![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্ষুব্ধ, হতাশ !!!!!!!!!!
২০১৪ এর T20 বিশ্বকাপে বাংলাদেশ কে বাছাইপর্ব খেলতে হবে । একটা টেষ্ট খেলুড়ে দেশকে বাছাইপর্ব উতরিয়ে আসতে হবে । যা অত্যান্ত লজ্জাজনক । যদি বাছাইপর্ব খেলেই আসতে হয় তবে ফুটবলের মত সব দেশের জন্য একই নিয়ম প্রযোজ্য করা উচিত, সবাইকে বাছাইপর্ব খেলে আসতে হবে । আর তা না হলে শুধু টেষ্ট খেলুড়ে ১০ দেশের মাঝে কেন শুধু ৮ দেশ সরাসরি খেলবে ? আজ যদি ভারত বা নিউজিল্যান্ড কিংবা ওয়েষ্ট ইন্ডিজ ৯ বা দশে থাকতো তবে কি আইসিসি হঠাৎ করে এই সিদ্ধান্ত নিত ? কখনোই না । বাংলাদেশ ও জিম্বাবুয়ে ক্রিকেটের ছোট ভাই তাই ? তবে বড় ভাইরা তো সব সময় ছোট ভাইদের অবহেলিত করে রাখছে । তারা তো এই ছোট ভাইদের খেলারও সুযোগ দেয় না । সুযোগ পেলে কি করতে পারে তা অনেকবারই প্রমান করা হয়েছে । যেমনটা জিম্বাবুয়ের কাছে পাকিস্তান কম নাকানি চুবানি খাচ্ছে না । যদি এরা আরো বেশি বড় দল গুলোর সাথে খেলার সুযোগ পেত তবে আরোও অনেক ভালো করতো । বড় ভাইদেরও ছাড়িয়ে যেত ।
আর আমাদের লোটাস কামাল সাহেব তো প্রথম থেকেই বিসিবি এর জন্য কিছুই আনতে পারেনি । বরং আইসিসি এর সহ-সভাপতির পদ পাওয়ার জন্য অনেক কিছুতেই ছাড় দিসে । কিন্তু এখন উনি কি করছেন ? দেশের জন্য কি করতে পারছেন আইসিসি এর সহ-সভাপতি হয়ে ?
১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১৮
আরকে রিয়াদ বলেছেন: ঠিক বলেছেন
২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৮
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: আই. সি. সি.= ইন্টারন্যশনাল চুদুরবুদুর কাউনসিল
১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৬
আরকে রিয়াদ বলেছেন:
৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০৩
৪০৪ পাওয়া যায়নি বলেছেন: আইসিসি= ইন্টারন্যাশনাল চুট্টা কাউন্সিল
১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১৯
আরকে রিয়াদ বলেছেন: এটাও ঠিক ।
©somewhere in net ltd.
১|
১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫২
আনমনা 007 বলেছেন:
আই. সি. সি.= ইন্টারন্যশনাল চুদুরবুদুর কাউনসিল, ভারত আর অস্টেলিয়ার পাচাটা বিড়াল,