নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আহা হা, কি এমন তারা করেছিল বল!
বয়সের দোষ সাথে চেতনা!
বেশি বেশি সব! অত কেন কোলাহল ?
মামলা দেবার ভাবনা!?
ওরে কোথায় কে আছিস আয়,
চুল কেটে ঘোল ঢেলে দিবি চল!
বার বুঝি খুব বেরে গেছে হায়
এইবার বুঝ ঘাটে কত জল!
এই না ভেবে, ভেবে তারা খুব নিজেরাই হেসে কুটি!
চুল গেছে, গেছে ছাল আর এই নাও গেল মান!
হিংসুটি সব! আমাদের বুঝি “স্বাদ” হয় না ঘোরানোর!
বড় বড় ভাই, আরো পাতি ভাই কত না স্নেহ করেন,
এইটুকু তো বটে সামলে নিবেন ঠিক, হউ সব আগুয়ান!
"কত পাপ আর ঢাকবে তুমি, উপচে পরে ভার!"
দিন কি আর এ কি থাকে বদ! বদলে যাচ্ছে সবি!
সকালে তারা অবাক দেখে, শালি বউ মায় শাশুড়ি মাতা,
নেটে ফোনে ট্যাবে ঘোরাঘুরি করে।
কি উপায় হবে হায়!
আমরা না হয় ঘেটে খাওয়া লোক, শ্রমিক তকমা আটা!
বউ শালি মা শাশুড়ি মাতা, সব যে নাজুক বদন !
এবার জব্দ কেমন!!
জুলাই, ২০১৭
©somewhere in net ltd.