![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছাত্র জনতার বিজয় নিশ্চিত
=============
মৃত্যুতে যার ভয় নাই।
মারতে এসেছ তাকে?
তুমি ভিতু কাপুরুষ।
তুমি পুরোনো ইতিহাসের নষ্ট অধ্যায়।
তোমাকে দেখে ভয় পায়না সাহসী প্রাণ।
সে জন্ম থেকেই মহান।
আমাদের পায়ের কাছে মৃতদের হাজার কবর।
কাফনের কাপড় কপালে বাধা আছে,
দেখোনা তোমরা?
কেনো ভয় দেখাতে চাও?
তোমাদের আক্রমনের জবাব দিবে সময়।
আমরা তোমাদের কখনো পাইনি ভয়।
তোমরা ভয় দিয়ে মন জয় করতে চাও?
সামনে আসো দেখি,
বুকের পাটা কার আছে বড়।
আজকের যে তরুন।
তাদের জয় হবেই।
তুমি আক্রমন করলেই কিছুই শেষ ভেবেছো?
এই খেলা শুরু হল কেবল।
জয় নিয়েই ঘরে ফিরবে নুরুদের দল।
ছাত্র জনতার বিজয় মিছিল আসছে ওই।
বিজয়ের পতাকা তাদের হাতেই সুন্দর লাগে।
কোন সন্ত্রাসী আক্রমণ রুখতে পারবে কি?
বিজয় মিছিল আসছে,
সাহস থাকিলে বুকে,
সামনে দাড়াও, ।
ভয় পেয়ে পিছনে যাবে।
তেমন ছেলে তারা নয়।
তোমাদের গুপ্ত আক্রমন আটকাতে পারবেনা জয়।
ক্ষমতা দেখিয়ে আক্রমন করে,
পারবে কি আটকাতে আমাদের বিজয়?
নিশ্চিত হবে একদিন, তোমাদের পরাজয়।
সাহসী সন্তান যে কৃষক পিতার।
মানুষের দুঃখে বুক কেঁপে উঠে যার।
ছাত্র আন্দোলনে ধরেছে মশাল,
মুখের ভাষণ নয়,সেটাই তার হাতিয়ার।
৩১ শে মে, ২০১৯ বিকাল ৩:৩৮
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: মুক্তিকামী ছাত্ররা জেগে আছে। মুক্ত তারা হবেই। সেই দিন অতি নিকটে
৩১ শে মে, ২০১৯ বিকাল ৩:৪৩
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ আপনাকে। ছাত্রদের এই আন্দোলনে আপনাদের মতো জ্ঞানী গুনি ব্লগার লেখকদের ও আমাদের পাশে পেলে ভালো হয়। আশা করি ছাত্রদের হয়ে আপনিও একদিন কলম হাতে নিবেন। আমাদের জয়ের অগ্রযাত্রায় সাথি হবেন। সারাদেশব্যপী কার্যক্রম করতে যাচ্ছে ছাত্র অধিকার আন্দোলন
২| ৩১ শে মে, ২০১৯ বিকাল ৪:০৯
রাজীব নুর বলেছেন: ছাত্রপ মানেই ভয়ঙ্কর। না মানে ইয়ে আমি ছাত্রলীগের কথা বলছি।
৩১ শে মে, ২০১৯ বিকাল ৪:২২
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আমাদের দেশের যে কয়টা পরিচিত ছাত্র সংঘটন আছে। তাদের কাউকে আমার আদর্শগত দিক দিয়ে ভালো মনে হয়না। আসলে এদের আদর্শ যে কি , এটা নিয়ে সন্দেহ আছে। তারা চায় কি? সব বয়স্ক বিবাহিত, আর ১০ বছরে বসে থেকে অনার্স করা আদু ভাই গুলো এসব সংঘটনের নেতা ।। আসল মেধাবী, কম বয়স্ক কোন ছাত্রদের এরা নেতা করেনা। করে চামচা, চেলা।
৩১ শে মে, ২০১৯ বিকাল ৪:২৪
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আর এই ছাত্র সংঘটন গুলো তাদের মূল দলের অন্ধ অনুসরণ করে। আর সেই দলের নেতাদের সন্ত্রাসী গ্রুপ হিসেবে কাজ করে।
৩| ৩১ শে মে, ২০১৯ বিকাল ৪:৩৩
চাঁদগাজী বলেছেন:
যেই ছাত্রের ছবি দিয়েছেন পদ্যে, উহা এই দেশ যারা চাহেনি তাদের নেতা; সে মুক্তিযোদ্ধা কোটার অপ-ব্যাখ্যাকারীদের নেতা, তার পরাজয় হবে; সাথে আপনার পদ্যও কাকের গানের মতো বাতাসে হারিয়ে যাবে।
৪| ৩১ শে মে, ২০১৯ বিকাল ৪:৫১
পদাতিক চৌধুরি বলেছেন: ভালো লিখেছেন। ++
বেশ কিছু টাইপো আছে।
শুভকামনা জানবেন।
০৭ ই জুন, ২০১৯ রাত ৮:১৭
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি
৫| ৩১ শে মে, ২০১৯ বিকাল ৫:৫৪
মেঘ প্রিয় বালক বলেছেন: জয় হবেই ছাত্র আন্দোলনের।
০২ রা জুন, ২০১৯ রাত ৮:২০
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: কিছু লোক এই জয় দেখতে পারেনা। তারা হিংসা করে।
৬| ০২ রা জুন, ২০১৯ রাত ৯:৩৫
চাঁদগাজী বলেছেন:
লেখক বলেছেন, " কিছু লোক এই জয় দেখতে পারেনা। তারা হিংসা করে। "
-মুক্তিযোদ্ধা কোটা নিয়ে আপনার কি মতামত?
০৭ ই জুন, ২০১৯ রাত ৮:১৩
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আমরা মতামত দেয়ার কে? আমরা হুকুম মেনে নিবো। সারাজীবন জনগন সেটাই করেছে।
মুক্তিযোদ্ধারা অবশ্যই সম্মানিত। তাদের সম্মান দেয়া উচিত, সুযোগ সুবিধা পাওয়ার অধিকার তাদের আছে। এখন তার সন্তান চাকরি পেলে তার সংসার চলবে। ভালো।
যারা ভুয়া মুক্তিযোদ্ধা এদের কেন আমরা সুযোগ সুবিধা সন্মান জানাবো?
আর এই বিষয়ে এখনো ভাবার সময় আছে। মিথ্যা জাল সার্টিফিকেটের অধিকারি যারা তারা কেন সেসকল অধিকার ভোগ করবে
তারপর আসে নাতি। নাতি, নাতনী বিষয়টা একটু বেশিই না?
৭| ২৫ শে জুন, ২০১৯ দুপুর ২:১২
খায়রুল আহসান বলেছেন: "দাফনের কাপড় কপালে বাধা আছে" - কথাটা বোধহয় "কাফনের কাপড়" হবে।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:১৭
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ প্রিয়। হুম তাই হবে।
©somewhere in net ltd.
১|
৩১ শে মে, ২০১৯ বিকাল ৩:৩০
রাকু হাসান বলেছেন:
ছাত্রদের উপর অত্যাচার ,নির্যাতন করে যদি কোনো মহামানব জন্ম দিতে পারে । করুক । প্রকৃতি এভাবেই জাতিকে মুক্ত করে ।শুভকামনা ।