![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত ২৪ জুন ব্রাহ্মনবাড়িয়ার আশুগঞ্জ থানার সামনে এক সড়ক দুর্ঘটনায় এস·আই· নাসিরউদ্দিন শরিফ(৪৮) নামে একজন পুলিশ কর্মকর্তা নিহত হন ৷ এই দুর্ঘটনা সংঘটিত হয় ঢাকা-ব্রাহ্মনবাড়িয়া রুটে চলাচলকারী "রয়েল কোচ" নামক একটি কোচ সার্ভিসের বাসের দ্বারা ৷ ঘটনার পর থেকে যথানিয়মে বাস চালক ও হেলপার পলাতক ৷ আশুগঞ্জ থানা পুলিশ দুর্ধর্ষ সব ডাকাত, সন্ত্রাসীদের ধরছে, কিন্তুু পুচকে ড্রাইভার আর হেলপার সবসময়ের মতো পুলিশের ধরা ছোঁয়ার বাইরেই থেকে গেছে ৷ সাম্রতিক সময়ে খবর পাওয়া গেছে, আশুগঞ্জ থানা পুলিশ নাকি নিছক দুর্ঘটনা নাম দিয়ে কিছু টাকার বিনিময়ে সেই আটককৃত বাস ছেড়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ৷ কিন্তুু নিহতের পরিবার ক্ষতিপুরণ নিতে নারাজ ৷ তারা দোষীদের বিরুদ্বে মামলা চালিয়ে যেতে ইচ্ছুক ৷ প্রত্যক্ষদর্শীদের থেকে জানা গেছে, তাকে পিছন থেকে অনেকটা পরিকল্পিত ভাবেই ধাক্কা দেওয়া হয় ৷ তাই, একে আর দশটা সড়ক দুর্ঘটনার মতো নিলে ভুল হবে ৷ আর এভাবে প্রত্যেক দুর্ঘটনার পর ক্ষতিপুরন দিয়ে দোষী চালক পার পেয়ে গেলে সে আরেকটি খুন করতে বেশি দেরি করবে না ৷ এমনকি তার পরবর্তী শিকার আপনিও হতে পারেন !!
বাস-ট্রাক চালকদের প্রশ্ন করলে তারা বলে, ভুলে দুর্ঘটনা ঘটেছে ৷ আমরা ইচ্ছে করে একটা পিঁপড়াও মারি না ৷ কিন্তুু নিয়মিত যে কাজ ঘটে তা কি "ভুল" বলা হবে না কি "অভ্যাস" বলা হবে ? প্রশ্ন আপনার কাছে ৷
গত কয়েকদিনে পত্রিকা খুললেই দেখা যাবে নিয়মিতভাবে সড়ক দুর্ঘটনার চিত্র ৷ মুলত, সড়ক দুর্ঘটনার চিত্র দেখতে দেখতে আমরা এতটাই অভ্যস্ত যে, এর প্রতিকারের জন্য কোনো ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আমরা কেউই উদ্যোগী হচ্ছি না ৷ কিন্তুু যখন আপনার কোনো প্রিয়জনের সাথে এই ঘটনা ঘটবে তখন আপনারা বুঝবেন, কিন্তুু ততক্ষনে অনেক দেরি হয়ে যাবে ৷ তাই সময় থাকতে সোচ্চার হন ৷
অনেক সড়ক দুর্ঘটনা হত্যার শামিল, তাই সব সড়ক দুর্ঘটনাকে নিছক “দুর্ঘটনা" বলে চালিয়ে দিলে হবে না ৷ এখনই সড়ক দুর্ঘটনার ব্যাপারে কার্যকরী পদক্ষেপ না নিলে তা মাত্রা ছাড়িয়ে যাবে ৷ তখন আমরা তারেক মাসুদ, মিশুক মুনির, এস·আই· নাসিরউদ্দীনের মতো দেশপ্রেমিকদের হারাবো, আর দোষী চালকরা সামান্য ক্ষতিপুরনের বিনিময়ে বের হয়ে আরেকজন দেশপ্রেমিককে হত্যা করার জন্য গাড়ি নিয়ে রাস্তায় নেমে পড়বে ৷
২| ০৫ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:১২
নতুন ভাবুক বলেছেন: আমাদের মাঝমাঠের এরপরও কোনো প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না ৷ এটা আরো খারাপ
©somewhere in net ltd.
১|
০৪ ঠা আগস্ট, ২০১৪ বিকাল ৫:৫৮
লেখোয়াড় বলেছেন:
চারিদিকে খুব বেশি সড়ক দুর্ঘটনা হচ্ছে।
খুব খারাপ।