নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুন ভাবুক

নতুন ভাবুক › বিস্তারিত পোস্টঃ

কালা পাখি

২৮ শে জুন, ২০১৩ রাত ২:১৭





কালা পাখি শোন তোর

চোখ কান কিছু নাই,

মনেরও ভেতরে মাঝি

তোমার রাঙা নাও বায় (২)

কালা পাখি ও. . কালা পাখি



চাঁদ শুধু পোড়ে

সে পোড়াতে পারে না,

দেখ জোছনা বুঝেছে

কথা মানুষ বোঝে না

তোমার হৃদয়ে

নিতে এসেছি তালিম,

চলে হাত-পাতে তৃষ্ঞা

হাসে সোনালী ডালিম ।



বুলবুলি গাণ গায়

বকুলেরও ডালে,

ভ্রাম্যমান ভ্রমর বসে

গন্ধরাজের গালে (২)

বুলবুলি ও. . . বুলবুলি

এবার ফিরাও মুখ

আমি এইতো এসেছি,

তোমাকেই দিয়ে যাব

এই স্বপ্ন জোনাকী

তবু মাতালে ঝিমায় মন,

ছল কাপে থর থর

কেন হেটে বলে সাজঘর

বলে মর তুমি মর



চক্ষু ডোবে চন্দ্র ডোবে

বাকি থাকে কানও,

ঘাসেরও পেয়ালা বলে

কিছু সুধা ঢাল (২)

চক্ষু ডোবে আমার চক্ষু ডোবে ।



এই গাণটি উত্‍সর্গ করলাম চির সবুজ শিল্পী সঞ্জীব চৌধুরীকে ।



এস.এম. আতিকুর রেজা

যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.