনা এটাই সত্য। কারন কেউতো একজন থাকা চাই যে আলাদা ভাবে দুনিয়াকে দেখবে। আপনি পজিটিভ ভাবে আমার লেখা পড়লে আপনাকে স্বাগতম। আর নেগেটিভ ভাবনা নিয়ে পড়লে আমার কিছু করার নাই। ভালো চিন্তা করুন। দেশ, জাতি, আর ধর্মকে ভালোবাসুন।

আব্দুল্লাহ্ আল মামুন

মোঃ আব্দুল্লাহ আল মামুন

আব্দুল্লাহ্ আল মামুন › বিস্তারিত পোস্টঃ

মতলবি মতবাদ - মোঃ আব্দুল্লাহ্ আল মামুন -

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৩৯




মতলবি মতবাদ
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন -

এ পৃথিবীতে হাজারো মতবাদ।
আস্তিকতাবাদ " নাস্তিকতাবাদ,
ধর্মবাদি মানুষ, আছে উগ্রবাদ.।
আছে নারীবাদী "আছে পুরুষবাদ।



আছেগনতন্ত্রের মিথ্যা বাাণী,
আছে সমাজতন্ত্রবাদ।
আছে বিপ্লবী "আছে অত্যাচারী।
আছে প্রেমিক কবী সাধুবাদ।


মানবতাবাদী আজও পেলাম না।
সাধারন জনতার কথা কেহ শুনল না।
সবাই সবার আখের গোছাল ,
মিছিলে আন্দোলনরত জনগন মরল
আমজনতা হওয়া কি এমনই অভিশাপ?




এত মতবাদের ভিরে
কেউ দেখেনা আমজনতারে ।
কেউ দেখে না গরীবেরে ,
সবাই সবার মতবাদ বিলি করে।
বই লেখে তা ফেরি করে।


যত খবর প্রচার হয়
মিডিয়া "পত্রিকা "কাগজেতে।
সব কিছুর কলকাঠি তাদের হাতে।
তারা নারে চাবি দিয়ে।
আমাদের ধোঁকা দেয় তারা,
নিজ নিজ মতবাদ শুনিয়ে।


ওরা ভন্ড "
কোন আইন নাই
তাদের দিতে দন্ড ।


আমজনতা হওয়াটাই বুঝি ভুল।
স্বাধীনতা আর সৈরাচারীতা,
গণতন্ত্রের যত স্বপ্নের কথা
প্রজাতন্ত্রের যত আকুলতা
সব কিছুর পিছনে তাদের মাথা।




স্বাধীনতার বড় বড় ভাষন ,
শুনিয়ে ওরা নিতে চায় ,
ক্ষমতার দামী আসন ।
আর পিছনে পড়ে থাকে জনগন।


জনগনকেই করে তারা আঘাত।
ব্যবহার করে মতলবি মতবাদ।
আছে বিভিন্নপ্রকার দালাল,
মদ, জোয়াও এখন হালাল।


আছে মতলবি রাজনীতি
আছে রাগ ,সাথে অনুভূতি।
আছে পশ্চিমা, আছে বান্ধবী,
আছে ঝুই, আছে বিষাক্ত মাধবি।


কেউ ধরে কলম
কেউ ধরে চাপাতি, বন্দুক
কেও ভদ্রবেশে সেজে থাকে নিন্দুক।


সবাই নিজের মতবাদ নিয়ে লেখে বই '
কবিতা, উপন্যাস হাজার।
লেখক দিয়ে ভরে গেল ,বইয়ের বাজার।
তবু কেউ খোঁজনেয় না আমজনতার।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৪৮

রাজীব নুর বলেছেন: মানবতা নিয়ে একটা কবিতা লিখুন।
মানবতার চেয়ে বড় আর কি আছে?

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:০৭

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আমার একটাই চাওয়া ,,আমাদের মিলন মেলা এই ব্লগ যেন নিষিদ্ধ না হয়,,,আমাদের বন্ধন আরো ধীর হোক,,,আর ব্লগের সকল সমস্যা দূর হোক

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৩

রাজীব নুর বলেছেন: আরেকবার এসে কবিতাটা পড়ে গেলাম।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:০৫

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ প্রিয় রাজীব নূর ভাই

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২৩

হাবিব বলেছেন: পড়েছিলাম আগেই, মন্তব্য করতে দেরি হলো।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৫৫

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ হাবিব ভাই ,,,,,,,,,,,,,,,,,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.