নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতাঃ তাই
তোমার মনকে আকাশ বানাতে পারনি
তাই, আমি আর পাখি হয়ে উড়তে পারিনি ;
তোমার মনকে নদী বানাতে পারনি
তাই, সেথায় আমি নৌকা বাইতে পারিনি ।
তোমার মনকে জমিন করতে পারনি
তাই, সেথা আমি গোলাপ ফুটাতে পারিনি ;
তোমার মনকে সাদা কাগজ করতে পারনি
তাই, আমি আর কবিতা লিখতে পারিনি ।
তুমি চাওনি
আমি পাইনি ।
যে চেয়েছে
সে পেয়েছে
তোমায়
আমায়
কবিঃ তানজীর আহমেদ সিয়াম
১৭ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৪০
তানজীর আহমেদ সিয়াম বলেছেন: ধন্যবাদ
২| ১৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:১১
সিগনেচার নসিব বলেছেন:
বাহ ! বেশ লাগল
১৭ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৪১
তানজীর আহমেদ সিয়াম বলেছেন: ধন্যবাদ
৩| ১৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৩৪
ইমরান আল হাদী বলেছেন: কিছু সম্পর্ক আলগোছে ভেঙ্গে যায়
চাইলেই আগের মত হওয়া যায় না।
১৭ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৪০
তানজীর আহমেদ সিয়াম বলেছেন: ঠিক বলেছেন ভাইয়া
©somewhere in net ltd.
১| ১৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:২৪
বাকরুদ্ধ বহ্নিশিখা বলেছেন: বাহ্!অসাধারণভাবে মনের কথাগুলো ফুটিয়ে তুলেছেন কবিতা মাঝে।