নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুন ভাবুক

নতুন ভাবুক › বিস্তারিত পোস্টঃ

মা

২৮ শে জুন, ২০১৩ রাত ২:২৪





মা আমার মা

লক্ষি আমার মা,

তোমার জন্য দিতে পারি

এই জীবনটা মা ।



জানিনা এই জীবনের মূল্য কোথায়

কোথায় হবে জীবনের শেষ,

তারপর ও মা তোমার জন্য

করতে পারি জীবনটা শেষ।



তোমার দিকে তাকিয়ে মাগো

ভুলে যায় সব কিছু,

তারপর মা এই জীবনে

থাকতে চাই তোমার পিছু পিছু।



কত মাধুর্য্য তোমার কথায়

কত শান্তি তোমায় দেখায়,

বলত মা এত কিছু

তোমায় ছাড়া কোথা গেলে পায়???



আমরা না খেলে তুমি খাওনা

না ঘুমালে তুমি ঘুমাও না,

আচ্ছা মা তোমার কি কখনো ক্ষিধে লাগেনা????

আচ্ছা মা তোমার কি কখনো ঘুম আসে না???????



জানি আমার সুখে

তোমার সুখ,

মাগো কোনদিন দিতে চাইনা

তোমায় দুখ।



তোমার হাসি নুরের হাসি

পাঁচ ওয়াক্ত নামায পড়,

সারাদিনের সকল কাজ

তুমি একাই করো |



মা, মাগো, ওমা-



তোমার কি কোন কষ্ট নেই???

কিংবা কোন দুঃখ???

তোমায় ছাড়া মাগো আমার

জীবনটা যে রুক্ষ।



তোমার সম্পর্কে মাগো

এখানে কিছুই হলো না লিখা,

সুযোগ পেলে বাকি কথা

বলব তোমায় একা।



আবারও বলছি তোমার জন্য

দিতে পারি মোর জান,

কবিতার শেষে তোমায় দিলাম

একটি লাল সালাম।



তুমিই সেরা, তুমিই শ্রেষ্ঠ

তুমিই আমার মা,

একটাই চাওয়া_ আমায় মাগো

কখনো ছেড়ে যেওনা ।





এস.এম. আতিকুর রেজা

যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.