![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হারিয়ে যাবে কবি বিলীন হবে কাব্য বলছে বাস্তবতা এটাই ভবিতব্য
১) কতটুকু নিকোটিন সিগারেটে থাকে?
নিকোটিন আর কতটুকুই বা বিষ পুষে রাখে?
বিষ আরো বেশী আছে প্রেমিকার ঠোঁটে,
আবেগী প্রেমিক সে বিষ স্বেচ্ছায় লুটে!
২) কত খুন করেছি,
কতবার যে খুন হয়েছি,
হিসেব নেই।
শুনছি তথাকথিত শোকবার্তা,
"মৃত্যু সন্নিকটেই!"
৩) হারিয়ে যাবে কবি,
বিলীন হবে কাব্য,
বলছে বাস্তবতা,
এটাই ভবিতব্য।
৪) তোমার এক চোখ বলে "ভালোবাসি",
অন্য চোখ বলে, "বাসি না",
তোমার দু'চোখ সাক্ষী, তুমি বর্ণচোরা।
৫) তোমায় ভেবে লিখতে বসা প্রত্যেকটা কবিতা অসমাপ্ত থেকে গেছে,
প্রত্যেকবার আমি হারিয়ে গেছি ভাবনায়,ফিরতে পারিনি।
কবিতা হয়েছে ভাবনার কেন্দ্রবিন্দু,
কিন্তু ভাবনা কবিতা হয়নি!
©somewhere in net ltd.