|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
১) আমি প্রায় ই বিকালে একটু হাটতে বের হই। আজ সন্ধ্যায় মাগরিবের নামাযের পর হাটছি৷  অনেক কিছুই রাস্তায় দেখি৷ তার মধ্যে  একটা ঘটনা চিরন্তন এটি।  একটি ২, ৩ বছরের শিশু তার মা আরো দুই জন হাটছে রাস্তায়। যা হয় সাধারণত,  শিশুরা বাবা মার হাত ধরে হাটে। এই মেয়েটিও তার মার হাত ধরে হাটছে। অনেক সময় দেখা যায়। বড় রা এতো স্পিডে হাটে।  পিছনে বাচ্চা কেউ হাত ধরলে তাকে রেস করে করে হাটতে হয়। এইখানেও তাই হচ্ছে,  মেয়েটি হাত ধরে আছে মায়ের,  মা হাটছে,  মেয়েটি তার পিছনে হাতে ধরে আছে, আর হাটার সাথে তাল মিলাতে পারছেনা৷  কি করেই বা তাল মিলিয়ে সে হাটে?  তার পা তো এতো বড় নয়।    সে কোন এরকম লাফ দিয়ে দিয়ে হেটে যাচ্ছে। ( আমরা অনেক সময় এই বিষয়টা খেয়াল করিনা। আমার হাত যে ধরে আছে,  তার হাত পা কত বড়)  
   
  
২) বাসায় ফিরে আসছিলাম৷, দেখি এলাকার এক বাড়িতে বিয়ের অনুষ্ঠানে খুব ঢাক, ঢোল,  সানাই বাজাচ্ছে তারা। সানাই বাদক এনেছে বিয়ে বাড়ির লোকেরা।   আর সেই তালে এলাকার সব বাচ্চা কাচ্চা নাচতে আরম্ব করেছে৷  দেখি আমার দেহেও তাল উঠে যাচ্ছে। একে তো এলেকা আমার অপরিচিত তার উপর আমাকে কেউ চিনেনা। নাচলে কে কি বলে৷।
  আর সেই তালে এলাকার সব বাচ্চা কাচ্চা নাচতে আরম্ব করেছে৷  দেখি আমার দেহেও তাল উঠে যাচ্ছে। একে তো এলেকা আমার অপরিচিত তার উপর আমাকে কেউ চিনেনা। নাচলে কে কি বলে৷। 
সানাইয়ে সুর তুলেছে,  নাচ মেরি ময়না,  তুই পয়সা পাবিরে, । একটু পর,  ও বন্ধু লাল গোলাপি,৷ তারা কোন গানের সুর ই এক লাইনের বেশি বাজাচ্ছে না।  তবে সুন্দর বাজাচ্ছে।   
  আজকাল বিয়ের অনুষ্ঠানে ওই বাজনা বাদক, সানাই বাদক, পাওয়ায় যায়না। ধারণা করা হয় মোঘল সাম্রাজ্যের অনেক আগে থেকেই ধনী পরিবারের বিয়েতে সানাইয়ের ব্যবহার করা হতো। ধনীবৃত্তের কিংবা প্রাচুর্যের প্রতিচ্ছায়া ছিলো বিয়েতে সানাইয়ের ব্যবহার। কোনো হিন্দু-মুসলিম নয়। সানাই বাদকের উপস্থিতি ছিলো সব ধর্মাবলম্বীদের বিয়ের অনুষ্ঠানেই। 
      
আমার এক ফুফাত বোনের বিয়েতে ফুফা মশাই এনেছিলো এই গ্রামীণ বাদক দল সাথে এনেছিলেন সানাই। ৩ দিন অনুষ্ঠান হয়েছিল৷ আর  গাজি কালুর গানের জন্য ময়মনসিংহ হতে শিল্পী এসেছিল। এখন সেই দিন নাই  ,  আর সারাদিন চলেছিল ফকিরি মুর্শিদি গান।      এখন আমাদের বিয়ে হয় কমিউনিটি সেন্টারে।  সবার হাতে থাকে বিয়ের কার্ড। কার্ড যাকে দিবে সেই বিয়ের অনুষ্ঠানে যাবে৷ 
সানাইয়ের কথা বলতে গিয়ে মনে পড়ে গেল   উস্তাদ  বিসমিল্লাহ খানের নাম।  সানাইকে ভারতের উচ্চাঙ্গসঙ্গীত জগতের যন্ত্র হিসেবে প্রতিষ্ঠিত করার একক কৃতিত্ব ভারতের উচ্চাঙ্গ ওস্তাদ বিসমিল্লাহ খান সাহেবের। 
  (ছবিতে উস্তাদ বিসমিল্লাহ খান সাহেব)  ছবি ইন্টারনেট থেকে।।
  (ছবিতে উস্তাদ বিসমিল্লাহ খান সাহেব)  ছবি ইন্টারনেট থেকে।। 
৩) আমার ছোট কালে মনে পড়ে। আর খালুজানের খুব গাজি গানের প্রতি টান ছিলো৷ সে বাড়িতে এই গাজি কালু গানের আসর বসাতেন। 
গানে 
রাজকন্যা চম্পাবতীর সঙ্গে গাজীর বিবাহ, পরিশেষে সকলকে নিয়ে গাজীর গৃহে প্রত্যাবর্তন ও সুখে জীবন যাপনের ঘটনা বর্ণিত হয়েছে
।গাজী পীরের কাহিনি বর্ণিত আছে এই গান গুলোতে। এতে গাজী-কালুর ফকিরবেশে দেশভ্রমণ,, পীর ফকির গাজি কালুর নানান কাহিনি শুনানো হতো গানে গানে ।  এখন আর সেই গান গুলো দেখি না। কোথাও আসর ও বসে না৷  
মানুষ এখন হিপহপ আর রেপ গানে মাতাল। 
  
৪)গাজীর বাবা ছিলেন বৈরাটনগরের শাসক সেকেন্দার শাহ। এই শাহের প্রথম রানী অজুফা সুন্দরীর গর্ভে গিয়াসউদ্দিন, যিনি জুলহাস নামেও পরিচিত এবং বরখান গাজী জন্মগ্রহণ করে। অজুফা সুন্দরীর পালিত ছেলের নাম ছিল কালু। রাজা ও রানীর বড় ছেলে জুলহাস শিকারে গিয়ে হারিয়ে গেলে এরপর বয়সেযোগ্য গাজীকে রাজকর্মভার গ্রহণ করতে বলা হয়।
গাজীর দ্বিতীয় পর্বটি শুরু হয় ছাপাইনগরের মুকুট রাজার (মতান্তরে শ্রীরাম রাজা) কন্যা চম্পাবতীর প্রেমে পড়া নিয়ে। চম্পাবতী সাত ভাইয়ের এক বোন। গাজী চম্পাবতীর রূপে মুগ্ধ হয়ে ভাই কালুর মাধ্যমে রাজার কাছে বিয়ের প্রস্তাব পাঠান।  এসব ঘটনাই মুলত গানের মাধ্যমে গাওয়া হয়।   
 ১৩ টি
    	১৩ টি    	 +২/-০
    	+২/-০  ০২ রা অক্টোবর, ২০১৯  রাত ৯:০৩
০২ রা অক্টোবর, ২০১৯  রাত ৯:০৩
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: বিয়ের চিন্তা এখনো করিনি৷ বাংলাদেশে কোন কর্ম না করিয়া বিয়ে করাটা অপরাধ৷ আর কর্ম আর টাকা থাকিলেই বিয়ে করা ফরজ সুন্নত সব৷ তাই এখনো বিয়েত চিন্তা আমার মাথায় আসেনি৷
  ০২ রা অক্টোবর, ২০১৯  রাত ৯:০৪
০২ রা অক্টোবর, ২০১৯  রাত ৯:০৪
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: তাই বিয়ের চিন্তা করে সময় নষ্ট করিনা
২|  ০২ রা অক্টোবর, ২০১৯  রাত ৯:৫৪
০২ রা অক্টোবর, ২০১৯  রাত ৯:৫৪
জগতারন বলেছেন: 
আমি মনে করি আপনার এক্ষনই বিবাহ করা উচিত। 
বিবাহ করিয়া দুই জনে সব রকসাথে সামলাবেন, 
তখন সব কিছুই সহজ হইয়া যাবে।
  ০২ রা অক্টোবর, ২০১৯  রাত ১০:০৩
০২ রা অক্টোবর, ২০১৯  রাত ১০:০৩
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: বিয়েটা আমাদের সমাজে একটা পীরন হয়ে গেছে। সত্যি বলতে একে তো বউকে নাকি লালন পালন করতে হয়। সেটার জন্য কোন 
আয় নাই। 
তার উপর এলাকার বিবাহিত দম্পতিদের দেখে আমার বিয়ের ইচ্ছা কমেই যাচ্ছে। আমাদের মতো লোকদের বিয়ে একটু ভেবে চিন্তে করা উচিৎ
  ০২ রা অক্টোবর, ২০১৯  রাত ১০:২০
০২ রা অক্টোবর, ২০১৯  রাত ১০:২০
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: এই দুনিয়াতে সবচাইতে কষ্টদায়ক অত্যাচার হল নারী জাতির অত্যাচার। তারা আপনাকে হাতে মারবেনা৷ ভাতে মারবেনা।। তবে আপনাকে ভিতর থেকে মেরে দিবে৷
আপনি সেই কষ্ট কাউকে বলতে পারবেন না। শুধু কয়লা হয়ে মারা যাবেন।
৩|  ০২ রা অক্টোবর, ২০১৯  রাত ৯:৫৬
০২ রা অক্টোবর, ২০১৯  রাত ৯:৫৬
জগতারন বলেছেন: 
আপনার লিখার সাথে শাহাদাত হোসেন (সত্যের ছায়া)-এর অনেক মিল পাওয়া যায়।
  ০২ রা অক্টোবর, ২০১৯  রাত ১০:০৪
০২ রা অক্টোবর, ২০১৯  রাত ১০:০৪
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আচ্ছা উনি কি সামুতে এখন লিখেন?? নাকি সামু ত্যাগ করেছেন?
  ০২ রা অক্টোবর, ২০১৯  রাত ১০:১২
০২ রা অক্টোবর, ২০১৯  রাত ১০:১২
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আচ্ছা আপনি যে সত্যের ছায়ার কথা বলেছেন তিনি কি ইনি?
৪|  ০২ রা অক্টোবর, ২০১৯  রাত ১০:২২
০২ রা অক্টোবর, ২০১৯  রাত ১০:২২
জগতারন বলেছেন: 
উনি এখনও এখানে মাঝে মাঝে আসেন। 
এ-ই দুই সপ্তাহ আগে এসেছিলেন। 
হাতির ঝিলের কাছে "ভাসমান নিশি কন্যা" নামে একটি সুন্দর ব্লগ লিখিয়াছিলেন।
আমার দৃঢ় বিশ্বাস তিনি বিবাহিত ও চাকুরী বা ব্যাবসা করিয়া সুন্দর জীবন যাপন করিতেছেন।
-আর আপনি উপরে যে 'সত্যের ছায়া'-র কথা ব'লেছেন; 
আমার মনে না ইনি আর 'শাহাদাত হোসেন (সত্যের ছায়া)' একই জন নহে।
দয়াকরিয়া আরেকটু যাছাই করিয়া দেখিবেন।
উপরে যে 'সত্যের ছায়া'-র কথা বলিলেন; 
তাহাকে এই নামে এর আগে আমি চিনি নাই।
  ০২ রা অক্টোবর, ২০১৯  রাত ১০:৪১
০২ রা অক্টোবর, ২০১৯  রাত ১০:৪১
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) ইনি তাহলে।।। তিনি লিখেছেন৷ সকল মানুষের মধ্যে কিছু কিছু ভুলত্রুটি আছে যা মানুষ নিজে বুঝতে পারে না, সেই ভুলগুলো ধরিয়ে দেয়া এই অধমের দায়িত্ব
৫|  ০২ রা অক্টোবর, ২০১৯  রাত ১০:২৭
০২ রা অক্টোবর, ২০১৯  রাত ১০:২৭
জগতারন বলেছেন: 
লেখক বলেছেন: এই দুনিয়াতে সবচাইতে কষ্টদায়ক অত্যাচার হল নারী জাতির অত্যাচার। তারা আপনাকে হাতে মারবেনা৷ ভাতে মারবেনা।। তবে আপনাকে ভিতর থেকে মেরে দিবে৷
আপনি সেই কষ্ট কাউকে বলতে পারবেন না। শুধু কয়লা হয়ে মারা যাবেন।
আপনার এই অভিমতের সাথে আমি সহমত পোষণ করিতেছি।
এই যন্ত্রনায় সবচেয়ে বেশি অত্যাচারিত প্রবাসী ভাইয়েরা।
  ০২ রা অক্টোবর, ২০১৯  রাত ১০:৩৫
০২ রা অক্টোবর, ২০১৯  রাত ১০:৩৫
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: জি। প্রবাসে থাকে, অনেক কষ্ট করে সংসারের জন্য। তারপরও তাদের অনেক সমস্যায় থাকতে হয়। বিশেষ করে বউ পরকিয়া করলে
©somewhere in net ltd.
১| ০২ রা অক্টোবর, ২০১৯  রাত ৯:০০
০২ রা অক্টোবর, ২০১৯  রাত ৯:০০
রাজীব নুর বলেছেন: বেশ।
লিখে যান।
আপনি কবে বিয়ে করবেন??