নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্নময় পথিক। দেখা, শোনা ও জানাগুলিকে ব্লগের পাতায় রেখে যেতে চাই।
আসিয়াছি আবার ফিরে সোহরাওয়ার্দীর মাঠে-এই ঢাকায়
হাতে লাঠি নয়- গোলাপ আর রজনীগন্ধা হাতে,
আসিয়াছি কার্তিক নবান্নের এই সময়ে রাজধানী ঢাকাতে
দুইহাত তুলে করিতে শোকরানা উদ্যানের ছায়াতে।
(জীবনানন্দ দাশের আবার আসিব ফিরে অবলম্বনে।)
০৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৮
র ম পারভেজ বলেছেন: Some signs of coming of Al-Masih ad-Dajjal:
-Dishonesty will be the way of life
-People will mortgage their faith for worldly gain
-Usury and bribery will become legitimate
Source:https://en.wikipedia.org/wiki/Al-Masih_ad-Dajjal
২| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫৫
সাইন বোর্ড বলেছেন: দোয়া ঘড়া ঘড়া বিতরণ করলেও ফুরায় না, বিশেষ দুত তার কতটুকুই বা নিতে পারবে !
০৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:০০
র ম পারভেজ বলেছেন: শুধু বিশেষ দূত না আরোও অনেকেরই এমন ছবি আছে।
৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৯
রাজীব নুর বলেছেন: গত কয়েক মাস ধরে নানান সমস্যায় জর্জরিত। ভাবছি তেতুল হুজুরের কাছে যাবো। একটু দোয়া নিয়ে আসি।
০৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:০১
র ম পারভেজ বলেছেন: মুস্কিল-আসান বাবা।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ দুপুর ১:০২
হাবিব বলেছেন: এরা কি ভুলে গেছে শত রক্ত ভেজা সেই রাতের কথা?