নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাসেল মেহেদী পারভেজ। পরিচিত হতে: web.facebook.com/rmparves

র ম পারভেজ

স্বপ্নময় পথিক। দেখা, শোনা ও জানাগুলিকে ব্লগের পাতায় রেখে যেতে চাই।

র ম পারভেজ › বিস্তারিত পোস্টঃ

ঢালিউডের দ্বীনি নায়িকা নুসরাত ফারিয়ার রমজানের উপহার "অাল্লাহ মেহেরবান"!!!

২৭ শে মে, ২০১৭ বিকাল ৪:২৭

দেশে নেমে এসেছে রোজার আমেজ, কাল থেকে শুরু মুসলিম ধর্মের সিয়াম সাধনার মাস। এমন একটি সময়ে প্রকাশ পেয়েছে ঢালিউডের নায়িকা নুসরাত ফারিয়ার বিশেষ একটি গান। গানের শিরোনাম শুনে যে কেউ মিলিয়ে নেবেন এটি রোজার মাসকে লক্ষ্য করেই প্রকাশ করেছে কর্তৃপক্ষ। কিন্তু গানের শিরোনাম, কথা অথবা ভাবধারার সঙ্গে ফারিয়ার খোলামেলা উপস্থিতি দারুণ সাংঘর্ষিক। গানটির সঙ্গে জিৎ-এর কালো কাবলি-পাগড়ি-ড্রেসআপ এবং উপস্থিতি একেবারেই স্বাভাবিক অথবা মার্জিত। কিন্তু গানটিতে বাংলাদেশের মেয়ে নুসরাত ফারিয়ার এমন খোলামেলা উপস্থিতি কতটা প্রাসঙ্গিক আর কতটা উদ্দেশ্যমূলক?

উগ্রবাদ শুধু ধর্মীয় হয় না বাঙালিত্বও এক ধরণের উগ্রবাদ। রবীন্দ্রনাথও এক ধরণের উগ্রবাদ। মোল্লা শুধু ধর্মীয় মোল্লা হয় না, বাঙালি মোল্লাও হয়; এমনকি রবীন্দ্রনাথ মোল্লাও হয়। এধরণের খোলামেলা পোষাকও একধরণের মৌলবাদ। হেফাজত ভার্স্কয সরিয়ে তো বিশাল বিজয় অর্জন করলো এবার দেখা যাক, সিয়াম সাধনার মাসে আল্লাহ'র নাম দিয়ে তৈরি এরকম গান ও চলচ্চিত্র নিয়ে তাদের কি ভূমিকা হয়। আমি ধিক্কার জানাচ্ছি আল্লাহ'র নামের এমন অবমাননায় এবং সাথে নারীকে পণ্য করে নগ্নভাবে উপস্থাপনের। সুশীলগণরা কী দেখতে পাচ্ছেন না নারীকে পণ্য করে কিভাবে উপস্থাপন করা হচ্ছে? প্রসঙ্গত, বাংলাদেশে এরকম অপচর্চা এই প্রথম দেখা গেলো, ভারতে তো অহরহ এমন গান ও চলচ্চিত্র হচ্ছে। এখনই এসব রোখা না গেলে আমাদের দেশেও তা নিয়মিত হয়ে যাবে।

সর্বশেষ অাপডেট : গতকাল (২৮/০৫/২০১৭) গানটি ইউটিউব থেকে সরিয়ে নেয়ার জন্য দুইটি উকিল নোটিশ প্রেরণ করা হয়েছে সংশ্লিষ্ট প্রযোজক বরাবর।

মন্তব্য ৪৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০১৭ বিকাল ৪:৫২

আবদুল মমিন বলেছেন: এ ধরনের অপকরমের সাথে জড়িত সকল কেই শাস্তির আওতায় আনা হোক ।

২৭ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

র ম পারভেজ বলেছেন: সহমত।

২| ২৭ শে মে, ২০১৭ বিকাল ৪:৫৪

আরিফুল হক৩৫ বলেছেন: সুশীলগণরাইতো মজা পাচ্ছেন। সত্যি বলতে তারাই সুশীল যারা এসব বর্জন করছেন। এসব চলচিত্র নয় পর্ণগ্রাফি(২x)

২৭ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

র ম পারভেজ বলেছেন: ঠিক তাই।

৩| ২৭ শে মে, ২০১৭ বিকাল ৪:৫৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আমি ধিক্কার জানাচ্ছি আল্লাহ'র নামের এমন অবমাননায় সহমত

২৭ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬

র ম পারভেজ বলেছেন: ধন্যবাদ।

৪| ২৭ শে মে, ২০১৭ বিকাল ৪:৫৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন: সিয়াম সাধনার মাসের ঠিক আগে এই ধরণের ছবিসমৃদ্ধ পোস্টের পিছনে আপনার উদ্দেশ্য প্রশ্নবিদ্ধ হওয়া উচিৎ।

২৭ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

র ম পারভেজ বলেছেন: অামার উদ্দেশ্য অন্যায়ের প্রতিবাদ করা।

৫| ২৭ শে মে, ২০১৭ বিকাল ৫:০০

জেকলেট বলেছেন: আসলেই আল্লাহ মেহেরবান। আর না হয় উনার নাম নিয়া যা হচ্ছে তাতে এরা এতক্ষনে ধ্বংস্ব হয়ে যাওয়ার কথা।
"তবে সবাইকে একদিন আল্লাহর কাছে যেতে হবে এইটা মনে রাখত হবে"

২৭ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

র ম পারভেজ বলেছেন: সহমত।

৬| ২৭ শে মে, ২০১৭ বিকাল ৫:০৮

হাসান মাহবুব বলেছেন: ফাইজলামির একটা সীমা আছে। X((

২৭ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

র ম পারভেজ বলেছেন: X((

৭| ২৭ শে মে, ২০১৭ বিকাল ৫:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাগ্যিস বলেন নাই ওলামা লীগের কেউ এর ফিতা কেটে উদ্বোধর করেছেন :P

আপাদমস্তক ভন্ডামীতে ডুবে থাকা সমাজে এরকমই তো হবার কথা নয়!!!! ?????

এখনই এসব রোখা না গেলে আমাদের দেশেও তা নিয়মিত হয়ে যাবে।

২৭ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮

র ম পারভেজ বলেছেন: ভালো বলেছেন।

৮| ২৭ শে মে, ২০১৭ বিকাল ৫:১৮

এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: গানের এমন চিত্রায়ন সত্যি বড় দুঃখ জনক! বড় দুর্ভাগ্য জনক!! আসলে ওনাদের শিক্ষা-দীক্ষায় বড় রকমের গলদ রয়েছে অথবা এ বড় প্রহসন!!!

২৭ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

র ম পারভেজ বলেছেন: X(

৯| ২৭ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:১৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কথাগুলো খুবই যুক্তিসহ ও ভাল বিবেচনার। আমার কাছে ভালো লাগলো।

তবে ছবি পরিচারক প্রযোজক দের কথা আর দর্শকমহল চিন্তা করলে আমার মন্তব্য আটকে পড়ে!!

২৭ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

র ম পারভেজ বলেছেন: ধন্যবাদ।

১০| ২৭ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:১৫

ঢাকাবাসী বলেছেন: 'রবীন্দ্রনাথও এক ধরণের উগ্রবাদ' বাক্যটি ভুল, মানুষ উগ্রবাদ হয় না উগ্রবাদী হয়। তাছাড়া এসব তথ্য পান কোথায়? আপনার দেয়া তথ্য অসম্পুর্ণ, এটা মনে হয় চিত্রায়িত হয়েছে বাংলাদেশের বাইরে, তাতে আপনার কি? না দেখলেই হল।

২৭ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫১

র ম পারভেজ বলেছেন: Click This Link

১১| ২৭ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭

রাজীব নুর বলেছেন: স্কুলে এক শিক্ষক রেগে গেলেই আমাদের বলতেন ভন্ড। ভন্ডের দল।

২৭ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫১

র ম পারভেজ বলেছেন: ভালো বলেছেন।

১২| ২৭ শে মে, ২০১৭ রাত ৮:১০

নতুন বলেছেন: ফাইজলামির একটা সীমা থাকা উচিত X((

২৭ শে মে, ২০১৭ রাত ৮:১২

র ম পারভেজ বলেছেন: সেটাই, সীমাছাড়া সবকিছুই ক্ষতিকর।

১৩| ২৭ শে মে, ২০১৭ রাত ৮:১৪

ত্রিকোণমিতি বলেছেন: আপনার মত সকলের এভাবে সোচ্চার হওয়া উচিৎ। স্পেশিয়ালি আমাদের সুশীল সমাজ!

২৮ শে মে, ২০১৭ রাত ৩:১৯

র ম পারভেজ বলেছেন: সহমত।

১৪| ২৭ শে মে, ২০১৭ রাত ৮:৪৮

জগতারন বলেছেন:
আবদুল মমিন বলেছেন: এ ধরনের অপকরমের সাথে জড়িত সকল কেই শাস্তির আওতায় আনা হোক

সহমত !

২৮ শে মে, ২০১৭ রাত ৩:২০

র ম পারভেজ বলেছেন: অন্তত: চলচ্চিত্রটির গানটি নিষিদ্ধ করা হোক।

১৫| ২৭ শে মে, ২০১৭ রাত ৯:১৬

দেলাওয়ার জাহান বলেছেন: রমজান ক্যান, নোংরামি সবসময় নোংরামি। বিতর্কের মধ্য দিয়ে পরিচিতির জন্যি এরকম গান ছেড়েছে।
ভালো থাক।

২৮ শে মে, ২০১৭ রাত ৩:২১

র ম পারভেজ বলেছেন: ধন্যবাদ বন্ধু।

১৬| ২৭ শে মে, ২০১৭ রাত ৯:৫২

আহা রুবন বলেছেন: আল্লার নাম নিয়ে হয়ত পোষাকটাকে জায়েজ করতে চেয়েছে :(

২৮ শে মে, ২০১৭ রাত ৩:২২

র ম পারভেজ বলেছেন: X((

১৭| ২৭ শে মে, ২০১৭ রাত ৯:৫৯

ধ্রুবক আলো বলেছেন: আমি ধিক্কার জানাচ্ছি আল্লাহ'র নামের এমন অবমাননায় এবং সাথে নারীকে পণ্য করে নগ্নভাবে উপস্থাপনের। সুশীলগণরা কী দেখতে পাচ্ছেন না নারীকে পণ্য করে কিভাবে উপস্থাপন করা হচ্ছে? প্রসঙ্গত, বাংলাদেশে এরকম অপচর্চা এই প্রথম দেখা গেলো, ভারতে তো অহরহ এমন গান ও চলচ্চিত্র হচ্ছে। এখনই এসব রোখা না গেলে আমাদের দেশেও তা নিয়মিত হয়ে যাবে।
একমত।

দেখেন নারীকে পণ্য বানানো হচ্ছে আর নারীই নিজেই সেখানে নিজের ইচ্ছাতেও পণ্য হচ্ছে। কতটা বোকা হলে এমন কাজ করে। এরা আসলে কেমন নারী বুঝে আসেনা, এরা আসলে সুযোগে থাকে কখন অর্ধনগ্ন হয়ে মানুষের সামনে নিজের শরীর কে প্রদর্শন করবে।

আর এই গান, ছবি ও ছবির পরিচালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হোক।

২৮ শে মে, ২০১৭ রাত ৩:২৩

র ম পারভেজ বলেছেন: সহমত।

১৮| ২৭ শে মে, ২০১৭ রাত ১০:১৬

পোটলা ভরা জল বলেছেন: লজ্বা শরম না থাকলে যা হয় অার কি?

২৮ শে মে, ২০১৭ রাত ৩:২৩

র ম পারভেজ বলেছেন: ঠিক বলেছেন।

১৯| ২৮ শে মে, ২০১৭ রাত ১২:৪৪

সাওরন বলেছেন: চামড়ার ব্যাপারীদের কাছ থেকে ভাল আর কী আশা করা যায় ?

২৮ শে মে, ২০১৭ রাত ৩:২৪

র ম পারভেজ বলেছেন: X((

২০| ২৮ শে মে, ২০১৭ রাত ১:২৭

আলভী রহমান শোভন বলেছেন: প্রথমত, আগামীকাল রোজা শুরু হতে যাচ্ছে জানেনই যখন তখন আপনার এই পোস্টের সাথে ফারিয়ার অশ্লীল ছবি জুড়ে দেওয়া কতটা যুক্তিসংগত ? কাল কোন রোজাদার যখন আপনার এই পোস্টটি পড়বে তখন তো তাদের চোখে এই ছবিটি পড়বে। তাতে কি তাদের রোজা হালকা হবে না? আর সেই সাথে কি আপনিও পাপের ভাগীদার হলেন না?

দ্বিতীয়ত, পোস্টে রবীন্দ্রনাথকে হুদাই কেন টেনে আনা হল বুঝলাম না। আপনার ক্ষোভ কি হিন্দুদের ওপর?

তৃতীয়ত, রমজান সংযমের মাস। যারা প্রকৃত অর্থে সংযমী তারা নিশ্চয়ই এই ভিডিও দেখে মজা লুটবে না। তো এটা নিয়ে আজাইরা চটকাচটকির কিছু দেখি না।

চতুর্থত, হেফাজতের মূর্তি সরানোর ব্যাপার বুঝলাম কিন্তু রমজানে তাদের ফারিয়াকে নিয়ে ছানাছানি না করে ধর্মে কর্মে মনোনিবেশ করে জান্নাতে একটি স্থান বুকিং দিয়ে রাখা উচিত বোধ করি।

২৮ শে মে, ২০১৭ রাত ৩:২৮

র ম পারভেজ বলেছেন: ছবিগুলি সরিয়ে দিলাম।
অতি বাঙ্গালি, অতি রবীন্দ্রনাথ উগ্রবাদ বোঝাতে কথাগুলি এসেছে, হিন্দুদের উপর ক্ষোভ পাইলেন কই?
আল্লাহ'র নামের এমন অবমাননায় এবং সাথে নারীকে পণ্য করে নগ্নভাবে উপস্থাপনের জন্য প্রতিবাদ সবসময় হওয়া উচিত।

২১| ২৮ শে মে, ২০১৭ দুপুর ১:১৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ছবিগুলি সরিয়ে দিলাম। ধন্যবাদ

২৮ শে মে, ২০১৭ দুপুর ১:৪৩

র ম পারভেজ বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

২২| ২৮ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫১

জাহিদ হাসান বলেছেন: ধর্মকে পূজি করে নোংরা ভিডিও বানিয়ে ব্যবসা করতে চাইছিল ;) :D

২৯ শে মে, ২০১৭ সকাল ১০:১৪

র ম পারভেজ বলেছেন: সেজন্যই অামাদের প্রতিবাদ করা উচিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.