নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ রোকনুজ্জামান খান রোকন।পেশাঃ মেডিকেল টেকনোলজিষ্ট।রোগীদের সেবা দানে দৃঢ় প্রত্যয়।অল্পতেই বিশ্বাসী, প্রতিটি মানুষকেই মন উজাড় করে ভালবাসতে চেষ্টা করি?নতুন লেখক।

রোকনুজ্জামান খান

আমি একজন মেডিক্যাল টেকনোলজিষ্ট। তিতাস শিশু ও জেনারেল হসপিটালে কর্মরত আছি। রোগীদের সেবা করতে ভালবাসি। রোগ নির্ণয়ে এক্স রে,সিটি স্ক্যান,এম আর আই করে থাকি । রেডিয়েশনে মারাত্তক ঝুকি নিয়ে রোগীদের সেবা করছি। সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে সারা জীবন এভাবেই রোগীদের সেবা করতে পারি।

রোকনুজ্জামান খান › বিস্তারিত পোস্টঃ

ট্রিপল ফিল্টার টেস্ট

০৫ ই জুন, ২০১৮ দুপুর ২:৫৩


প্রাচীন গ্রীসের একটি ঘটনা। একদিন একজন লোক বিখ্যাত দার্শনিক সক্রেটিসের কাছে এসে বললো,' সক্রেটিস,তুমি কি জানো এই মাএ আমি তোমার বন্ধুর ব্যাপারে কি শুনে আসলাম? সক্রেটিস বললো,'এক মিনিট দাঁড়াও, তুমি আমার বন্ধুকে নিয়ে ঘটনাটি বলার আগে আমি তোমাকে তিনটি প্রশ্ন করবো। আমি এর নাম দিয়েছি 'ট্রিপল ফিল্টার টেস্ট'। প্রথম প্রশ্নটি সত্য মিথ্যা নিয়ে.. তুমি কি শিওর তুমি আমাকে যা বলতে যাচ্ছ তা নির্ভেজাল সত্য?' লোকটি উত্তর দিল, 'না, আমি জানি না এটা সত্য কিনা,আসলে আমি শুধু শুনেছি এটা।''ঠিক আছে', সক্রেটিস আবার বললো,' তাহলে তুমি শিওর না যে তুমি যা বলবে তা সত্য।

এখন আমার দ্বিতীয় ফিল্টার। তুমি কি আমার বন্ধুকে নিয়ে ভাল কিছু বলবে? উম, নাহ, খারাপ কিছু...'সক্রেটিস বললো ,'তাহলে তুমি আমার বন্ধু সম্পর্কে আমাকে খারাপ কিছু বলতে চাও এবং তুমি শিওর নও যে তা সত্যি কিনা। ঠিক আছে,এখনো তৃতীয় প্রশ্ন বাকি, তুমি তৃতীয় পরীক্ষায় পাশ করলে আমাকে কথাটি বলতে পারো।''তুমি আমাকে যা বলতে যাচ্ছ তা কি আমার জন্য উপকারী?'না,আসলে তোমার জন্য তা উপকারী নয়।'এবার সক্রেটিস শেষ কথাটি বললো,' যদি তুমি আমাকে যা বলতে চাও তা সত্যও নয়,ভাল কিছুও নয় এবং আমার জন্য উপকারীও না হয় তবে তা আমাকে বলে কি লাভ।'

আমরাও আমাদের দৈনন্দিন জীবনে বন্ধুদের নিয়ে এমন অনেক ঘটনাই শুনি যার সত্য-মিথ্যা বিচার না করেই তাদের ব্যাপারে একটা সিদ্ধান্তে চলে আসি। ফলে তাদের সাথে সম্পর্ক খারাপ করে ফেলি,এমনকি সেই বন্ধুটিকে হারিয়ে ফেলি। সব কিছুকেই বিশ্বাস করা উচিত নয় যা আমরা শুনতে পাই। কিছু বিশ্বাস করার আগে তা বিচার করুন, তা যদি সত্য হয়, ভাল কিছু হয় অথবা আপনার জন্য উপকারী হয় তবেই তা বিশ্বাস করুন।
@ধন্যবাদ

মন্তব্য ৩৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুন, ২০১৮ বিকাল ৩:১৭

আবু ছােলহ বলেছেন:

'ট্রিপল ফিল্টার টেস্ট'ভাল লাগলো। সুন্দর লিখেছেন। এভাবেই লিখতে থাকুন। সাফল্য আসবে ইনশা-আল্লাহ।

০৫ ই জুন, ২০১৮ বিকাল ৩:৩০

রোকনুজ্জামান খান বলেছেন: আনন্দে বুকটা ভরে উঠলো।
ধন্যবাদ @ছোলহ ভাইয়া।

আপনাদের অনুপ্রেরনাই আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে ।

২| ০৫ ই জুন, ২০১৮ বিকাল ৩:৫১

তারেক_মাহমুদ বলেছেন: বাহ চমৎকার শিক্ষামুলক গল্প, খুব ভাল লাগলো।

০৫ ই জুন, ২০১৮ বিকাল ৫:০৯

রোকনুজ্জামান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
@তারেক ভাইয়া
দোয়া রাখবেন যেন আরও ভালো লিখা উপহার দিতে পারি।

৩| ০৫ ই জুন, ২০১৮ বিকাল ৪:৪০

লাবণ্য ২ বলেছেন: চমৎকার একটি পোস্ট ভাইয়া।

০৫ ই জুন, ২০১৮ বিকাল ৫:৩২

রোকনুজ্জামান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

৪| ০৫ ই জুন, ২০১৮ বিকাল ৫:৩২

আখেনাটেন বলেছেন: চমৎকার পোস্ট।

গল্পের মাধ্যমে জীবন চালনার একটি নির্দেশনা।

শুভকামনা আপনার জন্য।

০৫ ই জুন, ২০১৮ বিকাল ৫:৩৯

রোকনুজ্জামান খান বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে।

৫| ০৫ ই জুন, ২০১৮ বিকাল ৫:৪১

মায়াবী ঘাতক বলেছেন: দুঃখের বিষয় হল বাংলাদেশে এই ধরনের লোকের সঙ্খ্যা অনেক বেড়ে গেছে।

০৫ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪

রোকনুজ্জামান খান বলেছেন: তাদের থেকে সাবধান থাকার জন্যই আমার লেখা।
ভালো থাকবেন
@ঘাতক

৬| ০৫ ই জুন, ২০১৮ বিকাল ৫:৫৮

সনেট কবি বলেছেন: ভাল পোষ্ট।

০৫ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

রোকনুজ্জামান খান বলেছেন: সবই আপনাদের অনুপ্রেরণা চাচাজ্বী।
ভাল থাকবেন ।

৭| ০৫ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩

নাজিম সৌরভ বলেছেন: ঐতিহাসিক ঘটনার চমৎকার উপস্থাপনা ।

০৬ ই জুন, ২০১৮ রাত ২:৩৬

রোকনুজ্জামান খান বলেছেন: অনেক ধন্যবাদ
@ভাইয়া

৮| ০৫ ই জুন, ২০১৮ রাত ৮:৫০

রাজীব নুর বলেছেন: সারাদিন চাকরি করে সময় কখন পান লেখার?

০৬ ই জুন, ২০১৮ রাত ২:৪৪

রোকনুজ্জামান খান বলেছেন: চাকরী করা আবস্থায় যে টুকু সময় সে সময় টুকুন ব্লগে ব্যায় করি।
এজন্য কলিগ রা মাঝে মাঝে জ্বলে পুরে একাকার হয়ে যায়।
একদিন এম ডি স্যার কাছে নালিশ গেল।
আমাকে ডাকা হলো ?

৯| ০৬ ই জুন, ২০১৮ দুপুর ১২:৫৮

ভুয়া মফিজ বলেছেন: পড়লাম।
আপনি লিখেছেন, আমার নতুন গল্প, """ট্রিপল ফিল্টার টেস্ট""""
কিন্তু এটা তো আপনার মৌলিক লেখা কোন গল্প না। কি বলতে চাচ্ছি বোঝাতে পেরেছি আশা করি। তবে আপনাকে হতাশ করতে চাই না। পোষ্ট ভালো হয়েছে নিঃসন্দেহে। শিক্ষামূলক।
অভিনন্দন আর শুভ কামনা রইলো। আরো লিখুন। লিখতে লিখতেই হবে। সবারই হয়। :)

০৬ ই জুন, ২০১৮ দুপুর ১:০৭

রোকনুজ্জামান খান বলেছেন: আপনার মূল্যবান মন্তবের জন্য অনেক অনেক ধন্যবাদ ।
নতুন লিখছি তো তাই একটু সমস্যা হচ্ছে আশা করি ঠিক হয়ে যাবে।
ভাল থাকবেন ।

১০| ০৬ ই জুন, ২০১৮ দুপুর ১:১৪

ভুয়া মফিজ বলেছেন: অবশ্যই। যতো বেশী লিখবেন, ততোই ভালো হবে।
তবে, কোন একটা লেখা শেষ হলে অন্ততঃ দুই বার লেখক না, পাঠক হিসাবে পড়বেন। অনেক ভূল হয়তো ঠিক করতে পারবেন। আবার অনেক বাক্য আছে যেটার গঠন একটু পরিবর্তন করলে আরো আকর্ষনীয় হয়, সেগুলো ঠিক করতে পারবেন।
অনেক কিছু বললাম, আশাকরি কিছু মনে করেন নাই।

০৬ ই জুন, ২০১৮ দুপুর ১:২২

রোকনুজ্জামান খান বলেছেন: আপনাদের অনুপ্রেরনাই আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে?
ব্লগে যারা আছে তারা সবাই অনেক ভালো।
আবারও ধন্যবাদ ।

১১| ০৬ ই জুন, ২০১৮ দুপুর ১:৪১

ঝড়ের পাখি বলেছেন: সুন্দর ঘটনা!
লেখনীর প্রশংসা করতে পারছি না। গল্পের উপস্থাপন নিয়ে আরো ভাবুন- পড়ুন।
কিন্তু অনুরোধ থাকবে- লেখা থামাবেন না। নিজের আনন্দের জন্য লিখে যান।

০৬ ই জুন, ২০১৮ দুপুর ১:৫৩

রোকনুজ্জামান খান বলেছেন: আপনাদের অনুপ্রেরনায় আমার লেখা চলতেই থাকবে ।
আপনার মূল্যবান কথা গুলোর জন্য অনেক অনেক ধন্যবাদ ।
ভালো থাকবেন ।

১২| ০৬ ই জুন, ২০১৮ দুপুর ২:১৯

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা!! সুন্দর উপস্থাপনা । ট্রিপল ফিল্টার টেস্ট , ভাল লাগা একটি পোষ্ট। আশাকরি খুব শীঘ্রই সেফ হবেন।

শুভ কামনা রইল।

০৬ ই জুন, ২০১৮ রাত ৮:০৮

রোকনুজ্জামান খান বলেছেন: মনটা ভরিয়ে দিলেন আপনি, অনেক ধন্যবাদ ।
ভালো থাকবেন ।

১৩| ০৭ ই জুন, ২০১৮ দুপুর ১:২৮

বিজন রয় বলেছেন: হা হা হা ....
এটা তো জানাই ছিল, আজ আবার মনে করিয়ে দিলেন।

অব্শ্যই কোন কাজ করার আগে আমাদের ভাল করে চিন্তা করা উচিৎ।

ভাল লাগল আপনার উপদেশমূলক পোস্ট।

শুভকামনা রইল।

০৭ ই জুন, ২০১৮ দুপুর ১:৪৯

রোকনুজ্জামান খান বলেছেন: হা হা হা
আমরা প্রতিনিয়তই ভূলে যাই ।
আপনার মূল্যবান অভিমতের জন্য
অনেক অনেক ধন্যবাদ @ভাইয়া

১৪| ০৭ ই জুন, ২০১৮ দুপুর ১:৩৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: মৌলিক গল্প চাই।

০৭ ই জুন, ২০১৮ দুপুর ১:৫৪

রোকনুজ্জামান খান বলেছেন:
অনেক ধন্যবাদ ভাইয়া

১৫| ০৯ ই জুন, ২০১৮ দুপুর ১:৫৪

হাসান জাকির ৭১৭১ বলেছেন: চমৎকার!
আমাদেরও এই "ট্রিপল ফিল্টার" টেস্ট করে নেয়া উচিৎ।

০৯ ই জুন, ২০১৮ বিকাল ৪:১৩

রোকনুজ্জামান খান বলেছেন: এক দম ঠিক বলেছেন।
আন্তরিক ধন্যবাদ ভালো থাকবেন।

১৬| ০১ লা জুলাই, ২০১৮ সকাল ১১:২৯

আছির মাহমুদ বলেছেন: সুন্দর শিক্ষণীয় পোষ্ট। মনে করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ ...

১৭| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ১০:৫৩

রোকনুজ্জামান খান বলেছেন: তাই ,,, ভালো লাগলো?

১৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৯

কামরাজ বলেছেন: খুব ভালো লাগলো। এখন থেকে শোনার আগে টেস্ট করে নেবো।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০০

রোকনুজ্জামান খান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
ভাল থাকবেন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.