নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার অবগতির জন্য জানাচ্ছি যে আমি কোন ব্লগার নই মন চায় তাই লিখি তথ্য-উপাত্ত সবার সাথে শেয়ার করি ।\nজব এর পাশাপাশি এয়ার টিকেট ও ট্রাভেল ভিসার ব্যাবসা করি ।\nধন্যবাদ\n

তানজীর আহমেদ সিয়াম

তানজীর আহমেদ সিয়াম

তানজীর আহমেদ সিয়াম › বিস্তারিত পোস্টঃ

কিছু মানুষের কাজই থাকে....

১৭ ই জুলাই, ২০১৯ সকাল ১১:১২




আমাদের পাশে এমন কিছু মানুষ লুকানো
থাকে...যারা খু
ব যত্নের সাথে ক্ষতি করতে চায়।


কিছু মানুষের কাজই থাকে....
অন্যদের কিভাবে নামাবে, কিভাবে মানুষকে রাগিয়ে তার লেভেল এ নিয়ে আসবে।

আপনি যখনই ভাল কিছু করবেন, তারা কখনো তো এপ্রেসিয়েট করবে তো নাই.....বরং না বোঝার ভান ধরবে। যেন দেখেই নি।মনে মনে খুঁজবে কিভাবে দোষ বের করা যায়।

পর্ব ১......

চুপিচুপি ফলো করবে আবার বদনামও করবে আপনার সামনে এসে এতো ভালমানুষী দেখাবে....যেন সেই আপনার সব। আসলে এই চেহারার পেছনে কতোটা বহুরূপী মুখোশ পরা নোংরা চরিত্র লুকানো তা আমরা জানি না।

পর্ব ২.......

আমরা মনের অজান্তে না চাইতেও তর্ক করতে করতে এক সময় তাদের মত নীচ আচরন করে ফেলি।

তখন আমাদের মনে হয় রেগে যাবো নাতো কি করবো এত উল্টাপাল্টা কথা শুনলে মাথা ঠিক থাকে?

আবার যখন তাদের মতো টক্সিক আচরণ আমাদের দ্বারা হয়ে যায়, আমরাই আফসোস করে বলি, "ধ্যাৎ, কি করে ফেললাম, তার মতোই কথার জবাব দিলাম?! "

এতে আপনার আর তার মাঝে তফাৎ কি রইলো? যতোই আপনি নিরুপায় হয়ে করুন না কেন, নিজের চোখে তো নিজে নেমেই গেলেন ।

পর্ব ৩.....

যে নিজের লেভেল নিজের সীমারেখা জানে ও জ্ঞানী সে কখনোই তর্কে জিততে যায় না।

তার কাছে অবোধ মানুষের সাথে জেতার চাইতেও নিজের সীমার মাঝে সম্মানিত হয়ে থাকা গুরুত্বপূর্ণ ।

*সব টক্সিক মানুষকে পরিহার করুন।নিজের পথ নিজেই চলুন। আপনার জবানকে হেফাজত করে চলবেন এবার বাকিরা বলুক না।
কি আসবে যাবে।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:৩২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২২ শে জুলাই, ২০১৯ সকাল ১০:১২

তানজীর আহমেদ সিয়াম বলেছেন: শুক্রিয়া :)

২| ১৭ ই জুলাই, ২০১৯ দুপুর ২:০৭

অর্থনীতিবিদ বলেছেন: এ ধরনের লুকানো মানুষরা মাঝে মাঝে এমন অদৃশ্য থাকে যে চরম সর্বনাশ করার আগ মুহূর্ত পর্যন্ত কিছুই বোঝা যায় না।

২২ শে জুলাই, ২০১৯ সকাল ১০:১২

তানজীর আহমেদ সিয়াম বলেছেন: সেটাই তো সমস্যা :(

৩| ১৭ ই জুলাই, ২০১৯ বিকাল ৪:০৯

আমিই মুসাফির বলেছেন: জোস

২২ শে জুলাই, ২০১৯ সকাল ১০:১৩

তানজীর আহমেদ সিয়াম বলেছেন: শুক্রিয়া :)

৪| ১৭ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:০৭

রাজীব নুর বলেছেন: সব মানূষের কাজ নিয়ে ভীষন ব্যস্ত থাকা উচিত।

২২ শে জুলাই, ২০১৯ সকাল ১০:১৩

তানজীর আহমেদ সিয়াম বলেছেন: সেটাই :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.