নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফ্যাক্টসঃ
আমার এক বোনের বড় ছেলেটি তখন খুব ছোট দুই কি আড়াই, দিনমান টম এন্ড জেরি দেখে, নিজেকে “জেরি” ভাবে। ওর ছোট ভাই বেশ কয়েক বছরের ছোট, ছোটটাও জেরি-পাগলা। একদিন অবাক হয়ে দেখি বড়টা এখন জেরির চেয়ে টম কে পছন্দ করছে। আমি এর কারণ নিয়ে ভাবলাম, আমার আরও এক গাঁদা ভাগনা, ভাগনি, ভাতিজা, ভাতিজি আছে, তাদের প্রত্যেক কে আলাদা আলাদা জিজ্ঞেস করলাম।
ফাইন্ডিংসঃ
যারা একা ছোট থাকে তারা বরাবর জেরি কে পছন্দ করে, যখন একটি ভাই কি বোন হয়, তখন দেখা যায়, ছোটটি যখন জেরিকে পছন্দ করা শুরু করে, বড়টি তখন টমের দলে চলে যায়। কারণ, বাসায় মা বেশিরভাগই ছোটটিকে প্রায়রিটি দেন, বড়টি স্যাক্রিফায়েস করতে শিখে, কখন নিজেকে বঞ্চিত ভাবে, আর ধীরে ধীরে টমকে নিজের মত ভাবতে শুরু করে। এর মানে হচ্ছে ওর ম্যাচিউরিটি লেভেল বাড়ছে, সহজ, পরিবারে একটি বাচ্চা থাকলে সে বেশী আহ্লাদে থাকে, তার ম্যাচিউরিটি লেভেলটা ততটা বাড়ে না যেখানে একাধিক বাচ্চা থাকে তাদের মত।
ডেসিশনঃ
কম বেশী, যারা পরিবারে ছোট একটু আহ্লাদি ইমম্যাচিউরড তাদের প্রিয় জেরি।
যারা একটু প্র্যাক্টিক্যাল, আর শক্ত পোক্ত ম্যাচিউরড তাদের প্রিয় টম।
০৫ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১৩
রবাহূত বলেছেন: তা ঠিক, সবার প্রিয়!
২| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ১১:৪১
রোকনুজ্জামান খান বলেছেন: Meye bacca GuLai
Tom VOkTo Hoy
Beshi.
০৫ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১৪
রবাহূত বলেছেন: তাই?! এমন তো দেখি কম!
৩| ০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:১২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: অলিখিত প্রাকৃতিক নিয়ম মনে হয়...
০৫ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১৫
রবাহূত বলেছেন: আমার কাছে কিন্তু তাই মনে হয়! একটু জ্ঞান বুদ্ধি থাকলে বেশ একটা গবেষণা করতে পারতাম!
৪| ০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৪৮
নূর-ই-হাফসা বলেছেন: হুমম ঠিক বলেছেন
০৫ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১৫
রবাহূত বলেছেন: থ্যাঙ্ক ইউ!
৫| ০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ২:১২
ওমেরা বলেছেন: ভাল গবেষনা।
০৫ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১৬
রবাহূত বলেছেন: যদিও ফান পোস্ট! তবুও একটা স্টাডি কিন্তু আছে! থ্যাঙ্ক ইউ!
৬| ০৫ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৪৬
নীল আকাশ বলেছেন: কিন্তু আমার বাসায় ২টা পোলাই জেরির ভক্ত ?
৭| ০৫ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১৭
রবাহূত বলেছেন: টুইন না তো?
৮| ২৩ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:৩১
রাজীব নুর বলেছেন: সুন্দর।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ১১:১২
মানিজার বলেছেন: টম জেরি বরাবরই প্রিয় !