নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার অবগতির জন্য জানাচ্ছি যে আমি কোন ব্লগার নই মন চায় তাই লিখি তথ্য-উপাত্ত সবার সাথে শেয়ার করি ।\nজব এর পাশাপাশি এয়ার টিকেট ও ট্রাভেল ভিসার ব্যাবসা করি ।\nধন্যবাদ\n

তানজীর আহমেদ সিয়াম

তানজীর আহমেদ সিয়াম

তানজীর আহমেদ সিয়াম › বিস্তারিত পোস্টঃ

কুড়ানো ( পর্ব -১৮) বিডিআর বিদ্রোহ নিয়ে কিছু তথ্য

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২১





১) সর্বমোট ৭৪ জন নিহত হয় যার মধ্যে সেনাবাহিনীর অফিসার[কমিনশণ্ড] ৫৭জন। আমাদের মুক্তিযুদ্ধেও এত অফিসার নিহত হয় নি।

২) অজ্ঞাত কারণে পিলখানার আশেপাশের মসজিদের মাইক দিয়ে লোক-জনকে সরে যেতে বলা হয়।

৩) ঢাকার প্রাণকেন্দ্রে এই গোলযোগ দেখা দিলেও বিদ্রোহীরা পালিয়ে যেতে সক্ষম হয়।

৪) এই ঘটনার পর সারাদেশে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্নভাবে বন্ধ থাকে। ফেসবুক ও ইউটিউব বন্ধ করে রাখা হয়।

৫) তৎকালীন ব্রিগেডিয়ার জেনারেলকে পরবর্তীতে চাকরীচ্যুত করা হয়।

৬) হত্যাকাণ্ড শুরুর আগে ভেতর থেকে আটকে পড়া অফিসাররা বারংবার সাহায্যের আবেদন করলেও তা অগ্রাহ্য করা হয়।

৭) জেলে বন্দী সাসপেক্টেড বিডিআররা অনেকেই আত্মহত্যা করে।

লিঙ্কঃ
[১] http://bit.ly/2mwjcFq
[২] http://bit.ly/2lUTOfT
[৩] http://bit.ly/2lUU1Qd
[৪] http://bit.ly/2lQqoPE
[৫] http://bbc.in/2lQzRX8

বিডিআর বিদ্রোহের একজন সারভাইভর ও তদন্ত কর্মকর্তার ভিডিওটি সম্ভব হলে দেখবেন।

মেজর (অবঃ) আশফাক
http://bit.ly/2moCqh1

NTVতে দেওয়া মেজর জেনারেল শাকিল আহমেদ এর ছেলের ইন্টারভিউটি পসিবল হলে দেখবেন।
http://bit.ly/2lGIpxI
সুত্র - শিহরণ
বিডিআর বিদ্রোহের ব্যাপারে কিছু তথ্য

১) সর্বমোট ৭৪ জন নিহত হয় যার মধ্যে সেনাবাহিনীর অফিসার[কমিনশণ্ড] ৫৭জন। আমাদের মুক্তিযুদ্ধেও এত অফিসার নিহত হয় নি।

২) অজ্ঞাত কারণে পিলখানার আশেপাশের মসজিদের মাইক দিয়ে লোক-জনকে সরে যেতে বলা হয়।

৩) ঢাকার প্রাণকেন্দ্রে এই গোলযোগ দেখা দিলেও বিদ্রোহীরা পালিয়ে যেতে সক্ষম হয়।

৪) এই ঘটনার পর সারাদেশে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্নভাবে বন্ধ থাকে। ফেসবুক ও ইউটিউব বন্ধ করে রাখা হয়।

৫) তৎকালীন ব্রিগেডিয়ার জেনারেলকে পরবর্তীতে চাকরীচ্যুত করা হয়।

৬) হত্যাকাণ্ড শুরুর আগে ভেতর থেকে আটকে পড়া অফিসাররা বারংবার সাহায্যের আবেদন করলেও তা অগ্রাহ্য করা হয়।

৭) জেলে বন্দী সাসপেক্টেড বিডিআররা অনেকেই আত্মহত্যা করে।

লিঙ্কঃ
[১] http://bit.ly/2mwjcFq
[২] http://bit.ly/2lUTOfT
[৩] http://bit.ly/2lUU1Qd
[৪] http://bit.ly/2lQqoPE
[৫] http://bbc.in/2lQzRX8

বিডিআর বিদ্রোহের একজন সারভাইভর ও তদন্ত কর্মকর্তার ভিডিওটি সম্ভব হলে দেখবেন।

মেজর (অবঃ) আশফাক
http://bit.ly/2moCqh1

NTVতে দেওয়া মেজর জেনারেল শাকিল আহমেদ এর ছেলের ইন্টারভিউটি পসিবল হলে দেখবেন।
http://bit.ly/2lGIpxI
সুত্র - শিহরণ

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৫২

চাঁদগাজী বলেছেন:


এসব তথ্য দিয়ে কি হবে, পরীক্ষায় আসবে?

আপনার কোন বক্তব্য আছে?

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৯

তানজীর আহমেদ সিয়াম বলেছেন: আমার কোন বক্তব্য নাই,
ধন্যবাদ আপানার মুল্যবান মন্তব্যের জন্য :)

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:১৬

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: সারাদিন মিনিমাম ৭/৮টা পেজ পড়লাম। এনিয়ে খুব লেখালেখি হচ্ছে। তাও ভালো।
তবে ব্লগারদের আত্মসমালোচনা কম হচ্ছে। তারা লিখছে বেশী, পড়ছে কম, আর ভাবছে আরো কম।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৪

তানজীর আহমেদ সিয়াম বলেছেন: আমাদের আত্ম-সমালোচনা খুবই কম, পর-সমালোচনা বেশী

ধন্যবাদ আপানার মুল্যবান মন্তব্যের জন্য :)

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:৩৬

বনসাই বলেছেন: লেখা পাবলিশ হওয়ার পর অন্তত একবার নিজে পড়বেন তাহলে দুবার আসা বন্ধ হতে পারে।
আর বিডিআর বিদ্রোহের কত বছর হলো? এতোদিন পর এই ফালতু তথ্য বসিয়ে হাবিজাবি লেখার কোনো মানে হয় না। আপনি যে কোনো একটি পয়েন্ট নিয়ে আলোচনা করতে পারতেন। যেমন মুক্তিযুদ্ধে কতজন অফিসার অংশ নিয়েছিলেন আর শহীদ হয়েছেন কতজন? অথবা কী কারণে পিলখানার আশেপাশের মসজিদে এমন ঘোষণা দেয়া হলো? অথবা বন্দীরা কেন আপনার ভাষায় আত্মহত্যা করলো? এমন কিছু হতে পারতো।
মেজর জেনারেল শাকিলের ছেলের ইন্টারভিউ কেন দেখতে হবে? কী আছে সেখানে? বাংলাদেশ সেনাবাহিনীতে আপনার ধারণা কি মাত্র একটিই ব্রিগেডিয়ার জেনারেল পোস্ট আছে?
নিজে কিছু যোগ না করলে তিনি কেমন ব্লগার হন?

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪১

তানজীর আহমেদ সিয়াম বলেছেন: ১। মোবাইল থেকে পোস্ট করেছিলাম, তাই হয়তো সমস্যা হোয়েছিল
০২। আমি কোন ব্লোগার নই, মন চায় লেখতে, মন চায় শেয়ার করতে তাই লিখি এবং শেয়ার করতে।
ধন্যবাদ আপানার মুল্যবান মন্তব্যের জন্য :)

৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৫৯

রাজীব নুর বলেছেন: যদি এত বছর আগের রাজাকারদের বিচার হয়- তাহলে বিডিআরদের বিচার হবে না কেন?

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪২

তানজীর আহমেদ সিয়াম বলেছেন: ইনশা-আল্লাহ হোবে একদিন বিচার :)
ধন্যবাদ আপানার মুল্যবান মন্তব্যের জন্য :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.