নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাসেল মেহেদী পারভেজ। পরিচিত হতে: web.facebook.com/rmparves

র ম পারভেজ

স্বপ্নময় পথিক। দেখা, শোনা ও জানাগুলিকে ব্লগের পাতায় রেখে যেতে চাই।

র ম পারভেজ › বিস্তারিত পোস্টঃ

সকল মন্ত্রী যদি এমন হতেন!!!

২০ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:৫৭


সকালে লিফটে উঠার জন্য লাইনে দাড়িয়ে অাছি, আমার সামনে দুইজন দাড়ানো। এমন সময় মাননীয় কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরি এলেন, আমার দফতর উনার দফতর যে ভবনে সেই একই ভবনে। বাংলাদেশের চলমান রীতি অনুযায়ী স্বাভাবিক ভাবেই আমরা তিনজন সড়ে দাড়িয়ে উনাকে জায়গা করে দিলাম। সঙ্গে সঙ্গেই তিনি মৃদু ধমক দিয়ে অামাদের অাবার সামনে দাড়াতে বললেন। তারপর লিফট আসলে লাইন ধরে অামাদের সাথেই উঠলেন। এই একটি ঘটনায় অাজকে উনার প্রতি শ্রদ্ধা বহু গুণে বেড়ে গেল। বিগত দুই বছর সচিবালয়ে অফিস করে দেখেছি মাননীয় মন্ত্রীগণ তো অনেক বড় ব্যাপার সচিবগণও লিফটে কখনও লাইন ধরে উঠেন না। মনে মনে ভাবছিলাম সকল মন্ত্রী যদি আইন ও নিয়মের প্রতি এমন শ্রদ্ধাশীল হতেন তবে দেশটা সভ্য অার উন্নত হতে বেশী দেরি লাগতো না।

মন্তব্য ৪৪ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:১৩

গারোপাহাড় বলেছেন: কথা সত্য।

২০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১৩

র ম পারভেজ বলেছেন: হুমম!!!

২| ২০ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:১৩

খায়রুল আহসান বলেছেন: মাননীয়া মন্ত্রীকে সাধুবাদ!
আপনাকেও ধন্যবাদ।

২০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১৪

র ম পারভেজ বলেছেন: ধন্যবাদ অাপনাকেও।

৩| ২০ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:১৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব ভালো লাগলো মাননীয় মন্ত্রী সাহেবার আচরণ ও আপনার মতপ্রকাশ।

আপনাদের দুজনকেই শুভেচ্ছা ও শুভকামনা সবসময়।

২০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১৪

র ম পারভেজ বলেছেন: ধন্যবাদ।

৪| ২০ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৪২

মামুন ইসলাম বলেছেন: চমৎকার ব্যপার।

২০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১৪

র ম পারভেজ বলেছেন: সত্যিই তাই।

৫| ২০ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:০৫

শিখণ্ডী বলেছেন: এক জন ভালো মানুষের কথা প্রকাশ করায় আপনাকে অনেক ধন্যবাদ।

২০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১৫

র ম পারভেজ বলেছেন: অাপনাকেও ধন্যবাদ।

৬| ২০ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:০৮

চিন্তক মাস্টারদা বলেছেন: বিনম্র শ্রদ্ধা রইলো আপনার পক্ষ থেকে

২০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১৫

র ম পারভেজ বলেছেন: ধন্যবাদ।

৭| ২০ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:১৯

লেখা পাগলা বলেছেন: খায়রুল আহসান বলেছেন, মাননীয়া মন্ত্রীকে সাধুবাদ!
আপনাকেও ধন্যবাদ।

২০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১৫

র ম পারভেজ বলেছেন: ধন্যবাদ।

৮| ২০ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:২৩

মানবী বলেছেন: নিঃসন্দেহে অনুকরনীয় দৃষ্টান্ত!
আমাদের রাজনীতিবিদদের অপকর্মের সাথে সাথে তাদের ভালো কাজগুলোও তুলে ধরা জরুরী।

মতিয়া চৌধুরীকে সাধুবাদ জানাই।

পোস্টের জন্য ধন্যবাদ র ম পারভেজ।

২০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১৬

র ম পারভেজ বলেছেন: ধন্যবাদ।

৯| ২০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:০০

ঢাকাবাসী বলেছেন: মতিয়া চৌধুরী একসময় সাধারণ মানুষের নেত্রী .. ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন।

২০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১৬

র ম পারভেজ বলেছেন: হুমম।

১০| ২০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:০৯

ইমরান হাসান পরশ বলেছেন: মাননীয়া মন্ত্রী মহোদয়াকে টুপিখোলা অভিবাদন !!!

২০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১৭

র ম পারভেজ বলেছেন: আমি মনে মনে তাঁকে ধন্যবাদ দিয়ে রেখেছি।

১১| ২০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১৬

ইকরাম উল হক বলেছেন:

মাননীয়া মন্ত্রীকে সাধুবাদ!

মন্ত্রীরা ঠিক হয়ে গেলে
আগামী ৪৮ ঘন্টার ভিতরে
পুরা বাংলাদেশ ঠিক হয়ে যাবে

২০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১৭

র ম পারভেজ বলেছেন: সহমত।

১২| ২০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২৯

ANIKAT KAMAL বলেছেন: সাধারণ ঘটনা কিন্তু অসাধারণ শিক্ষা

২০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০৭

র ম পারভেজ বলেছেন: সত্যিই তাই।

১৩| ২০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:২০

রাসেল ০০৭ বলেছেন: উনি যখন দপ্তরে আসা যাওয়া করেন তখন কি আপনার মতই বাসে চড়ে আসেন ? নাকি বিশাল প্রোটকল নিয়ে সাধারণ যাত্রিদের হয়রানির কারণ হন।

২০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১০

র ম পারভেজ বলেছেন: উনি সরকারের বরাদ্দ করা গাড়িতে একজন গানম্যান সহ যাতায়ত করেন। অন্য মন্ত্রীদের মত অাগে-পিছে বিশাল প্রোটোকল নিয়ে ঘুরতে তাঁকে দেখিনি।

১৪| ২০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:২৮

সুমন কর বলেছেন: ভালো খরর।

২০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১১

র ম পারভেজ বলেছেন: হুমম!!!

১৫| ২০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২৫

নোবেল১২৩ বলেছেন: হুম

২১ শে এপ্রিল, ২০১৭ সকাল ৮:৩২

র ম পারভেজ বলেছেন: হুমমম!!!

১৬| ২০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫৪

জোয়ান অব আর্ক বলেছেন: মন্ত্রী নিজামী এর চেয়েও অনেক ভালো ভালো ইন্সটান্স রেখে গেছেন। ফাইল সাইন করে নিজের হাতে টেবিলে পৌঁছে দিয়ে যেতেন, নিজ গ্রামে কখনোই পুলিশ প্রটোকল নিতেন না। জামায়াতের একজন শীর্ষ নেতার সুপারিশ নিয়ে আসা চাকুরি প্রার্থীকে কিছু উপদেশ দিয়ে বিদায় করেন - এরকম অসংখ্য উদাহরণ তার সৃষ্টি। কিন্তু কেউ কোনদিন তা নিয়ে একটি কথাও বলেনি - মিডিয়ায়ও আসেনি। কারণ, তার দোষ, তিনি তার গাড়িতে পাকিস্তানের পতাকা না লাগিয়ে বাংলাদেশের পতাকা লাগিয়েছিলেন।

২১ শে এপ্রিল, ২০১৭ সকাল ৮:৩২

র ম পারভেজ বলেছেন: অমোচনীয় অপরাধ করলে এমনই হয়ে থাকে,নিজের জাতির রক্তে যার হাত রঞ্জিত তার কোন ভাল কাজ-ই কখনও কাউকে অনুপ্রাণিত করতে পারে না।

১৭| ২০ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:১১

জগতারন বলেছেন:
ইমরান হাসান পরশ বলেছেন: মাননীয়া মন্ত্রী মহোদয়াকে টুপিখোলা অভিবাদন !!!

এই টুপিখোলা ভাষায় ব্যক্ত করা ভাবধারা কি সবাই বুঝতে পারলো?
যার অর্থঃ বিনম্র অঙ্গ ভঙ্গীতে শ্রদ্ধাজ্ঞাপন করা!

২১ শে এপ্রিল, ২০১৭ সকাল ৮:৩৪

র ম পারভেজ বলেছেন: ;)

১৮| ২০ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:১৯

বিদেশে কামলা খাটি বলেছেন: মাননীয়া মন্ত্রীকে সাধুবাদ! মন্ত্রী হবার আগে মানুষ হতে হবে।

২১ শে এপ্রিল, ২০১৭ সকাল ৮:৩৪

র ম পারভেজ বলেছেন: সহমত।

১৯| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১:০৯

চাঁদগাজী বলেছেন:


ছাত্র ইউনিয়ন করে আদব কায়দা ও বক্তৃতা শিখেছেন; কাজের বেলায় মধুর কেন্টিনের দক্ষতা।

২১ শে এপ্রিল, ২০১৭ সকাল ৮:৩৮

র ম পারভেজ বলেছেন: আদব কায়দাটুকু জানা মন্ত্রীও তো এদেশে বিরল, সেদিক থেকেও তো তিনি ধন্যবাদ পাওয়ার যোগ্য।

২০| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১:১০

চাঁদগাজী বলেছেন:


বৃটিশ প্রাইম মিনিস্টারের কাজকর্ম দেখলে শ্রদ্ধায় হয়তো গদগদ হয়ে প্যান্টে পেসাব করে দেবেন।

২১ শে এপ্রিল, ২০১৭ সকাল ৮:৪৩

র ম পারভেজ বলেছেন: :(

২১| ২১ শে এপ্রিল, ২০১৭ সকাল ৮:৪৮

নাইম রাজ বলেছেন: ভালা কাজ মন্ত্রী সাহেবাকে ধন্যবাদ।

২৩ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:৪২

র ম পারভেজ বলেছেন: সহমত।

২২| ২১ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:১৯

ঠ্যঠা মফিজ বলেছেন: সুন্দর ব্যাপার।

২৩ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:৪৩

র ম পারভেজ বলেছেন: সত্যিই তাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.