![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সোনা বন্ধু
আমার সোনা বন্ধুরে,
তুমি কোথায় রইলারে (২)
দিনে রায়তে তোমায় আমি (২)
খুইজা মরিরে . . . .
আমার সোনা বন্ধুরে,
তুমি কোথায় রইলারে (২)
ইয়ে . . ইয়ে . . ইয়ে . .
প্রথম দেখার কালে বন্ধু,
কথা দিয়েছিলে (২)
ভুলিবেনা মোরে,
এই জীবন গেলে (২)
যদি না পায় তোমারে,
আমার জীবনের তরে (২)
সোনার জীবন অঙ্গর হইব (২)
তোমার লাইগারে . . . .
আমার সোনা বন্ধুরে,
তুমি কোথায় রইলারে (২)
ভুলতে পার বন্ধু তুমি,
আমি ভুলি নাই (২)
মরণকালে যেন বন্ধু, একবার দেখা পায় ।
পরকালে যেন বন্ধু, একবার দেখা পায় ।
যদি না পায় সেকালে,
প্রেম যাইবো বিফলে (২)
তখন কিন্তু বলব আমি (২)
প্রেম কিছুই নারে . . . .
আমার সোনা বন্ধুরে,
তুমি কোথায় রইলারে (২)
এস.এম. আতিকুর রেজা
যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
©somewhere in net ltd.