![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
A good orator, A reader, An audience, An honest man And A dutiful person.
এবারের স্বাধীনতা দিবসের স্ট্যাটাসগুলো দেখলাম।
অনেকেই লিখেছে জেমস এর গানের কথা - আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।
ভাবতে অবাক লাগছে। জেমস আমাদের অনেক প্রিয় একজন গায়ক। অবশ্যই জনপ্রিয়। কিন্তু সেও কিনা গত কয়েক বছরে একটা বাংলা গানও করে নাই। কিন্তু দেখলাম- “বেবসি“ র মত হিন্দি গানের টাল !!!
হা হা হা ! এটা কি নির্মম সত্য।
আইয়ুব বাচ্চু - আমাদের সবার প্রিয়। লালদিঘীর পারে উন্মুক্ত কনসার্ট। গেলাম, দেখলাম সে জেমসকে খোঁচা দিয়ে বলল-“ আগে বাংলা কর। এটাই ঠিক করে পারিস না, কিন্তু চিস বড়ি হে মাস্ত মাস্ত করস কেন?“
২০১৪/২০১৩- ভারতের রাষ্ট্রপতি ভবনে বাংলাদেশ থেকে আমন্ত্রিত হয়ে গেলেন তিনি। এসে তার সাক্ষাৎকার পড়লাম। বলে-“ভাই দুই সপ্তাহ পুরা ঘোরের মধ্যে আছি। বের হতে পারছি না।“
ভাবি বলিউডে চান্স পাইলে জেমস এর মত কয়েক বছর ঘোরের মধ্যে থেকে যাবেন।
আহারে........ সেই তিনি আবার টি২০ বিশ্বকাপে বললেন- “এখন তালি না। সব তালি পরের জন্য জমা করে রাখেন।“-------অভিমান, আহারে।
অথচ এর পরের ঘটনা আরো নাটকীয়। মাইলস আসছে একটু লেট করে। আইয়ুব বাচ্চুর ২০মিনিট সময় শেষ। আরো ১০ মিনিট বাড়তি করলেন। মাইলস বলল- “ঘরের শত্রু।“ তারপর কনসার্ট ত্যাগ।
বাচ্চু ভাই তার আগের দিন বাংলাদেশ ব্যন্ড ফেডারেশন থেকে অভিমানে সদস্যপদ প্রত্যাহার করেছেন।
আবারো ............আহারে অভিমান।
কি বোঝা গেল। সবাই সবাইকে বাঁশ দিচ্ছি। এভাবেই চলছে।
২১ শে ফেব্রুয়ারীতে ঘরে বসে থাকি। শহীদ মিনারে যাইনা। ফেসবুকে লিখি- অমুক ভাষা শহীদের মা অসুস্থ অবস্থায় মারা গেছেন। তাই প্রতিবাদ করে যাই নি। অথচ ঈদ, পুজায় আমার কাপড় মিস নাই। পারলে ১টা না, ১০টা।
এটাই চলছে। বাজারে এখন দেশপ্রেমের ব্যবসা। চলে যাব বিদেশে পড়ার জন্য। যদি সুযোগ পাই- গ্রীন কার্ডটা- বাদ যাবে না। দেশের মাটি ভালো। দেশের চাকুরী, জীবাণু তো ভালো না। আর আসব না। কেন আসব? ১ লাখ টাকার বেতন ছেড়ে দেশের ১০০০০ টাকার চাকরি করতে।
বৃদ্ধ বয়সে যখন ওখানে কেউ দেখার থাকবে না। “বাবারে........ মরলে দেশের মাটিতেই মরব।“ দেশ একটা কবরস্থান। আমরা তবু জেগে থাকি, তাদের লাশ বয়ে নিতে।
আমরা দেশের আদর্শ নাগরিক। সংবিধানের ৬ (২)ধারা অনুযায়ী আমরা সবাই বাংলাদেশী বলিয়াই পরিচিত!!!!!!
২৩ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১০
ami mishuk বলেছেন: মতিউর রহমান মিঠু ভাই শুনে খুশি হলাম যে আপনি আমার প্রোফাইলটা ভালোভাবে পড়েছেন। কিন্তু মজার কথা কি জানেন, আমরা সবাই একে অন্যকে বাঁশ দিয়ে যাই। ভেতরের খবর না জানলে যা হয় আর কি।
আমি যখন এই প্রোফাইলটা খুলি তখন আমার বন্ধুর কম্পিউটারে ছিল বিজয় ২০০৬। আমি সেখানে কোনভাবেই ইউনিকোড করতে পারি নি। তাই প্রোফাইল তৈরি করেছিলাম ইংরেজিতে। আরও একটা বিষয়ও ছিলো। আমি যখন আমি মিশুক প্রোফাইলটা তৈরি করি, তখন আমার কোন কম্পিউটারই ছিলো না। তারও অনেক পরে আমি মাঝে মাঝে সাইবার ক্যাফেতে বসে গুগল ট্রান্সলেশনে বসে বাংলা লিখে কপি করে এখানে লিখতাম। আগেও যদি এই পদ্ধতিটা জানা থাকতো তাহলেও হয়তো চেষ্টা করে দেখতাম।
বামবার খবর আমি জানি বলেই আপনাকে বললাম। মাইলসের সাথে এই ঝগড়াটা পুরানো এটা শুধু বোধহয় আপনিই জানেন না, আমরাও জানি। সেদিন কনসার্ট নিয়ে যে কথাগুলো তারা বলেছেন সেগুলো তো সবার মুখে মুখেই ছিলো। আপনি কনসার্টে ছিলেন না হয়তো তাই বুঝতে পারেন নি। আমরা যারা সেখানে ছিলাম তারা ভেতর-বাহির দেখেই বললাম।
আহারে.. আপানার বাঁশ খানা ভালো লাগল। আহারে.....
২| ২৮ শে মার্চ, ২০১৪ রাত ৩:০৮
মতিউর রহমান মিঠু বলেছেন: আরেকটা ব্যাপার হলো আপনি ভাই দেশপ্রেম নিয়ে এতো বড় পোষ্ট লিখলে কিন্তু আপনার প্রোফাইল হলো "
ami mishuk
A good orator, A reader, An audience, An honest man And A dutiful person. এই!!!!
দারুন না? আমরা নিজের খবর রাখিনা কিন্তু অন্যের "ছিদ্র" খুজতে ভিষন পটু....আহারে....আহারে...আবারো...আ..............হা.......রে....!!!!
©somewhere in net ltd.
১|
২৮ শে মার্চ, ২০১৪ রাত ২:৫৯
মতিউর রহমান মিঠু বলেছেন: বাচ্চু ভাই "বামবা" ত্যাগ করছে বিসিবি কনসার্টের পরের দিন, আগের দিন নয় জনাব। আর এতোবড় ইভেন্টে বাচ্চু ভাই বললেই যে মাইলসকে গান করতে দিবেনা তা বিশ্বাসযোগ্য নয়।এতো সহযে সঠিক ব্যপার জেনে গেছেন ভাবলে ভুল ভাবছেন, "বামবা'র" ভেতরের কাহিনী জানা এতো সহষ নয় ভাইধন...
ঠিক বেঠিক না জেনে লিখলে যা হয় আরকি...