নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার এক ক্লায়েন্ট বছর খানেক আগে ইন্দোনেশিয়া যাবার সমায় বাংলাদেশ এয়ারপোর্টে থেকে যেতে দেয় নাই,
( চুরি করে মালায়শিয়া যাবে) এই সন্দেহে।
তার পাসপোর্ট এ ইন্দিয়ান ভিসা আছে কিন্তু কিছু দিন আগেয় ইন্ডিয়া ঢুকতে গেলে বাংলাদেশ ইমিগ্রেশন থেকে তাকে জানানো হয় তার পাসপোর্ট ব্লক করা।
আনব্লক নাহ করে যেতে পারবে নাহ
#এখন এই ব্লক করা পাসপোর্ট কিভাবে আন-ব্লক করা যাবে?
#পাসপোর্ট এ এখনো ৩ বছর মেয়াদ আছে।
#ভ্যালিড ৮ মাস ইন্ডিয়ান ভিসা আছে।
অভিজ্ঞদের মতামত আশা করছি, আর কেউ কি এমন প্রব্লেম এ পড়েছে? কিভাবে মুক্তি পাওয়া যাবে।
২২ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:৫১
তানজীর আহমেদ সিয়াম বলেছেন: ভাইজান, আমার নিজেরেই আছে,
বত্ব, এ ধরনের ফাইল এই প্রথম পাইছি, তাই সমাধান এর জন্য জিজ্ঞাসা সামু তে সাহাজ্যের হাত বারালাম
©somewhere in net ltd.
১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৯
রাজীব নুর বলেছেন: ঢাকা শহরে ট্রাভেল এজেন্সীর অভাব নেই। তাদের সাথে যোগাযোগ করুন।