![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কতটা হাস্যকর ! ধর্ম নিয়ে কথা বললেই সে জামাত-শিবির ! সে ছাগু ! সে ধর্মান্ধ ! সে স্বাধীনতা বিরোধী । আমার মনে হয় যারা এই ধরনের কথা বলে তারা আসলে একটা বিশেষ শ্রেনীর, যারা ইসলামকে ধ্বংস করার মিশনে নেমেছে । কারন ধর্ম বিরুদ্ধে লিখলে বা বললে খুব সহজে নাম কামানো যায় । তারা সমাজে নিজেকে স্মার্ট হিসেবে প্রকাশ করতে চায় ।
আর বেশির ভাগ ক্ষেত্রে এই আক্রমন গুলো শুরু করে অন্য ধর্মের লোকেরা প্রকাশ্যে বা ছদ্ব্যনামে । তারা ইসলামের বিরোধীতা করে নিজ ধর্মের ফায়দা লুটে । আর আমাদের কিছু মাথামোটা বুদ্ধিজীবিরা (!!!) বুঝে বা না বুঝেই এই ফাঁদে পা ফেলেন । তারা তাদের ভন্ড যুক্তিগুলো না বুঝে ঠিক ঠিক বলে মাথা নাড়তে থাকেন । আর ঐ সব ছদ্ববেশীরা খুব সহজে অন্যদের মগজ ধোলাই করে জামাত শিবির অযুহাতে । তারা একটা এজেন্ডা পেয়েছে জামাত শিবির । কিন্তু তারা জানে না জামাত শিবির মানে ইসলাম না । যুদ্ধাপরাধীদের বিচার আমরা আপামর জনসাধারণ সবাই চাই । কারণ আমরা চাই ইসলাম ও দেশ আগাছা মুক্ত হোক । তারপর তারা কোন ইস্যুতে নাচবে ?
মাইকেল ফ্যারাডে, ম্যাক্স প্ল্যাংক, মেন্ডেল, ম্যাংক্সওয়েল, ফারুক আল বাজ ওনারা যখন বলে পৃথিবী সৃষ্টিতে স্রষ্টার ভূমিকা থাকতেও পারে তখন মিডিয়া চুপ, কিন্তু যখন কেউ বলে পৃথিবী সৃষ্টিতে স্রষ্টার ভূমিকা নেই বা থাকলেও খুবই সামান্য, তখন সব গুলো মিডিয়া উঠে পড়ে লাগে, ফলাও করে সে খবর ছাপে ।এর মানে কি ? মানে একটাই ধর্ম কে নিশ্চিহ্ন করা ।
কিন্তু এর কারণ কি?
কারণ গুলো খুব সহজ । একটু ঠান্ডা মাথায় চিন্তা করলেই বুঝা যায় । তাদের ইসলাম বিদ্বেষের কারণ ইসলাম নেশাকে হারাম করেছে, যেনাকে হারাম করেছে, সুদকে হারাম করেছে, ঘুষকে হারাম করেছে, দৃষ্টিকে সংযত করতে বলেছে, যাকাত দিতে বলেছে ইত্যাদি ইত্যাদি । তাই তাদের ইসলাম বিদ্বেষ তো স্বাভাবিক ।
বেশির ভাগ লোকই যারা ইসলাম বিদ্বেষী, লক্ষ করে দেখুন তারা এই গুলোর জন্যই ইসলামের বিরোধীতা করেছেন এবং এই সকল কুকর্মের সাথে জড়িত । আজ যদি ইসলাম এই সবকে হালাল ঘোষনা করে, দেখবেন কাল থেকে তারা আর কিছু বলবে না ।
তাদের কাছে আমার একটি প্রশ্ন, ইসলাম যা নিষেধ করেছে তা কি মানুষের জন্য উপকারী ? একটিও না । খুজে দেখানতো । নেষা কতটা ক্ষতিকর তা আমরা সবাই জানি । সারা বিশ্ব নেষার বিরুদ্ধে লড়ছে (তাতে কোন দোষ নেই, শুধু ইসলাম বললেই দোষ) । যেনার মাধ্যমে ভয়ংকর সব রোগ ছড়ায়, এইডস সংক্রমনের অন্যতম কারণ যেনা । হাতে গোনা দুই একটা দেশ ছাড়া বেশির ভাগ অমুসলিম দেশেই যেনা নিষিদ্ধ । সুদের পরিনতি কতটা ভয়ংকর তা কি কারো অজানা ? মহাজনের সুদের টাকা পরিশোধ করতে গিয়ে কত লোক সর্বস্বান্ত হয়েছে । বর্তমানে ঘুষের রমরমা অবস্থার কথা সবাই জানি । আপনি যত ভালো ছাত্রই হোন না কেন ঘুষ ছাড়া চাকরী পাওয়া প্রায় অসম্ভব । ছোট থেকে বড় সকল অফিসে চলছে ঘুষ । আর দৃষ্টিকে সংযত রাখতে পারলে আজ সমাজে ধর্ষন, ইভ টিজিংয়ের মত ঘটনা ঘটতো না ।
তাই আসুন আমরা ঐসব ব্যক্তিদের চিহ্নিত করি যারা ধর্মের নামে বদনাম করে নিজেদের ফায়দা লুটে নিচ্ছে ।
০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭
আরকে রিয়াদ বলেছেন: ধন্যবাদ আপনাকে ।
২| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৫
ভিটামিন এ বলেছেন:
০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭
আরকে রিয়াদ বলেছেন: ধন্যবাদ
৩| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩
এমদাদুল কদির বলেছেন: অনেক ধন্যবাদ।
০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮
আরকে রিয়াদ বলেছেন: আপনাকেও ধন্যবাদ
৪| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮
সোনালী প্রান্তর বলেছেন: ++
৫| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩
বুদ্ধু বলেছেন: ইসলাম বিদ্বেষী হয় অহংকারের কারণে।
০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮
আরকে রিয়াদ বলেছেন: একদম সত্যিকথা ।
৬| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪
ওহ বলেছেন:
০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯
আরকে রিয়াদ বলেছেন: ধন্যবাদ ।
৭| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬
শরৎমেঘ বলেছেন: +++++++++++++++++++++
৮| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯
আরকে রিয়াদ বলেছেন: ধন্যবাদ ।
৯| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৩
পরিবেশ বন্ধু বলেছেন: কামারের ঘরে কোরআন পাঠ
উল্টো আসে ফল
মুসলমান মরে এক ইসলাম রেখে
করে বহু দল
সব ছেড়ে কোরআনের পথে চল ভাই
নবীজীর আদর্শ মানি এর বিকল্প নাই
১০| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৩
পরিবেশ বন্ধু বলেছেন: কামারের ঘরে কোরআন পাঠ
উল্টো আসে ফল
মুসলমান মরে এক ইসলাম রেখে
করে বহু দল
সব ছেড়ে কোরআনের পথে চল ভাই
নবীজীর আদর্শ মানি এর বিকল্প নাই
১১| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: ----------ওদের মিশন ধর্ম কে নিশ্চিহ্ন করা ।
কিন্তু এর কারণ কি?
কারণ গুলো খুব সহজ । একটু ঠান্ডা মাথায় চিন্তা করলেই বুঝা যায় । তাদের ইসলাম বিদ্বেষের কারণ ইসলাম নেশাকে হারাম করেছে, যেনাকে হারাম করেছে, সুদকে হারাম করেছে, ঘুষকে হারাম করেছে, দৃষ্টিকে সংযত করতে বলেছে, যাকাত দিতে বলেছে ইত্যাদি ইত্যাদি । তাই তাদের ইসলাম বিদ্বেষ তো স্বাভাবিক ।
পূজিবাদ আর ভোগবাদ তাইতো নগদা দিয়ে যুব তরুন সমাজের মাথা আউলানোর যত আয়োজন সব দিয়ে চেষ্টা করেছে......
ডিজুস প্রজন্মের নামে ধর্মের নৈতিকতার পাঠ বিহীন এক আজিব ভোগি শ্রেণী তৈরী করে ফেলেছে!!!!
সত্যি ভয়ংকর তাদের পরিকল্পনা।!!!
০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৭
আরকে রিয়াদ বলেছেন: একদম সত্যি কথা ।
১২| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৩
এম.ডি জামান বলেছেন: sumdor abong khubi juktisongoto vabe uposthaponer jono dhonnobad.
০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৩
আরকে রিয়াদ বলেছেন: আপনাকেও ধন্যবাদ ।
১৩| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৬
লোপা এসহক বলেছেন:
ধর্ম নিয়ে কথা বললেই সে জামাত-শিবির !
এই ফালতু কথা কোথায় পেয়েছেন?
জামাত-শিবির অবস্যই ঘৃনিত ও বর্জনীয়। ধর্ম বিদ্বেষী কথাবার্তাও বর্জনীয়। তবে ইদানিং ইসলাম ধর্ম বিদ্বেষী পোষ্ট দেখা যায় না বললেও চলে।
বরং ইসলাম নিয়ে ভুঁয়া তথ্য সম্বলিত অহেতুক বাগারম্বর পোষ্ট বেশী দেখা যায়। এইসব উষ্কানিমুলক কান্ড না করে যার যার ধর্ম নর্মালি পালন করে গেলে কোন সমস্যা হওয়ার কথা না।
০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০২
আরকে রিয়াদ বলেছেন: ”যার যার ধর্ম নর্মালি পালন করে গেলে কোন সমস্যা হওয়ার কথা না। “
কথাটা ঠিক । কিন্তু আপনি হয়তো খেয়াল করেননি কয়েকজন বিশিষ্ট লেখক (!!!) উনারা তাদের লেখাতে নানা ভাবে ইসলাম কে আক্রমন করছে । সেখানে যদি লেখা হয় ইসলাম সম্পর্কে এই তথ্যটা ভূল, বলা মাত্রই তাদের আক্রমন শুরূ হয় জামাত-শিবির বলে । তারপর তাদের মুখে শুনতে হয় ছাগু উপাধি । ইসলাম পালন করলেই কি জামাত । এই কথা বলে তো জামাতদের আরো বড় করে দেওয়া হচ্ছে ।
আপনি গুরুত্বপূর্ন একটি কথা উল্লেখ করেছেন যে
“বরং ইসলাম নিয়ে ভুঁয়া তথ্য সম্বলিত অহেতুক বাগারম্বর পোষ্ট বেশী দেখা যায়।”
কথাটা একদম ঠিক ।
ওই সব লেখকরা ইচ্ছেমত তাদেন মনগড়া লেখা ইসলামিক মতাদর্শ বলে চালিয়ে দিচ্ছে । এদের থেকে আমাদের সচেতন থাকা উচিত ।
১৪| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০২
প্রগতিবাদী মাসুম ইফ্তী বলেছেন: ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২১
আমি বাঁধনহারা বলেছেন:
ভালো লাগল++++
ভালো থাকবেন
মনে রাখবেন!!!